আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Mohammedan Sporting: প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে গোয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা মহমেডান কোচের
Indian Super League: শনিবার ঘরের মাঠে আইএসএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মহমেডান স্পোর্টিং। প্রতিপক্ষ গতবারের সেমিফাইনালিস্ট এফ সি গোয়া।
কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে (ISL) তাদের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে সংযোজিত সময়ে গোল খেয়ে হারতে হয় মহমেডান স্পোর্টিংকে। একেবারে শেষ মিনিটে যেভাবে গোল খেয়ে হারতে হয় আন্দ্রে চেরনিশভের দলকে, তা তাদের সমর্থকদের কাছে বেশ হতাশাজনকই ছিল।
শনিবার ঘরের মাঠে আইএসএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মহমেডান স্পোর্টিং। প্রতিপক্ষ গতবারের সেমিফাইনালিস্ট এফ সি গোয়া। দলের ফুটবলারদের প্রথম ম্যাচের শিক্ষা এবার কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন মহমেডানের রাশিয়ান কোচ। তাঁর বক্তব্য, আর শেষ দিকে গাছাড়া মনোভাব দেখানো যাবে না। একই ছন্দে খেলে যেতে হবে শেষ বাঁশি বাজা পর্যন্ত। প্রথম ম্যাচ থেকে আরও একটা শিক্ষা অর্জন করেছেন তাঁরা। আক্রমণে ধার ও তীব্রতা আরও বাড়াতে হবে। আক্রমণের ঝাঁঝ নিয়ে যে কোচ মোটেই খুশি নন, তা শুক্রবার সাংবাদিক বৈঠকেই বুঝিয়ে দেন তিনি।
শুক্রবার সাংবাদিকদের মহমেডান কোচ বলেন, 'গত ম্যাচে ৭০ মিনিটের পরে ছেলেরা একটু ক্লান্ত হয়ে পড়েছিল। কয়েকজনের পেশিতে টানও ধরে। একেবারে শেষ দিকে অমরজিৎ ও অ্যালেক্সি যখন মাঠ ছাড়ে, তখন আমার ওদের বদল করার পরিকল্পনা ছিল না। একরকম জোর করেই ওদের পরিবর্ত নামাতে হয়। এর ফলে ছেলেদের মনঃসংযোগেও ব্যাঘ্যাত ঘটে। শেষ মুহূর্ত পর্যন্ত মনঃসংযোগ ধরে রাখাটা খুব জরুরি। আইএসএলে যে রকম হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা, তাতে শেষ মুহূর্ত পর্যন্ত তীব্রতার সঙ্গে লড়াই না করতে পারলে চলবে না। এবার থেকে রেফারি শেষ বাঁশি না বাজানো পর্যন্ত কিছুতেই হাল ছাড়া যাবে না।'
প্রথম ম্যাচে তাদের আর্জেন্তিনার মিডফিল্ডার অ্যালেক্সি গোমেজ আক্রমণের চেষ্টা করলেও স্ট্রাইকার সিজার মানজোকি খুব একটা নজর কাড়তে পারেননি। দলের আক্রমণে যে আরও উন্নতি করত হবে, তা মেনে নিয়ে চেরনিশভ বলেছেন, 'আমরা গত ম্যাচে গোল করতে পারিনি। তাই হয়তো অনেকে বলছে আমাদের স্ট্রাইকাররা ভাল না। গোল করলে হয়তো বলত ভাল। মানজোকির কথা যদি ধরেন, দেখতে হবে কতগুলো সুযোগ ও তৈরি করতে পেরেছে। প্রচুর সুযোগ পেয়েও যদি গোল করতে না পারত ওরা, তখন ওদের সমালোচনা করার জায়গা ছিল। আমাদের তো আক্রমণ সে ভাবে তৈরিই হয়নি। তবে চেষ্টা করছি আমরা, যাতে আক্রমণে আরও উন্নতি করা যায়। আসলে বিদেশিরা অন্য দেশে এসে মানিয়ে নিতে সময় নেয়। সেই সময়টা ওদের দিতেই হবে।'
আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা
এফসি গোয়া তাদের প্রথম ম্যাচে এক গোলে এগিয়ে গিয়েও শেষে দু'গোল হজম করে ম্যাচ হারে। প্রতিপক্ষ নিয়ে সাদা-কালো শিবিরের কোচ বলছেন, 'এফসি গোয়া আইএসএলের অন্যতম সেরা দল। ওরা প্রথম ম্যাচে যে ভাবে শুরু করেছিল, তাতে মনে হয়েছিল পাঁচ গোলে জিততে পারে। কিন্তু ১৫-২০ মিনিট পর ওদের খেলায় অবনতি দেখা যায়। তবে আমাদের বিরুদ্ধে ওরা আর সেই ভুল করবে বলে মনে হয় না। ওদের খেলা ঠিকমতো বিশ্লেষণ করতে হবে আমাদের। সেই অনুযায়ী নিজেদের তৈরি করতে হবে। আমাদের পক্ষে কঠিন হতে চলেছে ম্যাচটা।' (সৌ: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: বাংলা-গুজরাত যুগলবন্দি আর শাকিবের আত্মঘাতী শটে তছনছ বাংলাদেশ
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement