(Source: ECI/ABP News/ABP Majha)
Durand Cup 2024: রুদ্ধশ্বাস ম্যাচে সাডেন ডেথে পাঞ্জাবকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান
Mohun Bagan SG vs Punjab FC: পিছিয়ে পড়েও ম্যাচ জিতল মোহনবাগান। তবে ম্যাচের ফয়সালা হল সাডেন ডেথে। ৬-৫ গোলে পাঞ্জাবকে হারাল মোহনবাগান।
জামশেদপুর: খেতাবরক্ষার লড়াই মোহনবাগান সুপার জায়ান্টের সামনে। গতবার ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ মেরুন শিবির। তবে শুক্রবার ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে যখন পিছিয়ে ছিল মোহনবাগান (Mohun Bagan SG vs Punjab FC), অনেকেই অশনি সংকেত দেখেছিলেন।
যদিও নাটকীয় ম্যাচে শেষ হাসি সবুজ মেরুন শিবিরেরই। পিছিয়ে পড়েও ম্যাচ জিতল মোহনবাগান। তবে ম্যাচের ফয়সালা হল সাডেন ডেথে। ৬-৫ গোলে পাঞ্জাবকে হারাল মোহনবাগান। পৌঁছে গেল ডুরান্ড কাপের সেমিফাইনালে। যেখানে তাদের লড়াই কেরল ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের বিজয়ীর সঙ্গে। ২৭ অগাস্ট সল্ট লেক স্টেডিয়ামেই হবে সেই ম্যাচ।
কিক অফের পর ১৭ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় পাঞ্জাব। লুকা মাজসেনের (Luka Majcen) পাস ধরে আক্রমণে যান বিনীত রাই। তাঁকে বক্সের মধ্যে ফাউল করেন মোহনবাগান ডিফেন্ডার অ্যালবার্তো। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মাজসেন। মোহনবাগান ০-১ গোলে পিছিয়ে পড়ে।
প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে, ৪৪ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান। বাঁদিক থেকে আক্রমণে ওঠেন কোলাসো। গ্রেগ স্টুয়ার্টের শট সুহেল ভাটের গায়ে লেগে গোলে ঢুকে যায়। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর। ম্যাচের বয়স তখন ৪৮ মিনিট। ৬৩ মিনিটে ম্য়াচে সমতা ফেরায় পাঞ্জাব। গোল করেন ভিদাল। ৭১ মিনিটে ফের গোল ভিদালের। পাঞ্জাব এগিয়ে যায় ৩-২ গোলে। ৭৯ মিনিটে ফের মোহনবাগান সমতায় ফেরে। গোল করেন জেসন কামিংস। নির্ধারিত সময়ে আর কোনও দলই গোল করতে পারেনি।
Three goals apiece and now it all comes down to penalties! ✊#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/bh5H04G903
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 23, 2024
কোপা আমেরিকার মতো ডুরান্ড কাপেও নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে খেলা শেষ না হলে সরাসরি টাইব্রেকার শুরু হয়। যা গড়ায় সাডেন ডেথ পর্যন্ত (প্রথম পাঁচ শটে ফয়সালা না হলে দুটি দলই একটি করে শট নিতে থাকে। সেটাকেই বলে সাডেন ডেথ)। ৬-৫ গোলে জেতে মোহনবাগান।