FA Cup: এনজ়োর দুরন্ত গোল, অ্যাস্টন ভিলাকে উড়িয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে চেলসি
Chelsea: ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে এফএ কাপের চতুর্থ রাউন্ডের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল চেলসি।
লন্ডন: ঘরের মাঠে একগুচ্ছ সুযোগ নষ্ট এবং অ্যাস্টন ভিলার (Aston Villa) দুরন্ত রক্ষণে গোলশূন্য ড্র করেই খুশি থাকতে হয়েছিল চেলসিকে (Chelsea)। তবে এফএ কাপের (FA Cup) চতুর্থ রাউন্ডের রিপ্লেতে ভিলার বিরুদ্ধে দুরন্ত জয়ে পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিল চেলসি। ভিলাকে ৩-১ স্কোরলাইনে পরাজিত করল ব্লুজরা। কোচ মরিসিও পচেত্তিনোর উপর থেকে চাপটাও খানিকটা কমল বটে।
চেলসির হয়ে কনার গ্যালেহার, নিকোলাস জ্যাকসন এবং এনজ়ো ফার্নান্ডেজ (Enzo Fernandez) চেলসির হয়ে গোল তিনটি করেন। ম্যাচ শেষের ঠিক আগে, ভিলানদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন মুসা ডিয়াবি। লন্ডনের একমাত্র ক্লাব হিসাবে এই ঐতিহাসিক টুর্নামেন্টের পরের রাউন্ডে পৌঁছল চেলসি। প্লাইমাউথ আর্জাইলকে ৪-১ হারিয়ে পরের রাউন্ডে পৌঁছেছে লিডস ইউনাইটেডও। চ্যাম্পিয়নশিপের এই দলের বিরুদ্ধেই পরের রাউন্ডে এনজ়োরা মুখোমুখি হবে।
পচেত্তিনোর চেলসি ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠলেও, এই ম্যাচ প্রমাণ করে দিল কেন আর্জেন্তাইন ম্যানেজারের প্রতিভাকে সেরাদের মধ্যে গণ্য করা হয়। ম্যাচের প্রথম ২১ মিনিটেই চেলসি ২-০ এগিয়ে যায়। পশ্চিম লন্ডনের দলের হয়ে ১১ মিনিটে গ্য়ালেহার ও ২১ মিনিটে নিকোলাস জ্যাকসন গোল করেন। তবে ম্যাচের সেরা গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই। ৫৪ মিনিটে ২৫ গজ দূর থেকে চোখধাঁধানো ফ্রি-কিকে একদম বাঁ-দিকের কর্নারে বল জড়িয়ে দেন এনজ়ো। তাঁর স্বদেশীয় এমি মার্তিনেজ মরিয়া চেষ্টা করেও বল জালে জড়ানো থেকে রুখতে পারেননি।
শতাধিক মিলিয়ন ইউরোর চুক্তিতে এনজ়ো চেলসিতে যোগ দিলেও, তাঁর পারফরম্যান্স এখনও পর্যন্ত খুব একটা সন্তোষজনক নয়। তাঁকে সমালোচনার সম্মুখীনও হতে হয়। তবে অনবদ্য ফ্রি-কিকে এনজ়ো তাঁর প্রতিভার হালকা ঝলক দেখালেন। দুরন্ত গোলের পর তাঁর দুরন্ত সেলিব্রেশনও কিন্তু দর্শকদের নজর এড়ায়নি। নিজের সেলিব্রেশনের মাধ্যমে এনজ়ো যে চেলসিতে থাকতে আগ্রহী তা বুঝিয়ে দেন। এটি শেষ আট অ্যাওয়ে ম্যাচে চেলসির মাত্র দ্বিতীয় জয়। একদিকে যেখানে চেলসি জয়ের উচ্ছ্বাসে ভাসছে, সেখানে ভিলা মরশুম শুরুটা ভাল করেও, তাদের পারফরম্যান্স গ্রাফ ধীরে ধীরে নীচের দিক যাচ্ছে। এই পরিস্থিতি ভিলা কোচ উনাই এমরি কীভাবে সামাল দেন সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: কিংবদন্তি মনোরঞ্জনকে ছাঁটাই, এআইএফএফের টেকনিক্যাল কমিটিতে ডাক পেলেন বাইচুং