এক্সপ্লোর

East Bengal: শেষ ৩ মরশুমে চার কোচ বদল, ডার্বি জিতিয়ে লাল হলুদকে এবার স্বপ্ন দেখাচ্ছেন কুয়াদ্রাত

Kalinga Super Cup 2024: অসাধারণ, গোছানো ও সঙ্ঘবদ্ধ রক্ষণ, সুযোগসন্ধানী আক্রমণ, মাঝমাঠে নির্দিষ্ট পরিকল্পনামাফিক কার্যকলাপ— এইসব অস্ত্রেই বছরের প্রথম ডার্বিতে বাজিমাত করল কার্লস কুয়াদ্রাতের দল।

কলকাতা: মরশুমের শুরুতেই সমর্থকদের যেমন দারুন এক উপহার দিয়েছিল ইস্টবেঙ্গল, নতুন বছরের শুরুতেও সে রকমই এক উপহার পেলেন লাল-হলুদ সমর্থকেরা। কলকাতার দুই প্রধানের সমর্থকদের কাছে ডার্বিজয়ের চেয়ে বড় উপহার আর কীই বা হতে পারে?

শুক্রবার সন্ধ্যায় ভুবনেশ্বেরের কলিঙ্গ স্টেডিয়ামে যদিও ইস্টবেঙ্গলের এই দুর্দান্ত জয় দেখার জন্য গ্যালারি উপছে পড়া ভিড় ছিল না। কিন্তু তা সত্ত্বেও ক্লেটন সিলভাদের জয়ের পর যে আবহ তৈরি হয়, তা-ই বা কম কী? অসাধারণ, গোছানো ও সঙ্ঘবদ্ধ রক্ষণ, সুযোগসন্ধানী আক্রমণ, মাঝমাঠে নির্দিষ্ট পরিকল্পনামাফিক কার্যকলাপ— এইসব অস্ত্রেই বছরের প্রথম ডার্বিতে বাজিমাত করল কার্লস কুয়াদ্রাতের লাল-হলুদ বাহিনী।

রিজার্ভ বেঞ্চকে সচল ও তৈরি না রাখার চরম মাশুল এ ভাবেই দিতে হল মোহনবাগানকে। এই টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচেও রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই খেলতে হয়েছে মোহনবাগানকে। কিন্তু ভাগ্যের জোরে সেই দুই ম্যাচে জয় পেয়েছে তারা। কলিঙ্গ সুপার কাপের আগে সুমিত রাঠি, রাজ বাসফোর, অভিষেক সূর্যবংশী, অর্শ আনোয়ার, সুহেল ভাট, রবি রাণাদের কতটা সময় মাঠে খেলার সুযোগ দেওয়া হয়েছে, তা হয়তো হাতে গুণে বলে দেওয়া যাবে। তারই ফল ভুগতে হল মোহনবাগানকে।

কী করেছেন কুয়াদ্রাত?

সে দিক দিয়ে দেখতে গেলে মহম্মদ রকিপ, নিশু কুমার, এডুইন ভন্সপল, বিষ্ণু পুতিয়াদের যে সুমিত, সুহেলদের চেয়ে বেশি ম্যাচটাইম দিয়েছেন ইস্টবেঙ্গলের কোচ কুয়াদ্রাত, এই নিয়ে কোনও সন্দেহ নেই। ইন্ডিয়ান সুপার লিগের মরশুম শুরুর আগে শৌভিক চক্রবর্তীকে কলকাতা লিগে খেলার জন্য ছেড়ে দেন কোচ, যাতে তাঁকে মরশুমের আসল সময় কাজে লাগাতে পারেন। কুয়াদ্রাতের এই সিদ্ধান্তগুলো দারুণ কাজে এসেছে। যার ফল তিনি এখন পাচ্ছেন।

যদিও মোহনবাগানের মতো তাঁর দলের সাতজন ভারতীয় শিবিরে চলে যাননি বা তিনজন নির্ভরযোগ্য খেলোয়াড়ের চোটও নেই। হরমনজ্যোৎ সিং খাবরা ছাড়া দলের সবাই মোটামুটি সুস্থ। একটা সময় ধারণা তৈরি হয়েছিল নাওরেম মহেশ সিং না থাকলে ইস্টবেঙ্গলের আক্রমণে তীব্রতা আসে না। সুপার কাপে কিন্তু সেই ধারনা চুরমার হয়ে গিয়েছে। মহেশকে ছাড়াই তিন ম্যাচে আট গোল করে ফেলেছে ইস্টবেঙ্গল। আসলে তাঁর রিজার্ভ বেঞ্চে এমন কয়েকজন খেলোয়াড় মজুত রেখে দিয়েছেন কুয়াদ্রাত, যাঁরা যে কোনও পরিস্থিতিতে প্রথম এগারোয় থাকার যোগ্য।

জাতীয় শিবিরে কখন, কতদিনের জন্য খেলোয়াড় ছাড়তে হতে পারে, কাদের ছাড়তে হতে পারে এই ধারণা মরশুমের শুরু থেকেই ছিল দুই শিবিরে। সেই ধারণা অনুযায়ী রিজার্ভ বেঞ্চ তৈরি রাখাটাও কোচেদের অন্যতম প্রধান কাজ। চোট-আঘাত যে যে কোনও সময় হতে পারে, তাও কোচেদের অজানা নয়। এ সব ভেবেই যে পরিবর্ত খেলোয়াড়দের ৯০ মিনিট খেলার জন্য তৈরি রাখা প্রয়োজন, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কুয়াদ্রাত।

আইএসএলে যোগ দেওয়ার পর থেকে রবি ফাউলার, মানোলো দিয়াজ, মারিও রিভেরা ও স্টিফেন কনস্টানটাইনরা যে কাজটা ঠিক ভাবে করে উঠতে পারেননি, একা কুয়াদ্রাত দায়িত্ব নিয়ে সেই কাজটা করে ফেলেছেন এবং তাঁর পূর্বসূরীদের দ্বারা যা সম্ভব হয়নি এ বার সেই অসাধ্য সাধনের ইঙ্গিতও দিয়ে রাখলেন অতীতে আইএসএল জয়ী কোচ।

কী করেছে ইস্টবেঙ্গল?

দ্রুত একবার পিছন ফিরে দেখে নেওয়া যাক এ বারের আইএসএলে এখন পর্যন্ত কী করেছে ইস্টবেঙ্গল। জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচেই ক্লেটন সিলভা ফর্মে ফিরে দললেও জয়ে ফেরান। ব্রাজিলীয় তারকার জোড়া গোলে এ বারের লিগের প্রথম জয় পায় তারা। বেঙ্গালুরুতে ফের ছন্দপতন হয় তাদের। ২-১-এ তাদের হারিয়ে লিগের প্রথম জয় পায় সুনীল ছেত্রীর দল। সে দিন হারার মতো না খেলেও হারতে হয় ইস্টবেঙ্গলকে। এর পরে এফসি গোয়ার বিরুদ্ধে ৭৩ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরে দু’মিনিটের মধ্যে পরপর দু’টি গোল খেয়ে ১-২-এ হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ফের ১-২-এ হারে লাল-হলুদ বাহিনী। এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করেন ক্লেটন সিলভা। চেন্নাইনের বিরুদ্ধেও ৮৫ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থাকার পর গোল খেয়ে জেতা ম্যাচ ১-১ ড্র করে লাল-হলুদ বাহিনী। কিন্তু নর্থইস্টের বিরুদ্ধে তাদের ৫-০-য় জয় আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয় তাদের। তবে পাঞ্জাব, মুম্বই সিটি এফসি ও ওডিশা এফসি-র বিরুদ্ধে তাদের পরপর তিন ম্যাচ গোলশূন্য করে বছরের শেষে লিগের আট নম্বরে রয়ে যায় লাল-হলুদ বাহিনী। আগামী মাসে এই জায়গা থেকেই ফের শুরু করবে তারা। তার আগে সুপার কাপের এই পারফরম্যান্স যে কতটা চাঙ্গা করে তুলবে, সেটাই দেখার।                                                                                             ---- তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Hooghly News: মাঝরাতে ATM-এর ভিতর ইট ভাঙার শব্দ ! আপনার টাকা নেই তো ?
মাঝরাতে ATM-এর ভিতর ইট ভাঙার শব্দ ! আপনার টাকা নেই তো ?
Mahakumbh Fire Incident: ফের মহাকুম্ভে বিপর্যয়, দাউদাউ আগুন, পুড়ে ছাই তাঁবু !
ফের মহাকুম্ভে বিপর্যয়, দাউদাউ আগুন, পুড়ে ছাই তাঁবু !
Gold Investment: ২৫ বছরে নিফটির রিটার্নকেও ছাপিয়ে গিয়েছে, মুখে হাসি ফুটিয়েছে সোনা; কত রিটার্ন এসেছে জানেন ?
২৫ বছরে নিফটির রিটার্নকেও ছাপিয়ে গিয়েছে, মুখে হাসি ফুটিয়েছে সোনা; কত রিটার্ন এসেছে জানেন ?
SBI Home Loans: SBI-এর গৃহঋণে সুদের হারে বদল, এবার EMI হবে আরও কম
SBI-এর গৃহঋণে সুদের হারে বদল, এবার EMI হবে আরও কম
Advertisement
ABP Premium

ভিডিও

Kolkata News: দমদমে ভয়াবহ লুঠ, বারবার কেন টার্গেট বয়স্করা? ABP Ananda LiveAnanda Sokal: বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু সহ চার বিধায়ক, আজ থেকে ধর্নাঘন্টাখানেক সঙ্গে সুমন (পর্ব ২, ১৭.২.২৫): বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু সহ ৪, আজ থেকে ধর্নাঘন্টাখানেক সঙ্গে সুমন(পর্ব ১, ১৭.২.২৫) নয়াদিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত ১৮, স্বীকার করতে কেন গড়িমসি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hooghly News: মাঝরাতে ATM-এর ভিতর ইট ভাঙার শব্দ ! আপনার টাকা নেই তো ?
মাঝরাতে ATM-এর ভিতর ইট ভাঙার শব্দ ! আপনার টাকা নেই তো ?
Mahakumbh Fire Incident: ফের মহাকুম্ভে বিপর্যয়, দাউদাউ আগুন, পুড়ে ছাই তাঁবু !
ফের মহাকুম্ভে বিপর্যয়, দাউদাউ আগুন, পুড়ে ছাই তাঁবু !
Gold Investment: ২৫ বছরে নিফটির রিটার্নকেও ছাপিয়ে গিয়েছে, মুখে হাসি ফুটিয়েছে সোনা; কত রিটার্ন এসেছে জানেন ?
২৫ বছরে নিফটির রিটার্নকেও ছাপিয়ে গিয়েছে, মুখে হাসি ফুটিয়েছে সোনা; কত রিটার্ন এসেছে জানেন ?
SBI Home Loans: SBI-এর গৃহঋণে সুদের হারে বদল, এবার EMI হবে আরও কম
SBI-এর গৃহঋণে সুদের হারে বদল, এবার EMI হবে আরও কম
Senco Gold Share Price:  দু-দিনে প্রায় ৩০ শতাংশ পড়ল সেনকো গোল্ডের শেয়ার, এখন কিনলে ৭৫ শতাংশ রিটার্ন পাবেন ? 
 দু-দিনে প্রায় ৩০ শতাংশ পড়ল সেনকো গোল্ডের শেয়ার, এখন কিনলে ৭৫ শতাংশ রিটার্ন পাবেন ? 
RG Kar News: শরীরে দেওয়া মাত্রই বিরূপ প্রতিক্রিয়া? স্যালাইন-বিতর্কের পর এই সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত RG Kar মেডিক্যালে
শরীরে দেওয়া মাত্রই বিরূপ প্রতিক্রিয়া? স্যালাইন-বিতর্কের পর এই সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত RG Kar মেডিক্যালে
Mahua Moitra Controversy : মহুয়ার ডাকা স্মরণসভায় এল না প্রয়াত বিধায়কের পরিবারই ! ফের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত?
মহুয়ার ডাকা স্মরণসভায় এল না প্রয়াত বিধায়কের পরিবারই ! ফের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত?
আয়ের অতিরিক্ত সূত্র তৈরির সম্ভাবনা মীন রাশির জাতক-জাতিকাদের, এই সপ্তাহে আর কী ?
আয়ের অতিরিক্ত সূত্র তৈরির সম্ভাবনা মীন রাশির জাতক-জাতিকাদের, এই সপ্তাহে আর কী ?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.