Messi Chaos In Kolkata: 'যুবভারতী মেরামতির খরচ সরকারি কোষাগার থেকে যাবে কেন? একজন প্রভাবশালীও যেন ছাড় না পান'
Kunal Ghosh: যুবভারতী স্টেডিয়ামের বিশৃঙ্খলা নিয়ে ফের সরব হলেন কুণাল ঘোষ।

কলকাতা: আধুনিক ফুটবলের শ্রেষ্ঠ তারকা লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরের সময় যুবভারতীতে বেনজির বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছিল শনিবার । মেসিকে ভালমতো দেখতে না পেয়ে যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । যাঁরা প্রচুর টাকা খরচ করে টিকিট কেটে মাঠে এসেছিলেন মেসি দর্শনের জন্য ।
মেসিকে ঘিরে অবাঞ্ছিত অশান্তির পর তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দুর অধিকারী । মেসির সঙ্গে তৃণমূল নেতা-মন্ত্রীদের ছবি দেখিয়ে আক্রমণ করেছেন শুভেন্দু । মেসির সঙ্গে অরূপ বিশ্বাস, সুজিত বসুদের ছবি দেখিয়ে সরব বিরোধী দলনেতা । অভিযোগ করেছেন, ভোটের আগে ফুটবল আবেগের অপব্যবহারের চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস ।
এর মাঝেই যুবভারতী স্টেডিয়ামের বিশৃঙ্খলা নিয়ে ফের সরব হলেন কুণাল ঘোষ । তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'একজন প্রভাবশালীও যেন ছাড় না পান । যুবভারতী মেরামতির খরচ সরকারি কোষাগার থেকে যাবে কেন? যাঁরা মেসির সঙ্গে ছবি তুলছিলেন, নিজেদের ছবি তোলাচ্ছিলেন, তালিকা তৈরি হোক । তাঁরা কে, কোন অধিকারে ওখানে ছিল, প্রকাশ্যে আসুক । ওঁদের জন্য বঞ্চিত হয়েছেন দর্শকরা ।'
কুণালের দাবি, 'একজন প্রভাবশালীও যেন ছাড় না পান । যে গুন্ডারা ভাঙচুর করেছে, তাদের থেকেও জরিমানা নেওয়া হোক ।' যুবভারতীতে বিশৃঙ্খলা নিয়ে ফের সরব কুণাল ঘোষ ।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন কুণাল । সেখানে তিনি বলেছেন, 'এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতাতেই হল । মেসির তো খেলার কথা ছিল না । এত মানুষ মাঠে গিয়েছিলেন মেসিকে এক ঝলক দেখবেন বলে । মেসি যখন মাঠে ঘুরছেন, কেন এত মানুষ ঢুকে পড়ল? মেসি আসছেন কলকাতায় । স্বপ্নের নায়ক । মেসিকে দেখতে মাঠে এত লোক এসেছেন । মেসি যখন মাঠে ঘুরছেন, তখন কেন তাঁকে একটু সামলে রাখা হল না? কেন তাঁর নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ফাঁকা জায়গা দেওয়া হল না? মানুষের দিকে তাকিয়ে তিনি হাত নাড়তেন । যাঁরা এত দামি টিকিট কেটে মেসিকে দেখতে এসেছেন তাঁরা দু’চোখ ভরে দেখতেন । সেটা করা গেল না? এটুকু পরিকল্পনা করা গেল না? মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে?'






















