(তথ্য: আইএসএল মিডিয়া)
East Bengal vs Jamshedpur FC: জামশেদপুর ম্যাচে মাঠে নামবেন দিয়ামান্তাকসরা? তারকা ত্রয়ীর ফিটনেস আপডেট দিলেন কোচ ব্রুজোন
East Bengal: জামশেদপুরকে হারালেই লিগ তালিকায় ১০ নম্বরে উঠে আসবে ইস্টবেঙ্গল।
কলকাতা: টানা সাতটি ম্যাচে জয়হীন থাকার পর গত চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। এবার ঘরের মাঠে প্রতিপক্ষ জামশেদপুর। একদিকে যেমন ইতিবাচক ফলাফল লাল হলুদ সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে, সেখানে প্রচুর চোট আঘাত, কার্ড সমস্যা কিন্তু ইস্টবেঙ্গল অনুরাগীদের সম্পূর্ণরূপে আশ্বস্ত হচ্ছে দিচ্ছে না।
জামশেদপুর ম্যাচের আগে সমর্থকদের অনেকেরই প্রশ্ন, দিমিত্রিয়স দিয়ামান্তাকস, জিকসন সিংহ ও নাওরেম মহেশ— তিনজনেই শনিবারের ম্যাচে খেলতে পারবেন কি না। তাদের আশ্বস্ত করে কোচ অস্কার ব্রুজোন (Oscar Bruzon) বলেন, 'ওরা তিনজনই শেষ অনুশীলনে ভাল ইঙ্গিত দিয়েছে। মনে হয়, ওরা স্কোয়াডে থাকবে। তবে যে-ই খেলুক আমাদের শেষ পর্যন্ত লড়াই করার জায়গায় থাকতে হবে। যদি ম্যাচের একেবারে শেষ দিকেও আমাদের লড়তে হয়, তা হলে লড়ব। গত ম্যাচে দ্বিতীয়ার্ধে যে ভাবে আমরা খেলায় ফিরে এসেছি, তাতে ফুটবলের সৌন্দর্যই ফুটে উঠেছে। আমি দলে ঘন ঘন বেশি পরিবর্তন করার মানুষ নই। তাই দেখা যাক কাল কাদের নামাতে পারি'।
প্রথম লেগে ইস্পাতনগরীর দলের বিরুদ্ধে দু’গোলে হার নিয়ে লাল-হলুদ বাহিনীর পথপ্রদর্শক বলেন, 'গত ম্যাচের সময় এখানে ছিলাম না। তবে ম্যাচটা আমি দেখেছি। সেই ম্যাচে খুব ভাল খেলেছিল ইস্টবেঙ্গল। আধিপত্য বিস্তার করা, গোলের সুযোগ তৈরি করা সব দিক দিয়েই আমরা এগিয়ে ছিলাম। খালিদ জামিলের দল যথেষ্ট কার্যকরী। ওদের ভাল কিছু করতে গেলে বাড়তি পরিশ্রম করতে হয় না। একটা সেকেন্ড বল, একটা সেট পিস বা একটা কাউন্টার অ্যাটাক থেকেই ওরা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। গত ম্যাচে ওরা দু’গোলে জিতেছিল ঠিকই। কিন্তু ম্যাচের পরিসংখ্যান দেখে কেউ হয়তো বিশ্বাস করতে চাইবে না যে, ওরকম একটা ফল হয়েছিল'।
তবে দিয়ামান্তাকসদের ফেরার আশা থাকলেও মাদি তালালকে আর এ মরশুমে পাবে না লাল হলুদ শিবির। ক্লাবের তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়। গত বৃহস্পতিবারই ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচের সময় হাঁটুতে চোট পান তালাল। ম্যাচের ১২ মিনিটের মাথায় ওডিশার হুগো বুমৌসের সঙ্গে বল দখলের লড়াই করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পান তিনি। এর জেরেই তাঁর মরশুম শেষ হয়ে গেল।
আরও পড়ুন: নজরে ক্লেটন, ঘরের মাঠে চোট আঘাতে জর্জরিত ইস্টবেঙ্গলের সামনে জয়ের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ