(Source: ECI/ABP News/ABP Majha)
Duleep Trophy: বিরাটের সেঞ্চুরি, ব্যাটে সফল বাংলার শাহবাজও, লিড পাবেন মনোজরা?
East Zone vs North Zone: শুক্রবার দলীপ ট্রফিতে (Duleep Trophy) উত্তরাঞ্চলের বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করলেন বিরাট সিংহ (Virat Singh)।
পুদুচেরি: শুক্রবার দলীপ ট্রফিতে (Duleep Trophy) উত্তরাঞ্চলের বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করলেন বিরাট সিংহ (Virat Singh)। পূর্বাঞ্চলের হয়ে ব্যাট করতে নেমে লড়াকু হাফসেঞ্চুরি করেন বাংলার শাহবাজ আহমেদও। যদিও সেট হয়ে উইকেট দিয়ে আসেন অধিনায়ক মনোজ তিওয়ারি।
পুদুচেরিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামা পূর্বাঞ্চল প্রথম দিনের খেলার শেষে তুলেছিল ৩ উইকেটে ১৭৯ রান। বৃষ্টির জন্য ম্যাচ শুরু হয়েছিল লাঞ্চের পর। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন থেকে খেলতে নেমে পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংসে অলআউট হয়ে গেল ৩৯৭ রানে।
প্রথম দিনেই হাফসেঞ্চুরি করেছিলেন বাংলার সুদীপ ঘরামি। তিনি ৬৮ রান করেন। অনুষ্টুপ মজুমদার ৪৭ রান করে আউট হন। দ্বিতীয় দিনে মনোজ আউট হন ব্যক্তিগত ২৭ রানে। ক্রিজে সেট হয়ে যাওয়ার পর নিশান্ত সিন্ধুর বলে ফেরেন তিনি।
বিরাট সিংহ ১১৭ রান করে আউট হন। ২৪৭ বলের ইনিংসে তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন। অভিষেক পোড়েল ৬ রান করে আউট হন। শাহবাজ আহমেদ ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪০ বলে ৬২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ দিকে মনিশঙ্কর মুরাসিংহ ৩২ ও শাহবাজ নদিম ১৪ রান করেন। আকাশ দীপ কোনও রান না করে ফেরেন। ৪ রান করে নট আউট থাকেন ইশান পোড়েল।
উত্তরাঞ্চলের হয়ে ৩টি করে উইকেট নেন নভদীপ সাইনি ও নিশান্ত সিন্ধু। ১টি করে উইকেট দখল করেন সিদ্ধার্থ কৌল, পুলকিত নারাঙ্গ, হিমাংশু রানা ও ধ্রুব শোরে।
Stumps Day 2: North Zone - 65/0 in 12.6 overs (Yash Dhull 35 off 43, Manan Vohra 20 off 37) #NZvEZ #DuleepTrophy #QF2
— BCCI Domestic (@BCCIdomestic) September 9, 2022
জবাবে ব্যাট করতে নেমে উত্তরাঞ্চল দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৬৫ রান সংগ্রহ করেছে। যশ ধুল ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ৩৫ রান করে অপরাজিত রয়েছেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ২০ রান করে ক্রিজে রয়েছেন মনন ভোরা ।
আরও পড়ুন: বিরাট কোহলির শতরানে উচ্ছ্বসিত পাকিস্তানি তারকারাও, কী লিখলেন হাসান আলিরা?