এক্সপ্লোর
Advertisement
ফাইনালে সবাই ভারত-ইংল্যান্ডকে দেখতে চায়: কোহলি
লন্ডন : গ্রুপের কঠিন লড়াই পেরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছেছে ভারত। সেমিফাইনালে সামনে বাংলাদেশ। কিন্তু ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, সেমিফাইনাল-ফাইনালে প্রতিপক্ষ কে, তা খুব একটা বড় ব্যাপার নয়। তবে ফাইনালে সবাই ভারত ও ইংল্যান্ডকেই দেখতে চায়।
উল্লেখিয, আগামীকাল প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। পরের দিন লড়াই ভারত ও বাংলাদেশের।
গতাকাল সন্ধেয় লর্ডসে একটি বিশেষ অনুষ্ঠানে এসেছিলেন কোহলি। সঙ্গে ছিলেন দলের কয়েকজন ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলে। অনুষ্ঠানোর আয়োজক ছিল ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানে কোহলি বলেছেন, সেমিতে কাদের বিরুদ্ধে খেলছি, সেটা বড় কথা নয়। লিগ পর্বটা কঠিন ছিল। আর মাত্র একটা ম্যাচ জিতলেই ফাইনালে খেলার সুযোগ আমাদের সামনে। প্রত্যেকেই চায় ফাইনাল হোক ভারত ও ইংল্যান্ডের মধ্যে। সেমিফাইনালে দুটি দল ভালো খেললে সেই চাহিদা পূর্ণ হতে পারে।
ফাইনালে কোন দলের বিরুদ্ধে খেলতে পছন্দ করবেন? এই প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, যে কোন দল। আমরা ফাইনালে উঠতে পারলে খুশি হব।
ইংল্যান্ডে যে কোনও মাঠেই ভারত দারুন সমর্থন পাচ্ছে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে ভারতের অধিনায়ক বলেছেন, এটা একটা দারুন ব্যাপার।
কোহলি বলেছেন, রোদ ঝলমলে দিন হলে ইংল্যান্ডের মতো ভালো ক্রিকেট খেলার জায়গা আর হয় না। সাদা বল তো সুইং করে না। আকাশে মেঘ এলে পরিস্থিতিটা কিছুটা কঠিন হয়ে পড়ে।
এখানে পরিবেশের কথা মাথায় রেখে খেলাটাই ব্যাটসম্যানদের কাছে চ্যালেঞ্জ বলে মন্তব্য কোহলির।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement