Messi In Copa America: সমর্থকদের স্বস্তি দিয়ে আর্জেন্তিনার প্র্যাক্টিসে মেসি, খেলবেন কোয়ার্টার ফাইনালে?
Argentina Football Team: ইকুয়েডরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে আর্জেন্তিনার ফুটবলাররা জোরকদমে প্র্যাক্টিস সেরে নিলেন। আর সেই প্র্যাক্টিসের মধ্যমণি হয়ে রইলেন মেসি।
হাউস্টন: চোট রয়েছে। তাই পেরুর বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা তাঁর পায়ের জাদু দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন। সেই সঙ্গে প্রশ্ন উঠে গিয়েছিল, আর্জেন্তিনার জার্সিতে ফের কবে মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে (Lionel Messi)? ইকুয়েডরের (Argentina vs Ecuador) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে কি খেলতে পারবেন ফুটবল বিশ্বের মহানায়ক? উৎকণ্ঠায় রয়েছেন বিশ্বের আপামর মেসিপ্রেমীরা।
তবে সমর্থকদের কিছুটা আশ্বস্ত করতে পারে আর্জেন্তিনা শিবিরের সাম্প্রতিকতম খবর। ইকুয়েডরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে আর্জেন্তিনার ফুটবলাররা জোরকদমে প্র্যাক্টিস সেরে নিলেন। আর সেই প্র্যাক্টিসের মধ্যমণি হয়ে রইলেন মেসি।
কোপা আমেরিকার (Copa America 2024) কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে হাউস্টনে প্র্যাক্টিস সেরেছেন আর্জেন্তিনার ফুটবলাররা। সোমবার হাউস্টনে পৌঁছে গিয়েছেন লিওনেল স্কালোনির ছেলেরা। হাউস্টনের ডাইনামো স্টেডিয়ামে প্র্যাক্টিস সেরেছেন অ্যাঙ্খেল দি মারিয়া, রদ্রিগো দে পলরা। মেসি সেই অনুশীলন পর্বে অংশগ্রহণ করেন। পাশাপাশি তাঁর চোটের শুশ্রূষাও চলছে বলে আর্জেন্তিনা সংবাদমাধ্যম সূত্রে খবর।
ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার সামনে ইকুয়েডর। সেই ম্যাচে মেসি খেলতে পারবেন কি না, বুধবার তা নির্ধারিত হতে পারে। মনে করা হচ্ছে, দ্বিতীয়ার্ধেও হলেও মাঠে নামানো হবে মেসিকে। ম্যাচের গতিপ্রকৃতি অনুযায়ী।
#SelecciónMayor Entrenamiento vespertino en #Houston para los dirigidos por Lionel #Scaloni.
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) July 3, 2024
El foco puesto en el partido del jueves por cuartos de final de la @CopaAmerica 2024. #OtraVezJuntos 🩵🤍🩵 pic.twitter.com/VogjH8iEvk
তবে আর্জেন্তিনা শিবিরের উদ্বেগ বাড়ছে কারণ, অ্যাঙ্খেল দি মারিয়াও পুরোপুরি ফিট নন। শোনা যাচ্ছে, ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্তিনার প্রথম একাদশে মেসি ও দি মারিয়ার মধ্যে যে কোনও একজনকে রাখা হতে পারে। দি মারিয়া শুরু করলে মেসিকে পরে পরিবর্ত হিসাবে নামানো হতে পারে। মেসি শুরু থেকে খেললে পরে হয়তো তাঁকে তুলে নিয়ে দি মারিয়াকে মাঠে নামাবেন কোচ স্কালোনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।