হৃদরোগে আক্রান্ত ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলি, অবস্থা স্থিতিশীল

কলকাতা: হৃদরোগে আক্রান্ত ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলি। এদিন সকালে দলের অনুশীলনের পরই বুকে ব্যথা অনুভব করেন তিনি। ক্লাবের আরও এক ফুটবলার গুরবিন্দরের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে অস্বস্তি আরও বাড়ে। গাড়ি ঘুরিয়ে তাঁকে নিয়ে সোজা ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চলে যান গুরবিন্দর। চিকিত্সকেরা জানান ৩২ বছরের আনোয়ারের মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। আপাতত হাসপাতালেই ভর্তি। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। হাসপাতালের কার্ডিওলজিস্ট সুনীপ বন্দ্যোপাধ্যায় জানান, ইসিজি ও অ্যাঞ্জিওগ্রামে কোনও বড় ব্লকেজ ধরা পড়েনি। বয়স কম থাকায়, ধাক্কা সামলে নিয়েছেন বলেও দাবি করেন চিকিৎসক। লাল হলুদের অন্যতম নির্ভরযোগ্য সেন্ট্রাল ডিফেন্ডার আনোয়ার। আইলিগজয়ী মোহনবাগানেরও সদস্য ছিলেন।






















