Denmark Football Team: বাড়তি পারিশ্রমিক চাই না, মহিলা দলের সমবেতনের জন্য এরিকসনদের ডেনমার্ক দলের বড় সিদ্ধান্ত
Denmark Team: ডেনমার্ক ফুটবল সংস্থার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পুরুষ ও মহিলা, উভয় ড্যানিশ দলই অ্যাওয়ে ম্যাচের জন্য সম পরিমাণ বোনাস পেলেও, ঘরোয়া ম্যাচে কোনও বোনাস না থাকায় বিভেদ রয়েই গিয়েছে।
নয়াদিল্লি: বর্তমানে উয়েফা ইউরোয় (UEFA Euro 2024) নিজেদের দক্ষতা প্রদর্শনে ব্যস্ত ক্রিশ্চিয়ান এরিকসনরা। দুই ম্যাচ খেলে দুই ড্র করলেও, পরবর্তী রাউন্ডে পৌঁছনোর দৌড়ে রয়েছেন তাঁরা। ইউরোর মাঝেই ডেনমার্কের (Denmark Football Team) পুরুষ দলের বড় সিদ্ধান্ত। বাড়তি পারিশ্রমিক নিতে অস্বীকার করলেন এরিকসেনরা। কিন্তু কেন?
আন্তর্জাতিক ফুটবল খেলার জন্য এরিকসনদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ড্যানিশ মহিলা ফুটবল দলও যাতে সমপরিমাণ প্রাথমিক বেতন পায়, যাতে তাঁদের বেতন বাড়ে, সেই মর্মেই নিজেদের বাড়তি পারিশ্রমিক নাকচ করে দিয়েছন এরিকসনরা। এক মুখপাত্র ম্যাগনাস এরিকসনদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বলেন, 'পুরুষ দল কোনওরকম পারিশ্রমিক বাড়ানোর কথা না বলারই সিদ্ধান্ত নিয়েছে যাতে মহিলা দলের পরিস্থিতির উন্নতি ঘটে।'
ম্যাগনাস জানান এটাই সঠিক দিকে এগোনোর পথে নিঃসন্দেহে বড় পদক্ষেপ। তবে সমবেতনের জন্য আরও অনেকটা সংঘর্ষ করতে হবে, অনেকটা পথ পেরোতে হবে বলেও তিনি সোজাসাপ্টা জানিয়ে দিলেন। ডেনমার্ক ফুটবল সংস্থার সঙ্গে গত মাসে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পুরুষ ও মহিলা, উভয় ড্যানিশ দলই অ্যাওয়ে ম্যাচের জন্য সম পরিমাণ বোনাস পেলেও, ঘরোয়া ম্যাচে কোনও বোনাস না থাকায় বিভেদ রয়েই গিয়েছে। তবে গ্রীষ্মের বিরতির পর ড্যানিশ ফুটবল ফেডারেশন এবং ইউনিয়ন মহিলাদের জন্য নতুন এক চুক্তির প্রস্তাব সামনে আনার কথা জানিয়েছে।
প্রসঙ্গত, এই সবের মাঝেই এরিকসনরা কিন্তু উয়েফা ইউরোতে নিজেদের ফুটবলের মাধ্যমেও দেশের নাম উজ্জ্বল করছেন। ইংল্যান্ড, স্লোভেনিয়া এবং সার্বিয়ার সঙ্গে গ্রুপ 'সি'-তে থাকা দলগুলির মধ্যে অন্যতম। এরিকসনরা আপাতত নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছেন। দুই ম্যাচেই যথাক্রমে স্লোভেনিয়া এবং ইংল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ড্যানিশরা। ভারতীয় সময় অনুযায়ী, ২৬ জুন নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি ডেনমার্ক। ইংল্যান্ড স্লোভেনিয়া ম্যাচের ফলাফল এরিকসনদের জন্য ইতিবাচক হলে সার্বিয়ার বিরুদ্ধে হার এড়াতে পারলেই ডেনমার্ক মহাদেশের সেরা হওয়ার লড়াইয়ে রাউন্ড অফ ১৬-তে পৌঁছে যাবে। এরিকসন তা করতে সমর্থ হন কি না, এবার সেইদিকেই তাকিয়ে ফুটবলবিশ্ব।
''
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এমবাপেহীন ফ্রান্সকে হারাতে না পেরে বিরক্ত ডাচ কোচ, গোলশূন্য ড্র করেও দলের প্রশংসায় দেশঁ