এক্সপ্লোর
Advertisement
শিবাজিয়ান্সের বিরুদ্ধে জোড়া স্ট্রাইকারে ইস্টবেঙ্গল
কলকাতা: আইলিগের প্রথম ম্যাচ ড্র-য়ের পর দ্বিতীয় ম্যাচে শিবাজিয়ান্সের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল৷ অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলতে ডাবল স্ট্রাইকারে খেলার চিন্তা কোচ ট্রেভর জেমস মরগ্যানের৷ হাওকিপ ও প্লাজাকে সামনে রেখেই দল গড়তে চলেছেন লাল-হলুদ কোচ৷
আই লিগের দ্বিতীয় ম্যাচ খলতে নামার আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ মরগ্যান৷ পুরো তিন পয়েন্টের লক্ষ্যেই লড়াইয়ে নামবে দল৷ প্রথম ম্যাচে ফরোয়ার্ডের অভাবে ম্যাচ ড্র করেই ফিরতে হয়েছিল তাঁকে৷ কিন্তু দ্বিতীয় ম্যাচে শিবাজিয়ান্সের বিরুদ্ধে পুণের বালেওয়ারি স্পোর্টস কমপ্লেক্সে খেলতে নামার আগে তাঁর হাতে একাধিক স্ট্রাইকার৷ সম্ভবত হাওকিপ ও প্লাজাকে আপ-ফ্রন্টে রেখেই দল গড়বেন মরগ্যান৷ চোট সারিয়ে দলে ফিরতে পারেন লালরিনডিকাও৷
এই ম্যাচে শুরু থেকেই বুকেনওয়ার খেলার সম্ভাবনা৷ ওয়েডসন শুরু করতে চলেছেন তাঁর পছন্দের জায়গা উইং হাফে৷ অন্যদিকে, শিবাজিয়ান্স তাদের প্রথম ম্যাচ হারলেও ঘরের মাঠে এই ম্যাচে তারাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে৷ ফলে সতর্ক থেকেই ঘর বাঁচিয়ে আক্রমণে যাওয়ার পরিকল্পনা লাল-হলুদ কোচের৷
বালেওয়ারি স্পোর্টস কমপ্লেক্সে সন্ধ্যা ৭ টায় খেলা শুরু হওয়াটাও একটা ভাল দিক ইস্টবেঙ্গলের কাছে৷ মরর্গ্যান ব্রিগেড কি পারবে শিবাজিয়ান্সকে তাদের ঘরের মাঠে হারিয়ে, চলতি আই লিগে প্রথম জয় তুলে আনতে? সে দিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল কর্মকর্তা থেকে সদস্য-সমর্থকরা৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement