এক্সপ্লোর
Advertisement
মঞ্জরেকরের প্রশ্নের জবাবে রাহুল বললেন, ‘যখন রান করি তখন সবাই আমাকে পছন্দ করে’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টি ২০ ম্যাচে ওপেন করতে নেমে ৪০ বলে ৬২ রানের ইনিংস খেলেছেন কেএল রাহুল। তাঁর ইনিংস ক্রিকেট মহলের প্রশংসা আদায় করে নিয়েছে। ম্যাচের পর রাহুল বলেছেন, তিনিও এ ধরনের ইনিংস খেলার অপেক্ষায় থাকেন।
হায়দরাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টি ২০ ম্যাচে ওপেন করতে নেমে ৪০ বলে ৬২ রানের ইনিংস খেলেছেন কেএল রাহুল। তাঁর ইনিংস ক্রিকেট মহলের প্রশংসা আদায় করে নিয়েছে। ম্যাচের পর রাহুল বলেছেন, তিনিও এ ধরনের ইনিংস খেলার অপেক্ষায় থাকেন। বেশিরভাগ সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেন। তবে এখনই আগামী বছরের টি ২০ বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে নিজের জায়গা নিয়ে মাথা ঘামাতে চান না তিনি।
শুক্রবার ২০৮ রান তাড়া করে জিতেছে ভারত। এত রান তাড়া করে এর আগে জেতেনি ভারত। ভারতের জয়ের ভিত গড়ে দেয় রাহুলের ইনিংস। ম্যাচ জিতে ভারত সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার পর প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর বলেন, ব্যক্তিগতভাবে, স্ট্রাইক রেট ১৫০ থাকলে আমি রাহুলকে সবচেয়ে বেশি পছন্দ করি।
এর জবাবে রাহুল বলেছেন, রান করলে সবাই আমাকে পছন্দ করেন।এমনটাই তো হয়ে থাকে। স্ট্রাইক রেটের কথা মাথায় রেখে ইনিংসের পরিকল্পনা করি না। সত্যি কথা বলতে কী, বেশ কয়েকটা সিরিজ পর আমি টপঅর্ডারে খেলার সুযোগ পেলাম। এখন সেই সুযোগ কাজে লাগাতে চাই। এদিনটা আমার পক্ষে ভালো গিয়েছে। ভালো শট খেলেছি, আগামী বছরের অক্টোবরের কথা ভেবে উদ্বিগ্ন হওযার পরিবর্তে এই ফর্ম ধরে রাখতে চাই। আগামী বছরের টি ২০ বিশ্বকাপের আপে অনেক ম্যাচ রয়েছে।
রাহুল বলেছেন, উইকেট খুব একটা খারাপ ছিল না। উভয় দলই ২০০-র বেশি রান করেছে। আমরা ১৯ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছি।তবে এই উইকেটে ব্যাটিং সহজ ছিল না।
শুক্রবারের ম্যাচে রাহুল অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০০ রানের পার্টনারশিপ করেন। রাহুল বলেছেন, ২০০ রান তাড়া করতে হলে অনেক সময়ই বেশ আক্রমণাত্মক হতে হয়। মাঝের ২-৩ ওভারে বাউন্ডারি পাওয়াটা কঠিন হয়েছিল। কিন্তু আমরা জানতাম কয়েকটা বাউন্ডারি পেলেই তা আসতে থাকবে। তাই আমাদের ধৈর্য্য ধরতে হয়েছিল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement