East Bengal: লাল হলুদ সমর্থকদের জন্য সুখবর, কলকাতা ডার্বির আগেই দলে যোগ দিচ্ছেন একাধিক বিদেশি ফুটবলার
Oscar Bruzon: সল ক্রেসপোর ভিসা নিয়ে সমস্যা থাকলেও স্প্যানিয়ার্ডের দ্রুত দলের সঙ্গে যোগ দেওয়ার প্রসঙ্গে আশাবাদী লাল হলুদ কোচ অস্কার ব্রুজোন।
কলকাতা: শুরুটা হয়েছিল চূড়ান্ত হতাশাজনকভাবে। পরের পর হারে দীর্ঘ সময় লিগ তালিকায় একেবারে তলানিতে ছিল ইস্টবেঙ্গল (East Bengal)। তবে সময় বদলেছে। অস্কার ব্রুজোন (Oscar Bruzon) লাল হলুদের রিমোট কন্ট্রোল হাতে তুলে নেওয়ার পরেই ভাগ্য বদল হয়েছে। দলের পারপরম্যান্স উন্নতি হলেও দল কিন্তু চোট সমস্যায় জর্জরিত। বিশেষত বিদেশিদের ক্ষেত্রে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার উপক্রম।
দুই বিদেশি সেন্টার ব্যাক হিজাজি মাহের ও হেক্টর ইউস্তে, গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকস ও ব্রাজিলীয় ক্লেটন সিলভা— এই চার জন ছাড়া ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোনের হাতে আর কোনও বিদেশি ফুটবলার নেই। ফরাসি মিডফিল্ডার মাদি তালাল পুরো মরশুম থেকেই ছিটকে গিয়েছেন। স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো চোট সারিয়ে চলতি মাসেই ফেরার কথা।
তা হলে কি ১১ জানুয়ারির কলকাতা ডার্বির আগে দুই বিদেশি ফুটবলারের জায়গায় কাউকে দেখা যাবে? রবিবার সাংবাদিক বৈঠকে সমর্থকদের জন্য আশার কথাই শোনালেন ব্রুজোন। জানিয়ে দিলেন, তাঁর আশা, ডার্বির আগেই এসে যাবেন দুই বিদেশি। তালালের ফিরে আসার সম্ভাবনা আর নেই বললেই চলে। কিন্তু সল ক্রেসপোর কী হল? তিনি চোট সারাতে ফিরে গিয়েছিলেন নিজের দেশ স্পেনে। কিন্তু সেখানে গিয়ে নাকি ভিসা সমস্যায় আটকে পড়েছেন, ভারতে আসতে পারছেন না। তবে কোচের আশা, আগামী সপ্তাহেই কলকাতায় চলে আসবেন তিনি।
এই প্রসঙ্গে রবিবার কী বললেন ইস্টবেঙ্গল কোচ? 'মাদি তালালকে আর এই মরশুমে পাওয়া যাবে না। তার পরিবর্তে আর একজন বিদেশিকে ফুটবলারকে নিচ্ছি আমরা, যার নাম ঘোষণা করা হবে ডার্বির আগেই। ঘোষণা করবে ক্লাব', বলেন অস্কার। সল ক্রেসপোকে নিয়ে তিনি জানান, 'ওর ভিসা সমস্যা মিটলে আশা করি, ডার্বির আগেই চলে আসবে সল। আসলে স্পেনে বড়দিনের লম্বা ছুটি থাকায় ভিসার কাগজপত্র তৈরি হতে একটু সময় লাগছে। সেই জন্যই ওর আসতে একটু দেরি হচ্ছে। আশা করি, আগামী সপ্তাহেই চলে আসবে সল'।
তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের এবারের ডার্বি ঘিরে তৈরি হয়েছে প্রবল সংশয়। ১১ জানুয়ারি সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে আইএসএলের ডার্বি। বাংলাদেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি আর ভারত বিদ্বেষের আবহে নিরাপত্তা নিয়ে আরও তৎপরতা রয়েছে রাজ্য পুলিশের। গঙ্গাসাগর মেলাও চলবে সেই সময়। ফলে সেই সময় যে পর্যাপ্ত পুলিশের আয়োজন করা সম্ভব নয় বলে এবারের আয়োজক মোহনবাগানকে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে কলকাতা থেকে ডার্বি সরানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মোহনবাগান শেষ মুহূর্ত পর্যন্ত কলকাতায় ডার্বি আয়োজনের জন্য চেষ্টা করে যাচ্ছে। তবে পরিস্থিতি যা, তাতে ডার্বি পিছনো না হলে কলকাতায় ম্যাচ হওয়া মুশকিল। আবার টুর্নামেন্টের একটি ম্যাচের সূচি পাল্টালে তার প্রভাব অন্য ম্যাচে পড়বে বলে দিনক্ষণ পাল্টাতে এফএসডিএলও সূচি পুনরায় সাজাতেও রাজি নয় বলেই সূত্রের খবর।
ডার্বি শেষ পর্যন্ত কলকাতায় করা না গেলে? মোটামুটিভাবে ঠিক হয়েছে, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে অসমের রাজধানী গুয়াহাটিতে। মোহনবাগান সুপার জায়ান্ট প্রথমেই চেয়েছিল ম্যাচ সরানো হলে জামশেদপুরে ডার্বি আয়োজিত হোক। তবে জামশেদপুর এফসি রাজি হয়নি বলেই জানা যাচ্ছে। শেষমেশ কী হয় এবার সেটাই দেখার।
আরও পড়ুন: বদলে যেতে পারে অনেক হিসেবনিকেশ, নতুন বছরে কলকাতার তিন প্রধান কাদের কাদের বিরুদ্ধে মাঠে নামবে?