ISL 2024: ওড়িশার বিরুদ্ধে পয়েন্ট হাসিল করাই নয়, দলকে শীর্ষে তোলাই লক্ষ্য বাগান কোচ হাবাসের
Mohun Bagan Supergiant vs Odisha FC: গত মরশুমে মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগের নক আউট চ্যাম্পিয়ন হলেও লিগ টেবলে তারা কোনও বারই এক নম্বরে থেকে শেষ করতে পারেনি।
ভুবনেশ্বর: দুই, তিন বা চার নয়, এক নম্বরে থেকেই লিগ শেষ করতে চান মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Supergiant) হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। শনিবার বিকেলে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে নামার আগে এই কথাই স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি।
গত মরশুমে মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগের নক আউট চ্যাম্পিয়ন হলেও লিগ টেবলে তারা কোনও বারই এক নম্বরে থেকে শেষ করতে পারেনি। এ বার সেই লক্ষ্যেই তারা এগোচ্ছেন বলে দাবি হাবাসের। শীর্ষে থাকা ওডিশা এফসি-র বিরুদ্ধে তাঁর দল মাঠে নামার আগে হাবাস জানিয়ে দিলেন, ''সম্প্রতি অনুশীলনের সময় দলের ছেলেদের সঙ্গে আমি কথা বলেছি। সেখানে আমি ছেলেদের কখনও বলিনি যে, আমরা তৃতীয় হতে চাই। এ অসম্ভব। খেলোয়াড়দের সেরা হওয়ার মানসিকতা ও লক্ষ্য নিয়েই মাঠে নামা উচিত। প্রতি দিনই এই লক্ষ্যের দিকে তাকিয়েই লড়াই করতে হবে আমাদের।''
শনিবার ওডিশা এফসি-কে হারাতে পারলে চলতি আইএসএল টেবলে শীর্ষে পৌঁছে যাবে সবুজ-মেরুন বাহিনী। কিন্তু ওডিশার মতো শক্তিশালী দলকে হারানো যে মোটেই সোজা নয়, তা খুব ভাল করেই জানেন হাবাস। গত পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জেতা ও একটিতে ড্র করা ওডিশার প্রতি যথেষ্ট শ্রদ্ধাও রয়েছে তাঁর। প্রতিপক্ষ সম্পর্কে কোচ বলেন, “ওডিশা দলে যেমন ভাল ভাল ফুটবলার আছে, তেমনই ওদের একজন ভাল কোচও আছেন। খুব ভাল দল ওরা। এই ম্যাচটা জেতাই আমাদের লক্ষ্য। কিন্তু প্রতিপক্ষের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। সারা মরশুমেই ওরা ভাল খেলেছে”।
শনিবার প্রতিপক্ষে পাবেন একসময়ে তাঁর ভরসার পাত্র রয় কৃষ্ণাকে। ইদানীং দুর্দান্ত ফর্মেও রয়েছেন রয়। একদা প্রিয় শিষ্যকে আটকানোর জন্য আলাদা করে কোনও বিশেষ পরিকল্পনা করেছেন কি না, জানতে চাইলে তাঁর প্রাক্তন গুরু বলেন, ''রয় কৃষ্ণ যদি আমার দলে খেলত, তা হলে না হয় ওকে নিয়ে আলদা করে কোনও পরিকল্পনা করা যেত। রয় অসাধারণ খেলোয়াড়। ওর সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেয়েছি আমি। এখন ও আমার প্রতিপক্ষ। কিন্তু ফুটবলে এ রকমই হয়। ওকে আটকানোর জন্য বিশেষ কোনও পরিকল্পনা নেই। আমরা কোনও খেলোয়াড়কে নিয়ে বিশেষ পরিকল্পনা করি না। রয় এবং পুরো ওডিশা দলটাই যথেষ্ট ভাল অবস্থায় আছে।'' তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া