G.O.A.T India Tour: 'ছেত্রী, ছেত্রী' গর্জনের মাঝেই ওয়াংখেড়েতে প্রবেশ করলেন সুনীল, মেসির থেকে পেলেন বিশেষ উপহারও
Sunil Chhetri: সুনীল ছেত্রী যে মুম্বইয়ে মেসির সঙ্গে দেখা করবেন, তা তাঁর ক্লাব বেঙ্গালুুরু এফসির তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।

মুম্বই: লিওনেল মেসির (Lionel Messi) 'G.O.A.T India Tour' তৃতীয় দিনে পৌঁছেছে। রবিবার, ১৪ ডিসেম্বর সূচি অনুযায়ী সকালেই মুম্বইয়ে পৌঁছেছিলেন তিনি। মায়ানগরীতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসিকে দেখতে চাঁদের হাট। মাঠে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর। উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীও (Sunil Chhetri)।
কলকাতায় সুনীল না আসলেও, তিনি যে মুম্বইয়ে মেসির সঙ্গে দেখা করবেন, তা তাঁর ক্লাব বেঙ্গালুুরু এফসির তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সেইমতোই রবিবার ওয়াংখেড়েতে ডাগ আউট থেকে বেরিয়ে আসেন সুনীল ছেত্রী। তখন মাঠ জুড়ে 'মেসি, মেসি' রবের পাশাপাশি উঠে 'ছেত্রী, ছেত্রী' রবও। সুনীলের পরনে ছিল বিশেষ জার্সি। সেই জার্সির পিছনে লেখা মেসি এবং জার্সির নম্বর ছিল ১০। লাল-নীল রঙের বিশেষ জার্সি মেসির এই সফরের জন্যই ডিজাইন করা হয়েছিল। সেই জার্সি পরেই এদিন মাঠে আসেন ছেত্রী।
One GOAT to another GOAT 🤝🥰#MessiMania #MessiInMumbai pic.twitter.com/F2zvmdG88c
— Doordarshan Sports (@ddsportschannel) December 14, 2025
তিনি একা নন, তাঁর সঙ্গে চিঙলেনসানা সিংহের মতো ভারতীয় দলের আরও একাধিক বর্তমান ফুটবলারও ছিলেন। মাঠে নেমে সুনীল এবং লিওনেল মেসি আলিঙ্গন করে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। লুইস সুয়ারেজ, রদ্রিগো দি পলের সঙ্গেও করমর্দন করেন ভারতীয় মহাতারকা ফুটবলার। ছেত্রীর হাতে মেসি নিজের সই করা বিশেষ দশ নম্বর জার্সিও তুলে দেন।
MESSI × SUNIL CHHETRI MOMENT AT WANKHEDE. 🥹 pic.twitter.com/Aset9U8UmM
— Johns. (@CricCrazyJohns) December 14, 2025
অপরদিকে, সচিন তেন্ডুলকরও এদিন নিজের সই করা এক ভারতীয় জার্সি মেসির হাতে তুলে দেন। সচিনকেও একটি জার্সি উপহার দেন মেসি। এই সৌজন্য ও জার্সি বিনিময়ের পরেই সচিনকে বলতে শোনা যায়, 'এই মাঠে আমি অবিস্মরণীয় কিছু মুহূর্ত কাটিয়েছি। আমরা সবাই বলি, মুম্বই হল সিটি অফ ড্রিমস। স্বপ্নের শহর। আমি স্বপ্নে বহুবার দেখেছি এই মাঠেই ফিনিশিং লাইন স্পর্শ করছি। আপনাদের সমর্থন ছাড়া এই মাঠে ২০১১ সালে আমাদের সোনালি স্বপ্ন পূরণ হতো না। আমরা বিশ্বকাপ জিততাম না। আর আজ তিনজনকে আমরা একসঙ্গে এই মাঠে পেয়েছি। যেটা মুম্বই, মুম্বইবাসী ও ভারতের জন্য সোনালি মুহূর্ত। যেভাবে তিন মহান ফুটবলারকে আপনারা স্বাগত জানালেন, গ্রহণ করলেন, তা স্মরণীয় হয়ে থাকবে।'






















