India vs Kuwait Live: সুনীল ছেত্রীর বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ শেষ গোলশূন্যভাবে, যুবভারতী থেকে লাইভ আপডেট
Sunil Chhetri Retirement Match: দীর্ঘ ও বর্ণময় এক পথ চলার শেষ। আন্তর্জাতিক ফুটবলে শেষ দিন সুনীল ছেত্রীর। বৃহস্পতিবার, ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ম্যাচই আন্তর্জাতিক কেরিয়ারে সুনীলের শেষ ম্যাচ।
LIVE
Background
কলকাতা: দীর্ঘ ও বর্ণময় এক পথ চলার শেষ। আন্তর্জাতিক ফুটবলে শেষ দিন সুনীল ছেত্রীর (Sunil Chhetri)। বৃহস্পতিবার, ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ম্যাচই আন্তর্জাতিক কেরিয়ারে সুনীলের শেষ ম্যাচ। ভারতীয় ফুটবলের কিংবদন্তি আগেই জানিয়েছেন যে, কুয়েত ম্যাচ (India vs Kuwait) খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন তিনি।
আর সেই ম্যাচের আগে কি মন খারাপ ভারতীয় তথা বিশ্ব ফুটবলের কিংবদন্তির? সুনীল পেশাদার। বরাবর নিজেকে মুড়ে রেখেছেন পেশাদারিত্বের মোড়কে। এমনকী, কুয়েত ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে সরাসরি বলেছেন, 'আমার কেরিয়ার নিয়ে বা অবসর নিয়ে এতটা না ভেবে ভারত বনাম কুয়েত ম্যাচের দিকেও নজর দিন প্লিজ়।' তাঁর অবসরের মঞ্চে যে ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল, অস্বীকার করাই বা যায় কী করে? কুয়েতকে হারালে ভারত অসাধ্য সাধন করতে পারে। ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার দিকে আরও এক কদম এগিয়ে যাবে ভারত। এর আগে কখনওই ভারতীয় দল যে কৃতিত্ব অর্জন করতে পারেনি। পাশাপাশি সৌদি আরবে আয়োজিত এএফসি এশিয়ান কাপের সরাসরি যোগ্যতাও পেয়ে যাবে ভারত। সব মিলিয়ে রঙিন এক পালক যুক্ত হতে পারে ভারতীয় ফুটবলের সঙ্গে।
তবু আবেগ যেন বাঁধ মানে না। সুনীলকেও হয়তো কিছুটা হলেও তা কাবু করেছে। মন কি ভারাক্রান্ত তাঁর? সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সেরকমই ইঙ্গিত। সুনীল নিজের একটি ছবি পোস্ট করেছেন। যুবভারতী স্টেডিয়ামের গ্যালারিকে দাঁড়িয়ে। পিছন থেকে তোলা সেই ছবি। এক মনে মাঠের দিকে চেয়ে রয়েছেন সুনীল। পরনে ভারতীয় দলের জার্সি। সুনীল লিখেছেন, 'ঠিক আছে, অগত্যা...'। মন হয়তো পুরোপুরি মানতে চাইছে না। তবু তাঁকে যে অবসর নিতেই হচ্ছে, বুঝিয়ে দিয়েছেন সুনীল।
View this post on Instagram
রণবীর সিংহের মতো বলিউডের প্রথম সারির অভিনেতাও যে পোস্টে কমেন্ট করেছেন। বিরাট কোহলি থেকে শুরু করে ভারতের বিভিন্ন ক্ষেত্রের তারকাদের নজর থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
India vs Kuwait Live: স্বপ্নপূরণ হল না ইগর স্তিমাচের ছেলেদের
স্বপ্নপূরণ হল না ইগর স্তিমাচের ছেলেদের। ইতিহাস তৈরি করতে পারল না ভারতের জাতীয় ফুটবল দল। সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে ভারত বনাম কুয়েত ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের দ্বিতীয় রাউন্ড থেকেই কার্যত বিদায় ভারতের।
India vs Kuwait Live: ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে
শেষ ম্যাচে গোলে পেলেন না সুনীল ছেত্রীা। ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে।
India vs Kuwait Live: ভারতের জার্সিতে অভিষেক এডমন্ড লালরিনডিকার
৮৩ মিনিট। জয় গুপ্তার পরিবর্তে নামলেন এডমন্ড লালরিনডিকা। ভারতের জার্সিতে অভিষেক হল তাঁর। গত পাঁচ বছরের মধ্যে একমাত্র আই লিগ খেলা ফুটবলার হিসাবে জাতীয় দলে অভিষেক।
India vs Kuwait Live: ৫৮ হাজার ৯৩১ দর্শক
যুবভারতী স্টেডিয়ামে ৫৮ হাজার ৯৩১ দর্শক ভারতের ম্যাচ দেখতে এসেছেন।