FIFA WC 2022 Qatar Live: টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা
FIFA WC 2022 Final, France vs Argentina: দোহার লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা ও ফ্রান্স।
LIVE
Background
দোহা: বলা হচ্ছে, সুপার সানডে। গোটা বিশ্ব অপেক্ষা করে রয়েছে এই দিনটির জন্য। দোহার লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা ও ফ্রান্স (Argentina vs France)। লিওনেল মেসি (Lionel Messi) কি কেরিয়ারের শেষ বিশ্বকাপে সোনালি ট্রফি জয়ের স্বাদ পাবেন? নাকি ফের একবার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়বেন কিলিয়ান এমবাপে?
গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মেসি-ভক্তের প্রার্থনা, একবার অন্তত বিশ্বচ্যাম্পিয়ন হোন আর্জেন্তিনার মহানায়ক। মেসি বিশ্বকাপে রয়েছেন দুরন্ত ফর্মে। নিজে ৫ গোল করে রয়েছেন সোনার বুট জয়ের দৌড়ে। সেই সঙ্গে বাড়াচ্ছেন গোলের ঠিকানা লেখা পাস। যে পাস ধরে গোল করে যাচ্ছেন কখনও হুলিয়ান আলভারেজ। কখনও নাহুয়েল মোলিনা।
পিছিয়ে নেই এমবাপেও। তাঁর দুরন্ত গতি যে কোনও প্রতিপক্ষ রক্ষণভাগের আতঙ্ক। চলতি বিশ্বকাপে মেসির মতোই ৫ গোল করেছেন এমবাপেও। তিনিও সোনার বুট জয়ের দৌড়ে রয়েছেন। এমবাপে চাইবেন, পরপর দুবার বিশ্বকাপ জিতে নজির গড়তে। পেলে-মারাদোনার মতো কিংবদন্তিও যে কীর্তি স্পর্শ করতে পারেননি।
কাতারে ফরাসি বিপ্লব আটকাতে তৎপর আর্জেন্তিনা শিবির। কারা খেলবেন আজ আর্জেন্তিনার প্রথম দলে? আর্জেন্তিনার প্রথম সারির সংবাদপত্র ক্ল্যারিনে প্রকাশিত খবর অনুযায়ী, গোলের নীচে এমিলিয়ানো মার্তিনেজের খেলা নিশ্চিত। বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে জয়ের নায়ক। গোল্ডেন গ্লাভস জয়ের দৌড়েও রয়েছেন সতীর্থদের প্রিয় 'দিবু'।
রক্ষণভাগে স্টপার ব্যাক হিসাবে নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্তিয়ান রোমেরোর খেলা নিশ্চিত। ৪-৪-২ ফর্মেশনে দল সাজানো হলে সাইড ব্যাক হিসাবে খেলতে পারেন নাহুয়েল মোলিনা ও গঞ্জালো মন্তিয়েলের মধ্যে কোনও একজন। মন্তিয়েল কার্ড সমস্যায় সেমিফাইনালে খেলতে পারেননি। তবে ফাইনালে তাঁকে পাওয়া যাবে। খেলবেন মার্কোস আকুনাও। যিনি আগের ম্যাচে কার্ড সমস্যায় খেলতে পারেননি। আর্জেন্তিনার সমর্থকেরা উচ্ছ্বসিত হতে পারেন এটা ভেবে যে, প্রথম দলে দেখা যেতে পারে অ্যাঙ্খেল দি মারিয়াকে। যিনি শুরু থেকে খেললে আর্জেন্তিনার আক্রমণের ঝাঁঝ বাড়বে। তবে বিকল্পও ভেবে রেখেছেন স্কালোনি। দি মারিয়া শুরু থেকে না খেললে খেলানো হবে লিজান্দ্রো মার্তিনেজকে। মাঝমাঠের ভরসা রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
France vs Argentina Live: ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন আর্জেন্তিনা
গঞ্জালো মন্তিয়েলের গোল। ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।
France vs Argentina Live: কলিমুয়ানি গোল করলেন
কলিমুয়ানি গোল করলেন। ৩-২ করল ফ্রান্স।
France vs Argentina Live: ৩-১ এগিয়ে গেল আর্জেন্তিনা
পারেদেসও গোল করলেন। ৩-১ এগিয়ে গেল আর্জেন্তিনা।
France vs Argentina Live: চুয়ামেনি সুযোগ নষ্ট করলেন
চুয়ামেনি সুযোগ নষ্ট করলেন। ২-১ এগিয়ে আর্জেন্তিনা।
France vs Argentina Live: দিবালা গোল করলেন
পাউলো দিবালা গোল করলেন। আর্জেন্তিনা এগিয়ে গেল ২-১।