ENG vs IND: অ্যান্ডারসন-তেন্ডুলকর নয়, পতৌদির নামেই হোক ভারত-ইংল্যান্ড সিরিজ়, সচেষ্ট স্বয়ং সচিন
Sachin Tendulkar: ভারত-ইংল্যান্ডের এই সিরিজ়ের সঙ্গে যাতে পতৌদির নাম যুক্ত থাকে, সেই বিষয়ে সচেষ্ট আইসিসি চেয়ারম্যান জয় শাহও।

নয়াদিল্লি: ভারত বনাম ইংল্য়ান্ডের (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হতে আর সপ্তাহখানেকও বাকি নেই। এই সিরিজ় নাম ঘিরেই যত কাণ্ড। এতদিন পর্যন্ত ইংল্যান্ডে আয়োজিত ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ় প্রাক্তন অধিনায়ক ম্যাক পাতৌদির নামে পতৌদি ট্রফি হিসাবে খ্যাত ছিল। তবে সেই সিরিজ়ের নাম বদলে এবার থেকে তা অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি করা হয়েছে। তবে এই নাম বদলের সঙ্গে অনেকেই সহমত নন। এবার আসরে নামলেন স্বয়ং সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।
সচিন ও জেমস অ্যান্ডারসন, দুই দেশের দুই কিংবদন্তির নামে ভারত-ইংল্যান্ড সিরিজ়ের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী সচিন স্বয়ং আসরে নেমে কার্যত একপ্রকার বিসিসিআই ও ইসিবির কর্তাদের এই সিরিজ়ের নামকরণ বদল নিয়ে ভাবনাচিন্তা করতে বাধ্য করেছেন। 'মাস্টার ব্লাস্টার' চান প্রাক্তন ভারতীয় অধিনায়কের নামে পতৌদি ট্রফি হিসাবেই এই সিরিজ় চালু থাকুক। এই সিরিজ়ের সঙ্গে যাতে পতৌদির নাম যুক্ত থাকে, সেই বিষয়ে সচেষ্ট আইসিসি চেয়ারম্যান জয় শাহও।
সিরিজ়ের নামকরণ হয়তো এরপরেও বদল হবে না। তবে শোনা যাচ্ছে সিরিজ়জয়ী অধিনায়ককে ম্যাক পতৌদির নামে কোনও মেডেল পুরস্কার দেওয়া হতে পারে। প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনে সচিন ও অ্যান্ডারসনের সম্মিলিতভাবে নতুন অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি উন্মোচন করার কথা ছিল। তবে আমদাবাদের বিমান দুর্ঘটনার আবহে এই কর্মসূচী পিছিয়ে যায়। দুই বোর্ডের তরফেই মনে করা হয় এই সময়টা নতুন ট্রফি উন্মোচনের জন্য সঠিক নয়। তবে কবে এই ট্রফি নতুনরূপে উন্মোচিত হবে, সেই বিষয়ে নিশ্চিতভাবে কোনও কিছু জানা যায়নি।
সচিনের ফাদার্স ডে পোস্ট
আজ ১৫ জুন, ফাদার্স ডে (Father’s Day 2025)। বাবাদের প্রতি কৃতজ্ঞতা, ভালবাসা জানানোর দিন। আজকের এই বিশেষ দিনটি বিশ্বের শতাধিক দেশ পালন করে। বিভিন্ন ক্ষেত্রের, সাধারণ থেকে কিংবদন্তি, বিভিন্ন ব্যক্তিত্ব আজকের দিনে প্রায়ই বাবাদের সঙ্গে নিজেদের ছোটবেলার না না স্মৃতি সকলের সঙ্গে ভাগ করেন। এক কিংবদন্তিও আজকের দিনে সেটাই করলেন।
Before the applause, before the centuries, there was a man with a pen and a gentle smile, believing in me before the world did. I carry his calm, his grace, and his love in every step.
— Sachin Tendulkar (@sachin_rt) June 15, 2025
Happy Father’s Day. You are missed, Baba! pic.twitter.com/Cs0iFOHNoN
সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে নিজের একেবারে খুদে বেলার ছবি শেয়ার করে তিনি এক আবেগঘন বার্তায় লেখেন, 'সব সাধুবাদ, শতরানের আগে একজন ব্যক্তি ছিলেন যাঁর হাতে ছিল কলম ও মুখে হাসি। তিনি গোটা বিশ্বের আগে আমার ওপর ভরসা করেছিলেন। আমি ওঁর শান্ত মনোভাব, ওঁর ভালবাসা আমার প্রতিটি পদে সঙ্গে নিয়ে চলি। হ্যাপি ফাদার্স ডে। তোমায় আমরা খুব মিস করি বাবা।' তিনি আর কেউ নন স্বয়ং সচিন তেন্ডুলকর। এই বিশেষ দিনে বাবাকে নিয়ে আবেগঘন পোস্টে ফের একবার বাবার প্রতি সচিনের ভালবাসাই ফুটে উঠল।






















