Kylian Mbappe: ফ্রান্সের ইউরো থেকে বিদায়ের পরের দিনই এমবাপের জার্সি নম্বর প্রকাশ্যে আনল রিয়াল মাদ্রিদ
Kylian Mbappe Jersey number: এমবাপে নিজের গত ক্লাব পিএসজির হয়ে সাত নম্বর জার্সি পরে খেলতেন। জাতীয় দলের হয়ে পরেন ১০ নম্বর জার্সি।
মাদ্রিদ: ফরাসি ফুটবল দল উয়েফা ইউরো থেকে ছিটকে গিয়েছে ২৪ ঘণ্টাও হয়নি। তার আগেই ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappe) নিয়ে বড় ঘোষণা করল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। জানিয়ে দেওয়া হল তাঁকে কবে রিয়াল মাদ্রিদ ফুটবলার হিসাবে সর্বসমক্ষে প্রকাশ করা হবে। তার নতুন ক্লাবে জার্সি নম্বরই বা কী হতে চলেছে।
এক সরকারি বিবৃতিতে রিয়াল মাদ্রিদের তরফে জানানো হয়, ১৬ জুলাই (বুধবার) এমবাপেকে রিয়াল মাদ্রিদ ফুটবলার হিসাবে সান্তিয়াগো বার্নাবেউতে সকলের সামনে নিয়ে আসা হবে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ়ের উপস্থিতিতেই এমবাপে পাঁচ বছরের চুক্তিতে সরকারিভাবে রিয়াল মাদ্রিদে সই করবেন। তারপরে তিনি বার্নাবেউতেই সাংবাদিক বৈঠকে সকলের প্রশ্নের জবাব দেবেন।
শুধু তাই নয়। এমবাপের জার্সি নম্বরও জানিয়ে দেওয়া হল। ফ্রান্স তারকা জল্পনা মতো নয় নম্বর জার্সি পরে মাঠে নামতে চলেছেন। এমবাপে নিজের গত ক্লাব পিএসজির হয়ে সাত নম্বর জার্সি পরে খেলতেন। জাতীয় দলের হয়ে পরেন ১০ নম্বর জার্সি। কিন্তু রিয়ালে মদ্রিচের ১০ নম্বর জার্সি নিতে প্রথম থেকেই নারাজ ছিলেন এমবাপে। অন্তত খবর এমনটাই। আর ভিনিসিয়াস জুনিয়ার সাত নম্বর জার্সি পরেই খেলেন। তাই বেঞ্জেমার ছেড়ে যাওয়া নয় নম্বর জার্সিতেই দেখা যাবে এমবাপেকে। অবশ্য এমবাপের আইডল রোনাল্ডোও নিজের প্রথম মরশুমে নয় নম্বর জার্সি পরেই মাদ্রিদের হয়ে মাঠে নেমেছিলেন। পরে তা বদলায়। এই দিক থেকে অন্তত রোনাল্ডোর পথেই হাঁটলেন তিনি।
👕🔢 Changes with shirt numbers in the squad.#RealMadrid
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) July 10, 2024
এমবাপে তো নতুন ক্লাবের জার্সি গায়ে গলিয়ে পরের মরশুমে খেলতে নামবেন। তবে তাঁর পাশাপাশি একাধিক রিয়াল মাদ্রিদ তারকাকেও নতুন জার্সি নম্বর পরে আসন্ন মরশুম থেকে মাঠে নামতে দেখা যাবে। এদের মধ্যে রয়েছেন ফেদে ভালভার্দে, ক্যামাভিঙ্গা, শাউমেনি, আর্দা গুলের ও ভালেহো। ভালভার্দে ১৫ নম্বরের বদলে টনি ক্রুসের ছেড়ে যাওয়া আট নম্বর জার্সি পড়বেন। ক্যামাভিঙ্গা নাচোর ছয় নম্বর জার্সি পরবেন। শাউমেনি ১৮ থেকে ১৪ নম্বর জার্সি পরবেন। তাঁর ১৮ নম্বর জার্সিতে দেখা যাবে ভালহোকে। ইউরো মাতানো তুরস্কের তরুণ গুলেরকে ১৫ নম্বর জার্সিতে আসন্ন মরশুমে লস ব্লাঙ্কোসের হয়ে মাঠে নামতে দেখা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ফাইনালে উঠেও স্বস্তি নেই, অদ্ভুত কারণে বিদ্রুপের শিকার স্পেনের ফুটবলার