Chennaiyin FC vs East Bengal: বিষ্ণু-জিকসনের গোলে চেন্নাই এক্সপ্রেস বেলাইন করল ইস্টবেঙ্গল, পয়েন্ট টেবিলের ছবি বদলাল?
Indian Super league: বিষ্ণু-জিকসনের গোলে ২-০ ব্যবধানে চেন্নাইয়িনকে হারিয়ে লিগের 'লাস্ট বয়' তকমাও মুছে ফেলল লাল হলুদ বাহিনি।
চেন্নাই: একটা সময় হারের হিসেব কষছিলেন ভক্তরা। আইএসএলের শুরুতেই এমন বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবিলের তলানিতে পড়েছিল লাল-হলুদ শিবির।
অবশেষে নতুন কোচ অস্কার ব্রুজোর প্রশিক্ষণে দুর্যোগ কাটিয়ে আলোয় ফেরার ইঙ্গিত দিচ্ছে ইস্টবেঙ্গল। এবার চেন্নাইয়ে গিয়ে চেন্নাই এক্সপ্রেস হ্যাঁচকা টানে রুখে দিল ইস্টবেঙ্গল। জোড়া গোলে বিদ্ধ করল চেন্নাইয়িন এফসি-কে। বিষ্ণু-জিকসনের গোলে ২-০ ব্যবধানে চেন্নাইয়িনকে হারিয়ে লিগের 'লাস্ট বয়' তকমাও মুছে ফেলল লাল হলুদ বাহিনি।
টানা হারতে থাকা, বিধ্বস্ত একটা দল। মরশুমের মাঝপথে যে দলের ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সরে গিয়েছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। সেই দলই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে আইএসএলে। নেপথ্যে স্প্যানিশ কোচ। অস্কার ব্রুজো।
জোড়া গোলে দু'ধাপ লাফ দিয়ে লিগ টেবিলে ১৩তম স্থান থেকে ১১তে উঠে এল ইস্টবেঙ্গল। ৯ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৭। হায়দরাবাদ এফসি ও মহমেডানকে পিছনে ফেলল লাল হলুদ বাহিনি।
আরও পড়ুন: হরভজনের বায়োপিকে অভিনয় করবেন ভিকি কৌশল? নিজেই বেছে নিলেন টার্বুনেটর
শনিবার ম্যাচের ৫৪ মিনিটে পি ভি বিষ্ণু প্রথম গোলটি করেন। কিন্তু গোলের কৃতিত্ব সল ক্রেসপোর। তাঁর পাস ধরেই প্রায় ফাঁকায় দাঁড়ানো বিষ্ণু প্রথম গোলটি করেন। অস্কার ব্রুজো দিমিত্রি দিয়ামান্তাকোসকে তুলে নিয়ে নামান ক্লেটন সিলভাকে। তিনি নামতেই ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁঝ বাড়ে। প্রথম গোলের পিছনে সল ক্রেসপোর অবদান থাকলেও হ্যামস্ট্রিংয়ে টান ধরায় তাঁকে তুলে নিতে বাধ্য হন ইস্টবেঙ্গল কোচ। সেই ক্রেসপোই পরে রেফারির সঙ্গে তর্ক করে অযথা হলুদ কার্ড দেখলেন। পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি। ফলে স্প্যানিশ কোচের চিন্তা বাড়ল।
ALL IN FOR EAST BENGAL! ❤️💛#JoyEastBengal #ISL #CFCEBFC pic.twitter.com/i4w3f14wBB
— East Bengal FC (@eastbengal_fc) December 7, 2024
সল ক্রেসপোর পরিবর্ত হিসেবে নেমেছিলেন জিকসন। তাঁর গোলার মতো শটে দ্বিতীয় গোল ইস্টবেঙ্গলের। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতের হয়ে একটি গোল করেছিলেন জিকসন। লাল-হলুদ জার্সিতেও ক্রমশ ছন্দ খুঁজে পাচ্ছেন জিকসন।
আরও পড়ুন: সেরা অস্ত্রের চোট? যন্ত্রণায় ছটফট করা বুমরার ছবি দেখে উদ্বেগে গোটা দেশ