Sunil Chhetri Retirement: বাবা ব্যস্ত সিনেমার প্রচারে, মা অর্পিতাকে নিয়ে সুনীলের হয়ে গলা ফাটাতে মাঠে প্রসেনজিৎ-পুত্র
India vs Kuwait: তিনি বরাবর ফুটবলপ্রেমী। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্তিনার অন্ধ ভক্ত। লিওনেল মেসিদের (Lionel Messi) ম্যাচ থাকলে রীতিমতো লা আলবিসেলেস্তের জার্সি পরে হাজির হয়ে যান।
সন্দীপ সরকার, কলকাতা: তিনি বরাবর ফুটবলপ্রেমী। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্তিনার অন্ধ ভক্ত। লিওনেল মেসিদের (Lionel Messi) ম্যাচ থাকলে রীতিমতো লা আলবিসেলেস্তের জার্সি পরে হাজির হয়ে যান।
বৃহস্পতিবার বিকেলে সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামের বাইরে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়কে যখন ধরা গেল, তখন কিন্তু মুখে মেসি নয়, সুনীল ছেত্রীর নাম। ভারতীয় ফুটবলের কিংবদন্তির শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখতে হাজির হয়ে গিয়েছেন মাঠে। স্টেডিয়ামে ঢোকার সময় এবিপি আনন্দকে বলে গেলেন, 'আজ শুধু সুনীল ছেত্রী।'
পরিচয় করিয়ে দেওয়া যাক। তৃষাণজিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতার পুত্র। সুপারস্টার বাবা-মার সন্তান নয়, বৃহস্পতিবার মিশুক (তৃষাণজিতের ডাকনাম) যেন আমজনতা। ভারতীয় ফুটবল দলের সমর্থক। কুয়েতের বিরুদ্ধে (India vs Kuwait Live) জাতীয় দলের হয়ে গলা ফাটাতে মাঠে হাজির হয়ে গিয়েছেন।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর সিনেমা 'অযোগ্য'-র প্রচারে ব্যস্ত। সুপারহিট প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম সিনেমা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি যে সিনেমা শুক্রবার মুক্তি পাচ্ছে। সিনেমাকে সুপারহিট করে তুলতে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত এখনকার বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকা। তাই ইচ্ছে থাকলেও হয়তো ম্যাচ দেখতে মাঠে আসতে পারেননি।
তবে পুত্র মিশুকের সঙ্গে ভারতের খেলা দেখতে সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে হাজির হয়েছেন অর্পিতা। ম্যাচ শুরু হতে তখনও সোয়া ঘণ্টা বাকি। অনেক আগেই স্টেডিয়ামের ভিআইপি গেটের সামনে এসে দাঁড়াল এসইউভি। গাড়ি থেকে নেমে মাঠের দিকে পা বাড়ালেন অর্পিতা ও তৃষাণজিৎ। প্রসেনজিৎ পুত্র বললেন, 'আমি আর্জেন্তিনার ফ্যান ঠিকই, মেসিকেও অসম্ভব ভালবাসি। তবে আজ শুধুই সুনীল। প্রার্থনা করব, সুনীল যেন গোল পান ও ভারত যেন কুয়েতকে হারায়। ভারতীয় দলের হয়ে গলা ফাটাব আজ।' ভিভিআইপি বক্সের দিকে হেঁটে যাওয়ার সময় বেশ উত্তেজিত দেখাল তারকা পুত্রকে।
তৃষাণজিতের ফুটবল প্রেমের কথা প্রসেনজিৎ নিজেও একাধিকবার বলেছেন। ছেলের আব্দারে আর্জেন্তিনার জার্সি পরে ম্যাচ দেখেছেন প্রসেনজিৎ। তৃষাণজিৎ নিজে ফুটবল খেলেনও। স্কুল বা কলেজ স্তরে খেলেছেন। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুললেই দেখা যায় ফুটবল পায়ে ছবি। কলকাতায় যুবভারতী স্টেডিয়ামে এসে ম্যাচ দেখাও তাঁর কাছে নতুন কিছু নয়।
বৃহস্পতিবার তারকা পুত্রের গলাতেও একটাই স্লোগান, 'সুনীল... সুনীল...'
আরও পড়ুন: বিদায়লগ্নে মন খারাপ সুনীলের? আবেগঘন পোস্ট দেখে চোখে জল ভক্তদের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।