Barcelona: বার্সা কোচ হিসেবে তাঁর জুতোয় কে পা গলাতে পারেন? নিজেই জানালেন জাভি
Barcelona Coach: একেবারেই ভালো সময় যাচ্ছে না বার্সেলোনার। কাতালান ক্লাবটি নিজেদের শেষ ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই হেরেছে। এর মধ্যে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে হার।
বার্সেলোনা: চলতি মরশুম শেষেই বার্সেলোনার দায়িত্ব ছাড়তে চলেছেন জাভি। তার আগেই কে নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন কাতালান ক্লাবের, সেই নাম জানিয়ে দিলেন এই প্রাক্তন বার্সা কিংবদন্তি।
সম্প্রতি একেবারেই ভালো সময় যাচ্ছে না বার্সেলোনার। কাতালান ক্লাবটি নিজেদের শেষ ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই হেরেছে। এর মধ্যে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে স্প্যানিশ সুপার কাপে ৪-১ ব্যবধানে হার। চলতি মরশুমে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে বার্সা। ২১ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচে জয় ছিনিয়ে নিতে পেরেছে কাতালান ক্লাবটি৷ শেষ পাঁচ ম্যাচে ১৬ গোল হজম করেছে বার্সা। ছিটকে গিয়েছে স্প্যানিশ সুপার কাপ এবং কোপা ডেল রে থেকেও।
স্বভাবতই দায় কাঁধে নিয়েই চলতি মরশুম শেষে সরে দাঁড়াচ্ছেন জাভি। এক সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী প্রাক্তন স্প্যানিশ মিডফিল্ডার বলেন, "রাফা মার্কুয়েজ এই দায়িত্ব সামলাতে প্রস্তুত। ও নিজেকে তৈরিও করেছে। আমার খুব ভালো বন্ধু। তবে পুরোটাই নির্ভর করছে স্পোর্টিং ডিরেক্টর ডেকো ও ক্লাব সভাপতির সিদ্ধান্তের ওপর।"
View this post on Instagram
কিছুদিন আগেই বার্সা ছাড়ার সিদ্ধান্তে জাভি বলেছিলেন, ''আমি ক্লাবের একজন হিসেবে চিন্তা করেছি। আমার মনে হয়েছে, চলে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত। যে চার মাস বাকি আছে, আমি সব কিছু দিয়েই চেষ্টা করব। আমি মনে করি আমাদের ভালো একটি মরশুম হবে।'' কিছুটা সংবাদ মহলের ওপরও ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন বার্সা তারকা। তিনি বলেন, ''এটা নির্মম চাকরি। আপনার সব সময় মনে হবে, আপনি মূল্য পাচ্ছেন না। আপনারা দেখবেন, কী ভাবে সংবাদমাধ্যম আপনাকে শেষ করে দেয়। তারা আপনার সমালোচনা করে এবং সেটা আপনাকে আক্রান্ত করে। এটা সব বার্সা কোচের সঙ্গেই হয়ে থাকে। শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে যেতে হয়, কাজ চালিয়ে যাওয়ার কোনও মানে থাকে না।''
উল্লেখ্য়, আগামী ৩০ জুন অর্থাৎ চলতি মরশুমের শেষেই বার্সা ছাড়বেন তিনি। যদিও ক্লাবের তরফে জাভিকে থেকে যাওয়ার অনুরোধ জানা হয়েছে। তবে প্রাক্তন তারকা মিডিও সাফ জানিয়ে দিয়েছেন, একবার তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মানে তা আর বদলাবে না।