East Bengal: কার্যত নিয়মরক্ষার ম্যাচ, তবে কলকাতা ডার্বি জয়ের জন্য অনুপ্রেরণার অভাব হবে না, দাবি মেসির
Kolkata Derby: কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল ও মহামেডানের লড়াইটা মানরক্ষারই। দুই দলের কারুরই প্রথম ছয়ে থাকার আশা কার্যত নেই।

কলকাতা: দলের নতুন বিদেশি ক্যামেরুনের ফরোয়ার্ড রাফায়েল মেসি বৌলিকে (Raphael Messi Bouli)সঙ্গে নিয়েই মহামেডান ম্যাচের আগের দিন সাংবাদিকদের সামনে আসেন অস্কার ব্রুজোন। দলের প্রথম ছয়ে থাকার সম্ভাবনা যে কার্যত নেই, তা বারংবার মেনে নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার। মহামেডানের পরিস্থিতিও একইরকম। কার্যত নিয়মরক্ষার ম্যাচে নামলেও, নিজেদের উদ্বুদ্ধ করার জন্য তেমন সমস্যা হবে না বলেই মনে করছেন মেসি।
তিনি বলেন, “আমি এসেছি ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ও ঐতিহ্যে ভরা একটা ক্লাবকে সাহায্য করতে। আমাদের লক্ষ্য, যতটা ভাল ভাবে মরশুম শেষ করা যায়। এখনও আইএসএলে পাঁচটা ম্যাচ বাকি আমাদের। এর পরে এএফসি চ্যালেঞ্জ লিগ আছে। তবে এখন আমাদের কাছে কালকের দিনটাই বেশি গুরুত্বপূর্ণ। কাল একটা ভাল দলের বিরুদ্ধে বড় ম্যাচ খেলতে নামছি আমরা। তাই এখন এই ম্যাচে মনোনিবেশ করছি আমরা”।
দল ভাল জায়গায় নেই। তবু কী করে নিজেকে মোটিভেট করছেন, জানতে চাওয়ায় মেসি বৌলি বলেন, “আমরা পেশাদার। প্রতিদিনই মোটিভেশন খুঁজে নিই আমরা। তাই দলের সামনে আপাত ভাবে কোনও লক্ষ্য নেই মনে করলেও মরশুম ভাল ভাবে শেষ করাটাই এখন মূল লক্ষ্য। কারণ, আগামী মাসেই আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আছে, এএফসি চ্যালেঞ্জ লিগ। আমাদের সমর্থকদের জন্যও। গতকালই দেখছিলাম, সমর্থকেরা খুবই হতাশ। তাদের আরও লজ্জিত হতে না দেওয়াই এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ”।
গোল সংখ্যা বাড়ানোর জন্যই যে তাঁকে এনেছে ইস্টবেঙ্গল, তা মনে করিয়ে দিতে ক্যামেরুনের তারকা বলেন, “ফুটবল একটা প্রক্রিয়া, যা আমাদের অনুসরণ করতে হয়। তাতে কখনও কখনও কোনও দল বেশি গোল করে, আবার কখনও গোল হয় না। তবে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিনই এগোতে হয়। দল ভাল হলে জয়ে ফিরবেই, এই নিয়ে সন্দেহ নেই। আর যখন দল জিতবে, তখন কে গোল করল, তার গুরুত্ব থাকে না। তখন দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মরশুমের শেষ পর্যন্ত আমাদের চেষ্টা করে যেতে হবে। যতটা ভাল খেলা যায়”।
এক সপ্তাহ আগেই কলকাতায় পৌঁছেছেন তিনি। এই অল্প সময়ে দ্রুত পরিবেশ ও সতীর্থদের সঙ্গে মানিয়ে নিয়ে ভাল খেলার চেষ্টা করবেন বলে জানিয়ে মেসি বৌলি বলেন, “এখানকার পরিবেশ, সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে তো সময় লাগবেই। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে মানিয়ে নেওয়ার সময় নেই। আমরা পেশাদার। একে অপরকে সাহায্য করতেই হবে। আমি বা দিমি, বা অন্য যে কেউ গোল করুক, তা দলের পক্ষে ভাল। দলের জন্যই তো এখানে সবাই আছি আমরা”।
(তথ্য: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: সর্বস্ব উজাড় করে দেওয়ার বার্তা মহামেডান কোচের, নিঁখুত ফুটবল খেলার লক্ষ্যে ইস্টবেঙ্গল কোচ অস্কার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
