রেফারির জন্যই ইংল্যান্ডের কাছে হেরেছে কলম্বিয়া, তোপ মারাদোনার, নিন্দা ফিফার
মস্কো: বিশ্বকাপে ইংল্যান্ড-কলম্বিয়া প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচের রেফারি নিয়ে করা আর্জেন্তাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার মন্তব্যের নিন্দা করল ফিফা।
গত মঙ্গলবার, মাথাগরমের ম্যাচে পেনাল্টি শ্যুটআউটে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে চলে যায় গ্যারেথ সাউথগেটের দল। এরপরই, ওই ম্যাচে রেফারি মার্ক গিগারকে বাছাই করার জন্য ফিফার সমালোচনা করেন মারাদোনা। তাঁর দাবি, ওই রেফারির জন্যই কলম্বিয়া ম্যাচ হেরেছে।
ম্যাচের পর ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, আমি কলম্বিয়াবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে, ফুটবলারদের দোষ নেই। কারণ, এখানে এক সজ্জন ব্যক্তি রয়েছেন (ফিফা রেফারি প্রধান পিয়ারলুইগি কলিনা)। তিনি এমন একজনকে রেফারি নিযুক্ত করলেন, যিনি এই ধরনের উচ্চ তাপ-উত্তাপের ম্যাচ পরিচালনার যোগ্য নন।
মারাদোনার এই মন্তব্য ভালভাবে নেয়নি ফিফা। উত্তরে, বিশ্ব ফুটবল নিয়মাক সংস্থার তরফে বলা হয়, একজন খেলোয়াড়, যিনি ইতিহাস রচনা করেছেন, তাঁর কাছে থেকে এধরনের মন্তব্য অনভিপ্রেত। ওই ম্যাচে ফিফার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারাদোনা। মাঠে তিনি খুল্লমখুল্লা কলম্বিয়াকে সমর্থন করেন। এমনকী, গায়ে কলম্বিয়ার জার্সিও চাপিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে গোল্ড কাপে পানামা বনাম মেক্সিকো সেমিফাইনমাল ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে ৬ মাসের জন্য নির্বাসিত হয়েছিলেন গিগার। মারাদোনার মন্তব্যকে উড়িয়ে দিয়ে টুইটারে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক গ্যারি লিনেকার আবার আর্জেন্টাইন তারকার বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ গোলের প্রসঙ্গ টেনে এনে কটাক্ষ করেন।