এক্সপ্লোর
ধোনি সরলে টি ২০ দলে বিকল্প কে?
1/6

দীনেশ কার্তিক- ভারতের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন তিনি। টি ২০-তে ভারতের প্রথম জয়ের পিছনেও কার্তিকের অবদান ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কার্তিকের জায়গা নিয়ে নিয়েছেন ধোনি। কিন্তু বিগত কিছুদিন কার্তিক তাঁর খেলার ধরন অনেকটাই বদলে ফেলেছেন। সেজন্য একদিনের দলে জায়গা পেয়েছেন তিনি। একটা সময় আইপিএলের দ্বিতীয় সবচেয়ে দামী খেলোয়াড় কার্তিক ধোনির জায়গা নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর ডিফেন্সও জোরাল। ১০ টি২০ ম্যাচে তাঁর গড় ২১। স্ট্রাইক রেট ১২৬। কিন্তু অন্য টি ২০ তে ২০ টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। এর থেকে প্রমাণ হয়, লম্বা ইনিংস খেলার ক্ষমতা রয়েছে তাঁর।
2/6

কে এল রাহুল-ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি রয়েছে রাহুলের। তিনি পার্টটাইম উইকেটকিপারও। আইপিএলে রাহুল কোহলির অধিনায়কত্বে দুরন্ত কিপিংও করেছেন। দ্রুত গতিতে রান তোলার পাশাপাশি স্ট্রাইক রোটেট করতেও সক্ষম তিনি। মিডল অর্ডারে দলকে নির্ভরতাও দিতে পারেন তিনি। এখনও পর্যন্ত ৯ টি ২০ আন্তর্জাতিক ম্যাচে রাহুল ১ টি সেঞ্চুরি ও ১ টি হাফসেঞ্চুরি করেছেন। তাঁর গড় ৫০। স্ট্রাইক রেট ১৫০-এর কাছাকাছি। ধোনি সরলে তাঁর সবচেয়ে সেরা বিকল্প হতে পারেন রাহুলই।
Published at : 07 Nov 2017 02:59 PM (IST)
View More
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















