(Source: ECI/ABP News/ABP Majha)
FIFA WC 2022 Final: বাবার সিদ্ধান্তে হৃদয় ভেঙেছিল মারাদোনার, মেসিদের ম্যাচের দায়িত্বে সেই লাইন্সম্যানের ছেলে
FIFA WC: ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে বিতর্কিত পেনাল্টি দিয়েছিলেন লাইন্সম্যানের দায়িত্বে থাকা মাইকেল লিস্তকিয়েজ।
দোহা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই বিশ্বকাপের ফাইনালে (FIFA WC 2022 Final) আর্জেন্তিনা ও ফ্রান্স একে অপরের মুখোমুখি হবে। ফাইনালে ম্যাচ সামলানোর দায়িত্বে রয়েছেন একদল পোলিশ রেফারি। ম্যাচে প্রধান রেফারির ভূমিকা পালন করবেন পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক। সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন পাবেল সোকোলনিকি ও তোমাস লিস্তকিয়েজ।
মারাদোনার হৃদয়ভঙ্গ
মার্সিনিয়াকের বিরুদ্ধে অতীতে আর্জেন্তিনার বিপক্ষে সিদ্ধান্ত দেওয়ার অভিযোগ উঠেছিল। তাই ফাইনালে রেফারি নিয়ে আর্জেন্তাইন সমর্থকরা একটু চাপেই থাকবে। আর্জেন্তাইন সমর্থকদের চাপ বাড়াবে এই ম্যাচের সহকারী রেফারি লিস্তকিয়েজ বংশ পরিচয় জানলেও। ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হয়েছিল লা আলবিসেলেস্তে। ম্যাচের ৮৫তম মিনিটে আন্দ্রেস ব্রেমে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন। এই পেনাল্টি দেওয়া নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল।
মাঠেই বিবাদে জড়িয়ে পড়েন আর্জেন্তিনা ও জার্মান ফুটবলাররা। গুস্তাভো লাল কার্ড দেখেন। পেনাল্টির সিদ্ধান্তে মাঠেই কান্নায় ভেঙে পড়েন দিয়েগো মারাদোনাও। সেইদিন আর্জেন্তিনার বিপক্ষে ফাউলের জন্য পতাকা তুলেছিলেন পোলিশ সহকারী রেফারি মাইকেল লিস্তকিয়েজ। সেই ঘটনার ৩২ বছর পর ফের এক ফাইনাল খেলতে নামছে আর্জেন্তিনা দল। ঘটনাক্রমে, সেই মাইকেল লিস্তকিয়েজের পুত্রই আজকের ম্যাচে সহকারী রেফারির দায়িত্ব পাওয়া তোমাস লিস্তকিয়েজ। তাই আর্জেন্তিনা সমর্থকরা কিন্তু কিছুটা হলেও উদ্বেগে থাকবেন।
দেশের স্বার্থে লড়াই
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স-আর্জেন্তিনার ম্যাচে বহু প্রাক্তন ও বর্তমান ক্লাব সতীর্থরা একে অপরের মুখোমুখি হবেন। প্রাক্তন বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির (Lionel Messi) মুখোমুখি হবেন উসমান দেম্বেলে (Ousmane Dembele)। একদিকে নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নাম লেখানোর হাতছানি ফ্রান্সের সামনে। অপরদিকে, আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপ জিতে স্বপ্নের বিদায়ের আশায় মেসি। হাইভোল্টেজ ম্যাচের আগে দেম্বেলে স্পষ্ট জানিয়ে দিলেন মাঠের মধ্যে কিন্তু মেসির প্রতি বিন্দুমাত্র সহানুভূতির কোনওরকম জায়গা নেই।
দেম্বেলে বলেন, 'মেসির মতো একজন বিশ্বকাপ জিতলে তা দারুণ হবে, তবে বিশ্বকাপ জেতাটা আমাদেরও স্বপ্ন। আমরা আমাদের দলের জন্য, দেশের জন্য লড়াই করতে চাই যাতে এতদিন যা খাটা খাটনি করেছি, তা সার্থক হয়। এটা সত্যি যে মেসি একমাত্র এই ট্রফিটিই এখনও জিততে পারেননি। তবে আমরাও তো এখানে আমাদের দেশের নাম উজ্জ্বল করতে এসেছি। তাই আমি চাই গতকাল ম্যাচ শেষে ট্রফিটা যেন ফ্রান্সের হাতেই ওঠে।'
আরও পড়ুন: ফাইনালে আর্জেন্তিনা না ফ্রান্স, কোন দলের হয়ে গলা ফাটাবেন ভারতীয় ক্রিকেটাররা, জানালেন রাহুল