Ecuador vs Senegal: অধিনায়ক কুলিবালির জয়সূচক গোলে ইকুয়েডরকে হারিয়ে নক আউটে পৌঁছে গেল সেনেগাল
Senegal Football Team: ২০ বছর পর নিজেদের প্রথমবার বিশ্বকাপের নক আউটে পৌঁছল সেনেগাল। সেবার দলের তারকা ফুটবলার ছিলেন সিসে। এবার আফ্রিকার চ্যাম্পিয়নদের কোচের দায়িত্বে রয়েছেন তিনি।
দোহা: গতবার সমসংখ্যক পয়েন্ট ও গোলপার্থক্য থাকা সত্ত্বেও কেবল অনুশাসনের অভাব অর্থাৎ অত্যাধিক পরিমানে লাল ও হলুদ কার্ড দেখায় বিশ্বকাপের (FIFA WC 2022) গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছিল সেনেগালকে (Senegal Football Team)। এবারের বিশ্বকাপের পূর্বেই ছিটকে গিয়েছিলেন দলের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। তা সত্ত্বেও ইকুয়েডরকে আজ ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নক আউটে পৌঁছে গেল সেনেগাল। দলের হয়ে জয়সূচক গোলটি করলেন অধিনায়ক কালিদিও কুলিবালি (Kalidou Koulibaly)।
সারের পেনাল্টি
প্রথমার্ধের সিংহভাগ সময়ই দুই দল গোলের জন্য পরের পর আক্রমণ শানিয়েও গোল করতে পারেনি। তবে একেবারে প্রথমার্ধের শেষের দিকে দলকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যান ইসমাইলা সার (Ismaila Sarr)। পিয়রো হিনক্য়াপি সারকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় সেনেগাল। সেই পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় ইকুয়েডরের জালে বল জড়িয়ে দিয়ে সেনেগালকে ম্যাচে এগিয়ে দিতে কোনওরকম ভুল করেননি সার। ইকুয়েডর গোলরক্ষক হার্নান গালিন্ডেজ নিজের জায়গা থেকে সরতে পর্যন্ত পারেননি। ১-০ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সেনেগাল।
নায়ক কুলিবালি
দ্বিতীয়ার্ধে অবশ্য মোজেজ কাইসেডো ইকুয়েডরকে ম্যাচে ফেরান। ৬৭ মিনিটের মাথায় ফেলিক্স তোরেসের কর্নার থেকে গোল করে দলকে ম্যাচে ফেরান কাইসেডো। সেনেগালের রক্ষণ কর্নারের সময় কাইসেডোকে মার্ক করতেই ভুল যায়। গোলের সামনে অনেকটা ফাঁকা জায়গা পেয়ে সহজেই বল জালে জড়িয়ে দেন কাইসেডো। তবে ম্যাচে আরও নাটক বাকি ছিল। ইদ্রিগা গুয়ের কর্নার থেকে ইকুয়েডর ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। দ্বিতীয় পোস্টে কুলিবালি বল পেয়ে তা ইকুয়েডরের জালে জড়িয়ে দেন। ইকুয়েডর ম্য়াচের শেষের দিকে মরিয়া হয়ে গোলের চেষ্টা করলেও আর গোল করতে পারেনি।
২০ বছর পর নিজেদের প্রথমবার বিশ্বকাপের নক আউটে পৌঁছল সেনেগাল। সেবার দলের তারকা ফুটবলার ছিলেন সিসে। এবার আফ্রিকার চ্যাম্পিয়নদের কোচের দায়িত্বে রয়েছেন তিনি।
গ্রুপ 'এ'-র অবস্থা
নেদারল্যান্ডস: ৩ ম্যাচ খেলে ২ জয় পেয়েছে ডাচরা, ড্র একটি ম্যাচ। ঝুলিতে ৭ পয়েন্ট। তারা এই গ্রুপে শীর্ষে রয়েছে।
সেনেগাল: সাদিও মানে না খেলা সত্ত্বেও নক আউটে পৌঁছেছে তাঁর দল। সেনেগাল ১ ম্যাচ হারলেও ২ ম্যাচ জিতে তালিকায় দ্বিতীয় স্থানে। পয়েন্ট ৬।
ইকুয়েডর: টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়োজক কাতারের বিরুদ্ধে জয় পেয়েছে ইকুয়েডর, ড্র করেছে নেদারল্যান্ডসের সঙ্গে। তাঁরাও ৪ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে।
কাতার: আয়োজক দেশ কাতার সবকয়টি ম্যাচে হেরে গিয়েছে। তাঁরা ০ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে।
আরও পড়ুন: ২৪ বছর আগে মুখোমুখি হয়েছিলেন ক্লদিও-আমেদ, কাতারে ফের দেখা যেতে পারে রেইনা-আবেদজাদের লড়াই