এক্সপ্লোর
দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপট ইংল্যান্ডের

ম্যাঞ্চেস্টার: লর্ডসে সিরিজের প্রথম টেস্টে হারের ধাক্কা কাটিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন অধিনায়ক অ্যালেস্টার কুক (১০৫) এবং জো রুটের (অপরাজিত ১৪১) শতরানের সুবাদে দিনের শেষে চার উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছে ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে জোড়া উইকেট নিয়েছেন মহম্মদ আমির ও রাহত আলি। লর্ডসে ১০ উইকেট নিয়ে সাড়া ফেলে দেওয়া লেগ স্পিনার ইয়াসির শাহ এদিন দাগ কাটতে পারেননি। তিনি ৩১ ওভার বল করে ১১১ রান দিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















