Neeraj Chopra Wins Gold: অলিম্পিক্সের আগে দুরন্ত ছন্দে নীরজ, ফেডারেশন কাপে জিতলেন সোনা
27th National Federation Senior Athletics Competition: বুধবার ভুবনেশ্বরে ২৭তম ফেডারেশন কাপ সিনিয়র অ্যাথলেটিক্সে জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ। চতুর্থ প্রচেষ্টায় ৮২.২৭ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।
ভুবনেশ্বর: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) আর আড়াই মাসও বাকি নেই। তার আগে দুরন্ত ছন্দে নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের সোনার ছেলে। যিনি টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। অ্যাথলেটিক্সে সেটি ছিল ইতিহাস। ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন নীরজ।
বুধবার ভুবনেশ্বরে ২৭তম ফেডারেশন কাপ সিনিয়র অ্যাথলেটিক্সে (27th National Federation Senior Athletics Competition) জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ। চতুর্থ প্রচেষ্টায় ৮২.২৭ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।
প্রায় তিন বছর পর দেশের মাটিতে কোনও প্রতিযোগিতায় নামলেন নীরজ। বুধবার ছিল জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল। এর আগে ২০২১ সালে ফেডারেশন কাপেই সোনা জিতেছিলেন নীরজ। সেবার তিনি ৮৭.৮০ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন। চলতি বছরে এটা নীরজের দ্বিতীয় টুর্নামেন্ট। গত সপ্তাহে দোহা ডায়মন্ড লিগে ৮৮.৩৬ মিটার থ্রো করেছিলেন নীরজ। তবে বুধবারের থ্রো নীরজের সেরা থ্রোগুলির ধারেকাছে ছিল না।
এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জেতা ডি পি মনু নীরজের কাছে হেরে বুধবার রৌপ্যপদক পেলেন। বুধবার কলিঙ্গ স্টেডিয়ামে ৮২.০৬ মিটার থ্রো করেন তিনি। ৭৮.৩৯ মিটার থ্রো করে জ্যাভলিনে ব্রোঞ্জ পেয়েছেন উত্তম বালাসাহেব পাটিল। তবে ওড়িশার ঘরের ছেলে কিশোর জেনা হতাশ করেছেন। প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে নামার যোগ্যতা অর্জন করেছেন কিশোর। তবে ভুবনেশ্বরে ৭৫.৪৯ মিটার থ্রো করে পঞ্চম হয়েছেন। ৭৭.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করে চতুর্থ হন বিবিন অ্যান্টনি।
🚨Breaking news: Ace javelin thrower Neeraj Chopra wins gold in men's javelin throw at Federation Cup 2024 with a throw of 82.27m #NeerajChopra pic.twitter.com/cOFYn1ogOK
— Sandeep Phogat (@PhogatFilms) May 15, 2024
নীরজ বলেছেন, 'দোহার প্রতিযোগিতার পর শরীর পুরোপুরি ধকলমুক্ত হয়নি এখনও। শেষ দুটি থ্রো তাই করিনি আর। ১০-১২ দিন পরে চেচিয়াতে প্রতিদ্বন্দ্বিতা করব। তাই শরীরের ওপর খুব চাপ দিইনি।' যোগ করেছেন, 'অনেকদিন পরে ভারতে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে ভাল লাগছে। সমর্থকদের অনেক ধন্যবাদ।'
আরও পড়ুন: আচমকা সংক্রমণ, IPL-এর মাঝেই দেশে ফিরতে হল রাবাডাকে, কী এই সেলুলাইটিস? কতটা ভয়ের?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।