FIFA WC 2022 Qatar: ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়া
Qatar World Cup: ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়া। এদিনের ম্যাচে ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত ছিল ক্যাঙ্গারুদের।
দোহা: ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের (Qatar World Cup 2022) শেষ ষোলোয় অস্ট্রেলিয়া (Australia)। ডেনমার্কের (Denmark) বিরুদ্ধে এদিনের ম্যাচে ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত ছিল ক্যাঙ্গারুদের। কিন্তু খেলার দ্বিতীয়ার্ধে ম্যাথু লেকির করা গোল বিশ্বকাপে শেষ ষোলোয় (Pre Quartar Final) যাওয়ার পথ আরও মসৃণ করে দেয় অজিদের। অন্যদিকে একই সময় হওয়া আরও একটি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দিল তিউনিশিয়া। যদিও সেই ম্যাচের ফল তিউনিশিয়ার শেষ ষোলোয় ওঠার কোনও রাস্তা তৈরি করে দেয়নি। তবে কাতার ছাড়ার আগে শেষ ম্যাচে জয় পেল তারা। এই গ্রুপ থেকে ফ্রান্স প্রথম দল ও অস্ট্রেলিয়া দ্বিতীয় দল হিসেবে এবার শেষ ষোলোয় খেলতে নামবে।
এদিন ম্যাচের শুরু থেকেই ২ দল আক্রমণাত্মক খেলা শুরু করেছিল। ডেনমার্ককে বিশ্বকাপে টিকে থাকতে হলে ও শেষ ষোলোয় উঠতে হলে এই ম্যাচ জেতা ছাড়া আর কোনও উপায় ছিল না। যদিও প্রথমার্ধে কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় ম্যাথু লেকি গোল করে দলকে এগিয়ে দেন। এরপর আর সমতা ফেরাতে পারেনি ডেনমার্ক। বারবার প্রতিপক্ষের ডি বক্সে হানা দিলেও শেষ কাজটি করতে পারেনি ড্যানিশ প্লেয়াররা।
২০০৬ সালে শেষবার গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পেরেছিল অস্ট্রেলিয়া। এরপর থেকে আর একবারও নক আউটে জায়গা পায়নি তারা। এবার ফের নক আউটে উঠে গেল অস্ট্রেলিয়া। অন্যদিকে এখনও পর্যন্ত চারবার দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছে ডেনমার্ক। তা হল ১৯৮৬, ১৯৯৮, ২০০২ ও ২০১৮ বিশ্বকাপে।
এদিকে, বিশ্বকাপে ইতিহাসের সাক্ষী হতে চলেছে সারা পৃথিবী। ৩ জন মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করবেন বৃহস্পতিবার। জার্মানি আর কোস্তারিকার মরণ বাঁচন ম্যাচে। এমনি ছবি দেখতে পাবে সারা বিশ্ব। মহিলা রেফারিদের উপস্থিতিতে অন্য মাত্রা পাবে বিশ্বকাপ।
যারা থাকবেন তাঁরা হলেন ফ্রান্সের স্টেপেনি ফ্রাপারট, ব্রাজিলের নেওজা ব্যাক, মেক্সিকোর কারিনা ডিয়াজ। স্টেপেনি থাকবেন রেফারি আর বাকিরা সহকারী রেফারি। ২০০৯ সাল থেকে ফিফার রেফারি স্টেফেনি। লিগ ওয়ান, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ পরিচালনা করেছেন। এই বিশ্বকাপে ফ্রান্সের বাসিন্দা স্টেফেনির বাজানো বাঁশিতে শুরু হবে জার্মানি-কোস্তারিকা ম্যাচ। ২০১৫ ফিফা মহিলাদের বিশ্বকাপেও ম্যাচ খেলিয়েছেন তিনি। ২০২০, ২০২১, ২০১৯ তিনি সেরা মহিলা রেফারি নির্বাচিত হন।