ENG v IND: ''আমি ভুল করে কোচ হয়েছিলাম, রাহুলই সেরা বিকল্প'', কেন এমন বললেন শাস্ত্রী?
Shastri On Rahul: অন্যদিকে আইসিসি ট্রফিতে (ICC Trophy) বারবার ব্যর্থ হতে হয়েছে। তাঁর পর কোচের পদে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে।
![ENG v IND: ''আমি ভুল করে কোচ হয়েছিলাম, রাহুলই সেরা বিকল্প'', কেন এমন বললেন শাস্ত্রী? ENG v IND, 5th Test: No better person to take over after me than Rahul, says Ravi Shastri ENG v IND: ''আমি ভুল করে কোচ হয়েছিলাম, রাহুলই সেরা বিকল্প'', কেন এমন বললেন শাস্ত্রী?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/03/e0dbb98c746c62a075cfb65ecaabace3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর পারফরম্যান্সের খতিয়ান লিখতে বসলে দেখা যাবে তা সাফল্য ও ব্যর্থতা মিশ্রিত। একদিকে যেমন টেস্টে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে গিয়ে সিরিজ জিতেছে দল। অন্যদিকে আইসিসি ট্রফিতে (ICC Trophy) বারবার ব্যর্থ হতে হয়েছে। তাঁর পর কোচের পদে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে। এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দল ও বর্তমান কোচকে নিয়ে কথা বলতে গিয়ে শাস্ত্রী জানিয়ে দেন যে দ্রাবিড় একেবারে যোগ্য বিকল্প কোচ হিসেবে।
ঠিক কী বলেছিলেন শাস্ত্রী?
কিন্তু নিজের কোচ হওয়ার বিষয়টি 'ভুল' বলে জানিয়েছেন শাস্ত্রী। এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ''আমার পরে যোগ্য ব্যক্তি হিসেবেই রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হয়েছেন৷ আমি কোচের চাকরিটা পেয়েছিলাম ভুলবশত৷ আমি রাহুলকে এই কথা বলেছিলাম৷ আমি কমেন্ট্রি বক্সে কাজ করছিলাম৷ আমাকে দায়িত্ব নিতে বলা হল এবং আমি যতটা পারি করেছি৷ কিন্তু, রাহুল এমন একজন যিনি একটা পদ্ধতির মধ্যে দিয়ে এই জায়গায় পৌঁছেছেন৷ এর জন্য তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছে৷ প্রথমে অনূর্ধ্ব ১৯ ও ভারতী ‘এ’ দলের কোচ হয়েছেন ৷ সেখান থেকে ভারতীয় দলের দায়িত্ব তুলে নিয়েছেন ৷ আর আমি মনে করি, একবার দল তাঁর কোচিংয়ে মানিয়ে নিলেই, তিনিও এটা উপভোগ করতে শুরু করবেন ৷''
২০১৪ সালে ভারতীয় ক্রিকেট দলের ডিরেক্টর হিসেবে ৮ মাস কাজ করেছিলেন শাস্ত্রী। ভারতীয় দলের ইংল্যান্ড সফর থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত এই পদে তিনি ছিলেন। ২০১৭ সালে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পান শাস্ত্রী। ২০১৯ সালে তাঁর মেয়াদ বাড়ানো হয় এবং ২০২১ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত।
নিজের প্রাপ্তি-অপ্রাপ্তি
নিজের কোচিং কেরিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে মুখ খুলে শাস্ত্রী বলেন, ''আমার সময়ে যদি কোনও কিছু না পাওয়া থাকে তা হল বিশ্বকাপ। এ ছাড়া লাল বল এবং সাদা বলের ক্রিকেটে বিশ্বের বিভিন্ন প্রান্তে স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছি আমরা। অস্ট্রেলিয়া দু'টি সিরিজ জিতেছি, ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছর সিরিজে এগিয়ে ছিলাম।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)