Messi in India: যুবভারতীকাণ্ডে সিবিআই তদন্তের আবেদন খারিজ করল হাইকোর্ট, টাকা রিফান্ড নিয়ে উল্টো সুর সরকারের!
G.O.A.T India Tour: অনুষ্ঠানটি যেহেতু একটি ব্যক্তিগত সংস্থার ছিল এবং তারাই টিকিট বিক্রি থেকে শুরু করে সবটা করে, আদালতে জানান সরকারপক্ষের আইনজীবী কল্যাণ বন্দোপাধ্য়ায়।

কলকাতা: লিওনেল মেসির ভারত সফর (G.O.A.T India Tour) দিনকয়েক আগেই শেষ হয়েছে। মেসির সফরের শুরুটা কলকাতা থেকেই হয়। আর সেই কলকাতা শুরুতেই বিপত্তি। মেসিকে দেখতে না পেয়ে সমর্থকদের রোষে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান। মাঠ ছাড়েন মেসি। লন্ডভন্ড হয়ে যায় যুবভারতী (Kolkata Messi Event Vandalism)। ভাঙা হয় চেয়ার, ছোড়া হয় বোতল। সেই যুবভারতীকাণ্ডে এবার টাকা রিফান্ড নিয়ে উল্টো সুর সরকারের!
এই অনুষ্ঠানটি যেহেতু একটি ব্যক্তিগত সংস্থার ছিল এবং তারাই টিকিট বিক্রি থেকে শুরু করে সবটা করে, তাই এই অনুষ্ঠানের টিকিটের দাম ফেরত দেওয়ার প্রক্রিয়াও সরকারের দায়িত্ব নয় এবং আদালত দায়িত্ব দিলে তবেই সরকার সেই কাজ করতে পারেন বলেও আজ সওয়াল করেন সরকারের তরফের আইনজীবী কল্যাণ।
হাজার হাজার টাকার চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন যুবভারতী উপস্থিত সমর্থকদের একাংশ। অনুষ্ঠান ভন্ডুল হয়ে যাওয়ার পর টাকা ফেরতের দাবি তোলেন সমর্থকরা। এবার এই বিষয়ে আজ কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের তরফে আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায় দাবি করেন, 'আমরা কোনও টাকা উদ্ধারের রিকভারি এজেন্ট নই। যদি কোর্ট নির্দেশ দেয়, তাহলে অন্য কথা। নাহলে কারও কিছু বলার থাকলে উদ্যোক্তাদের বলতে হবে।'
যুবভারতীকাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ আরও দুই আইনজীবী মামলা করেছিলেন। এই ঘটনায় সিবিআই তদন্তের আবেদনও করা হয়েছিল। তবে হাইকোর্টে সেই আবেদনও খারিজ হয়ে গেল। 'প্রাথমিক পর্যায়ে তদন্ত, তাই হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। গেজেট নোটিফিকেশন দিয়েই অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি।' তদন্ত কমিটি নিয়েও আপত্তি খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট।
এছাড়া যুবভারতীতে দশ টাকার জলের বোতল দু'শো টাকায় বিক্রি হওয়া নিয়েও অনেকে সরব হয়েছিলেন। জলের বোতল মাঠে ছোড়া নিয়ে প্রশ্ন উঠেছিল যেখানে ম্যাচের সময় মাঠে জলের বোতল নিয়ে ঢোকাই বারন থাকে, সেখানে কীভাবে মাঠের মধ্যে এত জলের বোতল প্রবেশ করল? সেই প্রসঙ্গে আবার উল্টে যুবভারতী কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তোলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের আইনজীবী। '২০০ টাকার জলের বোতল নিয়ে কথা হচ্ছে, মাল্টিপ্লেক্সেও তো খাবারের বেশি দাম। কী করে জলের বোতল ঢুকল, সেটা বলতে পারবে স্টেডিয়াম কর্তৃপক্ষ।'






















