East Bengal: গত ম্যাচে হেরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামছে প্রতিপক্ষ, মুম্বই ম্যাচের আগে সতর্ক কোচ অস্কার
ISL 2024-25: নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে জল্পনাও শুরু হয়ে গিয়েছে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে তারা।
কলকাতা: কলকাতা ডার্বির কথা মাথায় রেখেই ক্লাব তড়িঘড়ি বিদেশিদের আনার ব্যবস্থা করলেও সেই ম্যাচ নিয়ে আপাতত মাথা ঘামানোর সময় নেই ইস্টবেঙ্গল (East Bengal) কোচ অস্কার ব্রুজোনের (Oscar Bruzon)। কারণ, তার আগে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আর এক কঠিন ম্যাচ খেলতে হবে তাদের। যদিও তাদের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি তিন গোল দেয় মুম্বইকে। সেই হারের ক্ষত নিয়েই সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দল নামাবেন পিটার ক্রাতকি। এই ব্যাপারটাও ভাবাচ্ছে লাল-হলুদ কোচকে।
প্রতিপক্ষকে নিয়ে তিনি বলেন, 'মুম্বই সিটি এফসি লিগের অন্যতম সেরা দল। যথেষ্ট শক্তিশালী দল। ওরা একটা নির্দিষ্ট স্টাইলে খেলে। মাঠের মধ্যে দিয়ে যত না আক্রমণ তৈরি করে, দুই প্রান্ত দিয়ে দ্রুত গতিতে তার চেয়ে বেশি আক্রমণ করে। তবে গত ম্যাচে ওরা হারার পর এই ম্যাচে নামছে, সেই ক্ষত নিয়ে এই ম্যাচে খেলবে ওরা। তবে ওদের কোথায় কোথায় শক্তি ও দুর্বলতা, তা আমরা জানি। সেই অনুযায়ীই পরিকল্পনা তৈরি করব, যা মাঠে কার্যকর করতে হবে আমাদের ফুটবলারদের'।
মুম্বইকে হারানো তাদের পক্ষে কঠিন, তা স্বীকার করে নিয়ে ব্রুজোন এ দিন বলেন, 'যে দলগুলো দ্রুত ওঠা নামা (ট্রানজিশন) করতে পারে তাদের নিয়ে আমাদের সমস্যা বেশি। ওরা বেশি ভার্টিকাল ফুটবল খেলে। তাদের যে ভাবে আটকে এসেছি আমরা, সে ভাবেই আটকানোর চেষ্টা করব। ওদের বারবার ব্লক করতে হবে। মাঝমাঠে বা গোল এরিয়ায় বেশি জায়গা দিলে চলবে না। বল যথাসম্ভব বেশি দখলে রাখতে হবে'।
নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে জল্পনাও শুরু হয়ে গিয়েছে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে তারা। অর্থাৎ, আর ১১টি ম্যাচ বাকি আছে তাদের। যার মধ্যে পাঁচটিই তারা খেলবে এই মাসে। সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে হোম ম্যাচ ছাড়াও তাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচও ইস্টবেঙ্গল খেলবে এই মাসে। এ ছাড়া মোহনবাগান, এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও মাঠে নামতে হবে তাদের।
এই মুহূর্তে ছ’নম্বর দলের চেয়ে ছ’পয়েন্ট পিছনে রয়েছে তারা। আসন্ন ম্যাচগুলিতে পয়েন্ট খোয়ালে যে সেরা ছয়ের দৌড় থেকে তাদের কার্যত ছিটকে যেতে হবে, তা স্বীকার করে নেন অস্কার। তিনি বলেন, 'এর আগে বলেছিলাম ডিসেম্বরে যদি বেশ কিছু পয়েন্ট সংগ্রহ করে রাখতে পারি, তা হলে আমরা সেরা ছয়ের দৌড়ে থাকতে পারি। এখন সেটাই হচ্ছে। এ বার আমরা যদি পয়েন্ট না পাই, তা হলে আমাদের কোনও আশা থাকবে না'।
এই অবস্থার জন্য কার্লস কুয়াদ্রাত-আমলকে দায়ী করে অস্কার বলেন, 'লিগের প্রথম সাতটা ম্যাচে কোনও পয়েন্ট না পাওয়ায় অনেক পিছিয়ে যেতে হয়েছে আমাদের। এখনও আমাদের লক্ষ্য সেরা ছয়ে পৌঁছনো। কিন্তু সে জন্য অনেকগুলো বিষয় বিবেচনা করতে হবে। কোচ, ফুটবলারদের পারফরম্যান্সের সঙ্গে চোট-আঘাতের অবস্থা, রেফারিং- এগুলোও বিচার করতে হবে। এখন আমাদের প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে হবে, পয়েন্ট অর্জন করতে হবে এবং গত চার-পাঁচটি ম্যাচে যেরকম খেলেছি, সে রকম বা তার চেয়েও ভাল খেলতে হবে'।
সেরা ছয়ে পৌঁছতে পারবে কি না ইস্টবেঙ্গল, তার ইঙ্গিত এই মাসেই পাওয়া যাবে। কিন্তু এ বারও নক আউটে উঠতে না পারলে যে আফসোস করবেন না, তা জানিয়ে লাল-হলুদ কোচ বলেন, 'আমরা যদি সেরা ছয়ে নাও পৌঁছতে পারি, তা হলে কি এ মরসুমে ব্যর্থ হয়ে যাব? মনে হয় না। কারণ, খুব খারাপ শুরুর পরেও আমরা দারুন ভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সমর্থকদের সবাইকে ব্যাপারটা এ ভাবেই ভাবতে হবে। লক্ষ্যে পৌঁছতে না পারলেও দলের লড়াইয়ের জন্য গর্বিত হওয়া উচিত আমাদের। আইএসএলে এখন পর্যন্ত এ বছরই আমরা সবচেয়ে ভাল জায়গায় আছি। সেটাও মাথায় রাখতে হবে'।
দল যে এখনও তৈরি হওয়ার প্রক্রিয়ায় আছে, তা স্পষ্ট জানিয়ে স্প্যানিশ কোচ বলেন, 'সত্যি বলতে, আমাদের দল এখনও উন্নতির প্রক্রিয়ায় আছে। দলের মধ্যে কিছু সমস্যা আছে। কিছু বাধা আছে। সেই বাধাগুলো আমরা ক্রমশ সরাচ্ছি। দলটা নতুন করে তৈরি হচ্ছে। ২০২৫-এ আমরা পয়েন্ট টেবলে অবশ্যই ভাল জায়গায় যেতে চাই। কিন্তু সে জন্য দলের ফুটবলারদের ওপর বাড়তি চাপ দিতে পারব না। সব সময় যদি সেরা ছয়ে থাকা নিয়ে আলোচনা করি আমরা, তা হলে আমাদের ওপর বাড়তি চাপ এসে যাবে, যেটা আমি চাই না'।
(তথ্য: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: লাল হলুদ সমর্থকদের জন্য সুখবর, কলকাতা ডার্বির আগেই দলে যোগ দিচ্ছেন একাধিক বিদেশি ফুটবলার