এক্সপ্লোর
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট বিক্রি ছাড়াল এক লক্ষ

নয়াদিল্লি: আসন্ন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ঘিরে দেশজুড়ে উন্মাদনা বেশ ভালই দেখা যাচ্ছে। প্রতিযোগিতা শুরু হওয়ার ৮৪ দিন আগেই এক লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এতে খুশি আয়োজকরা। তাঁদের আশা, ভারতের মাটিতে প্রথম ফিফা প্রতিযোগিতা দারুণ সফল হবে। টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার সেপ্পি বলেছেন, ‘বিশ্বকাপ শুরু হতে এখনও ৮৪ দিন বাকি। ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এতেই বিশ্বকাপ নিয়ে মানুষের আগ্রহ বোঝা যাচ্ছে। মানুষ মাঠে এসে খেলা দেখতে চাইছেন। ফলে পূর্ণ গ্যালারির সামনে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দিকে ভালভাবেই এগিয়ে চলেছি আমরা।’ ১৬ মে থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। কলকাতা, কোচি ও গুয়াহাটিতে টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। ৬ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ভারতের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে দিল্লিতে। এছাড়া গোয়া ও মুম্বইতেও বিশ্বকাপের ম্যাচ হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















