এক্সপ্লোর
Advertisement
ম্যাচ আড়াই দিনও গড়াল না, গোলাপি বলের টেস্টে বাংলাদেশকে ইনিংসে হারিয়ে সিরিজ জয় ভারতের
উমেশের পাঁচ উইকেট। ইডেনে গোলাপি বলের টেস্ট ইডেনে গোলাপি বলের টেস্ট ইনিংস ও ৪৬ রানে জিতল ভারত।
কলকাতা: প্রথম দিনের শুরুতেই ঈশান্ত শর্মার বিধ্বংসী স্পেল। ঝুলিতে পাঁচ উইকেট। দ্বিতীয় দিনে অধিনায়ক বিরাট কোহলির শতরান (১৩৬)। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে গোলাপি বলের টেস্টে শতরান বিরাটের। একই সঙ্গে প্রথম ভারত অধিনায়ক হিসেবেও দিনরাতের টেস্টে শতরান করলেন কোহলি। ওই দিনই আবারও ঈশান্তের আগুনে স্পেলে ছাড়খার বাংলাদেশ। আর তৃতীয় দিনের সকালে উমেশ বলে একের পর এক আত্মসমর্পণ বেঙ্গল টাইগারদের। দ্বিতীয় বোলার হিসেবে গোলাপি বলে ৫ উইকেট উমেশের ঝুলিতে। এর মধ্যে বাংলাদেশের হয়ে একা লড়লেন মুশফিকুর রহিম। ইডেনে ৭৪ রানের ইনিংস খেলে গেলেন এই অভিজ্ঞ বাঙালি ব্যাটসম্যান।
খেলার ফল:
টসে জিতে প্রথম ব্যাট করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়ে যায় মমিনুল হকের দেশ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৪৭ রান করে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। দ্বিতীয় ইনিংসে বড় লিড তাড়া করতে নেমে বাংলাদেশ থামে ১৯৫ রানে। লিগামেন্টে চোট পাওয়ার কারণে আর ব্যাট করতে পারেননি মাহমুদ্দুলাহ। ভারত গোলাপি বলের টেস্ট জেতে এক ইনিংস ও রানে।
ইন্দৌর টেস্টেও ভারত বাংলাদেশকে হারিয়েছিলে এক ইনিংস ও ১৩০ রানে। লাগাতার এই জয় সিরিজও তালুবন্দি করল ভারত। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন ঈশান্ত শর্মা।
This is #TeamIndia's 7 straight Test win in a row, which is our longest streak ????????????#PinkBallTest @Paytm pic.twitter.com/Lt2168Qidn
— BCCI (@BCCI) November 24, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement