দীনেশ কার্তিক- ভারতের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন তিনি। টি ২০-তে ভারতের প্রথম জয়ের পিছনেও কার্তিকের অবদান ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কার্তিকের জায়গা নিয়ে নিয়েছেন ধোনি। কিন্তু বিগত কিছুদিন কার্তিক তাঁর খেলার ধরন অনেকটাই বদলে ফেলেছেন। সেজন্য একদিনের দলে জায়গা পেয়েছেন তিনি। একটা সময় আইপিএলের দ্বিতীয় সবচেয়ে দামী খেলোয়াড় কার্তিক ধোনির জায়গা নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর ডিফেন্সও জোরাল। ১০ টি২০ ম্যাচে তাঁর গড় ২১। স্ট্রাইক রেট ১২৬। কিন্তু অন্য টি ২০ তে ২০ টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। এর থেকে প্রমাণ হয়, লম্বা ইনিংস খেলার ক্ষমতা রয়েছে তাঁর।
2/6
কে এল রাহুল-ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি রয়েছে রাহুলের। তিনি পার্টটাইম উইকেটকিপারও। আইপিএলে রাহুল কোহলির অধিনায়কত্বে দুরন্ত কিপিংও করেছেন। দ্রুত গতিতে রান তোলার পাশাপাশি স্ট্রাইক রোটেট করতেও সক্ষম তিনি। মিডল অর্ডারে দলকে নির্ভরতাও দিতে পারেন তিনি। এখনও পর্যন্ত ৯ টি ২০ আন্তর্জাতিক ম্যাচে রাহুল ১ টি সেঞ্চুরি ও ১ টি হাফসেঞ্চুরি করেছেন। তাঁর গড় ৫০। স্ট্রাইক রেট ১৫০-এর কাছাকাছি। ধোনি সরলে তাঁর সবচেয়ে সেরা বিকল্প হতে পারেন রাহুলই।
3/6
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত হেরে গিয়েছে। এই হারের জন্য অধিনায়ক কোহলি ব্যাটসম্যানদেরই দায়ী করেছেন। কোহলির এই বক্তব্যের পর প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিশানা করেছেন। ধোনি ওই ম্যাচে ৪৯ রান করেন। কিন্তু শুরু থেকে যেভাবে ব্যাটিং করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোনও কোনও প্রাক্তন ক্রিকেটার ধোনিকে টি ২০ দলের বাইরে রাখার দাবিও করেছেন। এটা ঠিক যে, উইকেটরক্ষক হিসেবে ধোনির জুড়ি মেলা ভার। কিন্তু উইকেটরক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাট হাতে দলকে ভরসা দেওয়ার মতো অনেক ক্রিকেটারই রয়েছেন। বিশেষ করে টি ২০ দলে ধোনির জায়গা নেওয়ার মতো বেশ কয়েকজন তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। এক ঝলকে দেখে নেওয়া যাক এ ধরনের কয়েকজন ক্রিকেটারের নাম।
4/6
ঋসভ পন্ত-ভারতের ভবিষ্যতের সম্ভাব্য তারকা হিসেবে যাঁদের গন্য করা হয়, তাঁদের মধ্যে অন্যতম ঋসভ। মাত্র ২০ বছরেই তাঁর ব্যাটিং সকলের নজর কেড়েছে। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের দৌলতে ভারতীয় দলে ডাকও পেয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত সেরকম কিছু উল্লেখযোগ্য পারফর্ম করতে পারেননি তিনি।
5/6
কেদার যাদব-ভারতীয় দলে সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন। একদিনের ক্রিকেটে ক্রমশ দলে নিজেকে নির্ভরযোগ্য করে তোলার পথে কেদার। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কিপিংও করেছেন কেদার। মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি কেদার পার্টটাইম বোলারও। তিনি অধিনায়ক বিরাট কোহলিরও আস্থাভাজন হিসেবেই পরিচিত। আন্তর্জাতিক টি ২০ তে কেদারের একটি হাফসেঞ্চুরি রয়েছে।
6/6
ঋদ্ধিমান সাহা- টেস্ট দলে ধোনির জায়গাটা নিয়েছেন ঋদ্ধিমান সাহা। কিন্তু টি ২০ তে খেলার সুযোগ তিনি পাননি। কিন্তু আইপিএলে তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের কথা সবাই জানে।৩৩ বছরের ঋদ্ধির আইপিএলের ফাইনালে সেঞ্চুরির রেকর্ডও রয়েছে। ১৬৪ টি ২০ ম্যাচে ১৪ টি হাফসেঞ্চুরি ও ১ টি সেঞ্চুরি রয়েছে। লোয়ার অর্ডারে দ্রুত রান তুলতে সক্ষম তিনি।