Kelvin Kiptum Demise: ২৪ থামল জীবনের দৌড়, গাড়ি দুর্ঘটনায় মৃত বিশ্বরেকর্ডধারী স্প্রিন্টার কেলভিন
Kelvin Kiptum: গত এপ্রিলে জিতেছিলেন লন্ডন ম্যারাথন। অক্টোবরেই শিকাগোতে বিশ্বরেকর্ড গড়েন স্প্রিন্টার কেলভিন কিপটাম।
নয়াদিল্লি: মাত্র চার মাস আগেই যুক্তরাষ্ট্রের শিকাগোয় গড়েছিলেন বিশ্বরেকর্ড। সেই স্প্রিন্টার কেলভিন কিপটাম (Kelvin Kiptum) আর নেই। গাড়ি দুর্ঘটনায় মাত্র ২৪ বছর বয়সেই থেমে গেল কেনিয়ান স্প্রিন্টারের জীবনের দৌড়। পুলিশের রিপোর্ট অনুযায়ী রবিবার কেনিয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তারকা স্প্রিন্টার। তাঁর পাশাপাশি গাড়িতে উপস্থিত তাঁর কোচ জারভাইস হাকিজিমানাও (Gervais Hakizimana) পরলোক গমন করেন। তারকা স্প্রিন্টারের এত অল্প বয়সে জীবনাবসানের ফলে স্বাভাবিকভাবেই ক্রীড়ামহলে শোকের ছায়া।
পুলিশের রিপোর্ট অনুযায়ী স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত ১১টা নাগাদ দক্ষিণ-পশ্চিম কেনিয়ার কাপ্তাগাতে নিজের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারকা স্প্রিন্টার। তাঁর গাড়ি সোজা গিয়ে একটি গাছে ধাক্কা মারে। তারপর সোজা গিয়ে গাড়ি পরে খাদে। কেলভিনের হাতেই গাড়ির স্টিয়ারিং ছিল। দুর্ঘটনার জেরে কেলভিন ও তাঁর কোচ সেখানেই প্রাণ হারান। গাড়িতে উপস্থিত তৃতীয় এক ব্যক্তিকে সঙ্কটজনক অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
কেলভিন গত বছরের এপ্রিলে লন্ডন ম্যারাথন জিতেছিলেন। তার কয়েক মাস পরে, গত বছরেরই অক্টোবরে শিকাগোয় বিশ্বরেকর্ড গড়েন। দুই ঘণ্টা ৩৫ সেকেন্ডে ম্যারাথন সম্পূর্ণ করেন তিনি। কেনিয়ান স্প্রিন্টারই প্রথম অ্যাথলিট হিসাবে দুই ঘণ্টা এক মিনিটের কম সময়ে ম্যারাথান দৌড় সম্পূর্ণ করেন। তার শুরুটা অবশ্য হাফ ম্যারাথন দিয়ে। ২০২২ সালেই তিনি পূর্ণ ম্যারাথন দৌড় শুরু করেন। আর শুরুতেই চমকপ্রদ পারফরম্যান্স। স্পেনের ভ্যালেন্সিয়া সর্বকালের চতুর্থ দ্রুততম সময়ে দৌড় শেষ করেন তিনি।
তরুণ স্প্রিন্টারের আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বিশ্বরেকর্ডধারী, কেনিয়ার অ্যাথলেটিক্স আইকন এবং এক দারুণ মানুষ কেলভিন কিপটাম জীবনাবসানে আমরা শোকস্তব্ধ। তিনি এবং তাঁর কোচ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আমাদের দেশ এক এক জাতীয় নায়ককে হারাল।'
বিশ্ব অ্যাথলেটিক্সের সভাপতি সেবাস্টিয়ান কো গোটা ঘটনায় বিস্মিত বলে জানান। তিনি বলেন, 'কিপটাম এবং হাকিজিমানার মৃত্যুতে আমি স্তম্ভিত এবং গভীরভাবে শোকাহত। একজন অসামান্য অ্যাথলিট, যিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: দুরন্ত ফর্ম অব্যাহত, চেন্নাই ওপেন জিতে ব়্যাঙ্কিংয়ে নাগালের ১০০-র মধ্যে প্রবেশ নিশ্চিত