Mamata On Santosh Trophy: মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে তৎপরতা, সরকারি চাকরির জন্য সন্তোষ-জয়ীদের ফর্ম ফিল আপ
Bengal Football Team: বৃহস্পতিবার বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের কোচ সঞ্জয় সেন ও তাঁর দলের ফুটবলার, অন্যান্য সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের ফুটবলারদের সরকারি চাকরির ব্যবস্থা করবেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হল তৎপরতা।
সন্তোষ ট্রফি (Santosh Trophy) চ্যাম্পিয়ন বাংলা দলের সদস্যদের চাকরি সংক্রান্ত মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির চব্বিশ ঘণ্টার মধ্যেই কাজ শুরু হল। শুক্রবার আইএফএ অফিসে রাজ্য সরকারের আধিকারিকেরা এসে খেলোয়াড়দের প্রয়োজনীয় আবেদন পত্র পূরণের কাজ সম্পন্ন করেন। বাংলার চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা আশার আলো দেখছেন।
বৃহস্পতিবার বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের কোচ সঞ্জয় সেন ও তাঁর দলের ফুটবলার, অন্যান্য সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতেই কলকাতা বিমানবন্দরে পা রেখেছিল বাংলা ফুটবল দল। সেখানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্লেয়াররা বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই অরূপ বিশ্বাস জড়িয়ে ধরেন কোচ সঞ্জয় সেনকে। ট্রফিও হাতে তুলে নেন তিনি। ক্রীড়ামন্ত্রীকে পাশে নিয়ে ট্রফির সঙ্গে ফটোসেশনও সারেন চাকু মান্ডি, রবি হাঁসদারা।
পরের দিনই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন চ্যাম্পিয়ন দলের কোচ, ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা। মুখ্যমন্ত্রী অভিবাদন জানান সবাইকে। সন্তোষ জয়ী দলের জন্য ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেন মমতা। ফাইনালে কেরলকে হারিয়ে বাংলা চ্যাম্পিয়ন হওয়ার পরই সোশ্য়াল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন, "দীর্ঘ ৮ বছরের অপেক্ষার পর, ঐতিহ্যশালী সন্তোষ ট্রফি পুনরুদ্ধার করে জয়ের ধ্বনিতে ২০২৫ সাল শুরু করল বাংলার ফুটবল দল। এ নিয়ে রেকর্ড ৩৩ বার জিতল বাংলা।''
আরও পড়ুন: বিচ্ছেদের পরে ফের কাছাকাছি স্নেহাশিস-মোম, ভাইঝির বাগদানে মধ্যমণি সৌরভই
সন্তোষ জয়ী ফুটবলারদের সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুর্নামেন্টে ১৩ গোল করে সোনার বুট জিতে নিয়েছেন রবি হাঁসদা । কেরলের কাছে দু'বার সন্তোষ ট্রফি ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিয়েছে বাংলা।
নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে শুক্রবার ক্রীড়া দফতরের দুই পদাধিকারী - গৌতম বিশ্বাস ও মুকেশ কুমার সিংহ আইএফএ অফিসে যান। ফুটবলারদের নথি জমা করে সইসাবুদের কাজ করেন তাঁরা। বাংলা দলের ফুটবলারদের পুলিশের চাকরি দেওয়া হবে বলেই কয়েকটি সূত্র থেকে জানা গিয়েছে।
আরও পড়ুন: ৪ ম্যাচে ৩ সেঞ্চুরি, একবারও আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার বিরল বিশ্বরেকর্ড করুণের