FC Goa vs Mohammedan: মহামেডানের বিরুদ্ধে মাঠে নামছে গোয়া, জয় পাবে সাদা কালো ব্রিগেড, না শেষ হাসি হাসবে মার্কেজের দল?
Mohammedan Sporting: মহমেডানের সামনে এখন আর কোনও নির্দিষ্ট লক্ষ্য নেই। পয়েন্ট টেবলের একেবারে শেষ জায়গা থেকে ১২ বা ১৩ নম্বরে উঠে আসার চাইতে গুরুত্বপূর্ণ কিছু এখন আর তাদের সামনে নেই বললেই চলে।

গোয়া: সেরা দুইয়ে জায়গা পাকা করে নেওয়া এফসি গোয়ার কাছে লিগ পর্বের শেষ দু’টি ম্যাচ এখন সেমিফাইনালের প্রস্তুতির মতো। দু’নম্বরে থেকে লিগ শেষ করার অর্থ আইএসএলের (ISL 2024-25) সেমিফাইনালে তারা সরাসরি খেলবে। তাই এখন সেই দিকেই নজর এফসি গোয়ার। মঙ্গলবার তাদের ঘরের মাঠে মহমেডানের (Mohammedan Sporting) বিরুদ্ধে ম্যাচকে তাই মূলত সেমিফাইনালের প্রস্তুতি হিসেবেই নেবে তারা।
অন্যদিকে, মহমেডানের সামনে এখন আর কোনও নির্দিষ্ট লক্ষ্য নেই। পয়েন্ট টেবলের একেবারে শেষ জায়গা থেকে ১২ বা ১৩ নম্বরে উঠে আসার চাইতে গুরুত্বপূর্ণ কিছু এখন আর তাদের সামনে নেই বললেই চলে। কিন্তু টেবলের সর্বশেষ দলের যখন হারানোর কিছু থাকে না, তখন তারা চাপমুক্ত হয়েই মাঠে নামে এবং নির্ভয়ে ফুটবল খেলে। সেই কারণেই, যে কোনও সময়েই যে বিপজ্জনক হয়ে উঠতে পারে, এই বিষয়ে কোনও সন্দেহ নেই।
দুরন্ত ফর্মে এফসি গোয়া
যেমন গত ম্যাচে তারা ওড়িশা এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে কলিঙ্গবাহিনীকে সেরা ছয়ের দৌড়ে অনেকটা পিছিয়ে দেয়। দুই পয়েন্ট খোয়ানোয় তারা এখনও সেরা ছয়ে জায়গা পাকা করতে পারেনি। সেই রাস্তাও বেশ কঠিন হয়ে গিয়েছে তাদের। এফসি গোয়ার অবশ্য এ সব ভয় নেই। তারা যে দুইয়ে থেকেই লিগ পর্ব শেষ করবে, তা এখন নিশ্চিত হয়ে গিয়েছে। বাকি দুই ম্যাচে হারলেও অঙ্কের হিসেবে কোনও ক্ষতি হবে না তাদের। তবে আত্মবিশ্বাসে অবশ্যই আঘাত লাগবে।
এ পর্যন্ত ৪১টি গোল দিয়ে ২৫টি গোল খেয়েছে তারা। ২০ ম্যাচে ন’গোল করে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় রয়েছেন তাদের নির্ভরযোগ্য আলবানিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকু। তরুণ স্ট্রাইকার ব্রাইসন ফার্নান্ডেজও সাত গোল করে ফেলেছেন। ৬ গোল রয়েছে ইকার গুয়ারৎজেনার খাতায়। কলকাতায় খেলে যাওয়া আর এক বিদেশী তারকা বোরহা হেরেরা পাঁচ গোল করেছেন। এঁরা প্রত্যেকেই ফর্মে আছেন এবং এফসি গোয়া পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামলে এঁদের আটকানো মহমেডানের পক্ষে মোটেই সোজা হবে না।
তবে এই ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চকে পরখ করে দেখে নিতে পারেন তাদের কোচ মানোলো মার্কেজ। শেষ চার ম্যাচে টানা জয় পেয়েছে তারা। হারিয়েছে ওড়িশা, মুম্বই, কেরল ও পাঞ্জাবকে। এই চার ম্যাচে আট গোল করেছে তারা। খেয়েছি দু’টি গোল। অর্থাৎ মার্কেজের দল দুরন্ত ফর্মে রয়েছে। এমন এক দলকে আটকানো বা হারানো যে মহমেডানের পক্ষে মোটেই সোজা হবে না, এই নিয়ে কোনও সন্দেহ নেই।
তবে এফসি গোয়ার হেড কোচ মানোলো মার্কেজ মনে করেন, “এই শেষ দুটো ম্যাচ আমাদের পক্ষে কঠিন হতে চলেছে। কারণ, আমাদের সামনে এখন প্লে অফের ম্যাচ জেতা ছাড়া কোনও লক্ষ্য নেই। তাই দলের খেলোয়াড়দের মধ্যে একটু গা ছাড়া ভাব আসতে পারে। এর আগে সব ম্যাচেই সমান মানসিকতা নিয়ে খেলে এসেছে আমাদের ছেলেরা। এখন তা নাও হতে পারে। তবে আমাদের সেরা পারফরম্যান্স দেওয়া উচিত। কারণ, আইএসএলে কোনও প্রতিপক্ষই কম শক্তিশালী নয়”।
লিগের প্রথম মুখোমুখিতে মহমেডান ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে প্রায় ৯০ মিনিট দাপুটে ফুটবল খেলে ৬৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে পাওয়া অ্যালেক্সি গোমেজের গোলে এগিয়ে যায় ও জয়ের দোরগোড়ায়ও পৌঁছে যায় মহমেডান। কিন্তু প্রতিপক্ষের স্টপেজ টাইমের গোলে ১-১ ড্র করে তিন পয়েন্টের জায়গায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। এবার কোন দল জয়ের হাসি হাসতে পারে কি না, সেটাই দেখার।
(তথ্য: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: গোলকিপারদের কপাল পুড়ল! সময় নষ্ট করা রুখতে আগামী মরশুম থেকে চালু হচ্ছে নতুন নিয়ম?






















