Mohammed Salah: এটাই লিভারপুল জার্সিতে সালার শেষ মরশুম! ম্যান ইউনাইটেডকে দুরমুশ করেই বড় ঘোষণা তারকার ফরোয়ার্ডের
Liverpool: চলতি মরশুমে ইতিমধ্যেই লিভারপুলের হয়ে তিন ম্যাচে তিনটি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট প্রদান করে ফেলেছেন নিজের চুক্তির শেষ বছরে থাকা মহম্মদ সালা।
ম্যাঞ্চেস্টার: ২০১৭ সালে লিভারপুলে (Liverpool) যোগ দিয়েছিলেন মহম্মদ সালাহ (Mohammed Salah)। তারপর দেখতে দেখতে সাত বছর পার হয়ে গিয়েছে। লিভারপুলের লাল জার্সিতে একের পর এক ইতিহাস গড়েছেন মিশরের মহাতারকা। তবে এ মরশুমেই সম্ভবত তাঁকে শেষবার মার্সিসাইডের ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে। অন্তত সালার দাবি এমনটাই।
ওল্ড ট্রাফোর্ড রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man United vs Liverpool) বিরুদ্ধে সালাকে চেনা ছন্দে দেখা যায়। তিনি দু'টি অ্যাসিস্ট বাড়ানোর পাশাপাশি একটি গোলও করেন। ৩২ বছর বয়সি মিশরের ফরোয়ার্ড প্রমাণ করে দেন, কেন তাঁকে বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের অন্যতম মনে করা হয়। কিন্তু খুশির রাতে দুরন্ত জয়ের পরই সালা যা বললেন, তাতে লিভারপুল সমর্থকদের জয়ের আনন্দ খানিকটা যে ফিকে হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। এ মরশুম শেষেই সালার লিভারপুলের সঙ্গে চুক্তিও শেষ হচ্ছে। তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা রয়েইছে। এর মাঝেই সালা জানালেন তিনি সম্ভবত লিভারপুল জার্সিতে তাঁর শেষ মরশুম খেলছেন।
তাঁকে নতুন চুক্তির বিষয়ে ক্লাবের তরফে কোনও কিছু জানানো হয়নি বলে দাবি করে সালা বলেন, 'আমি এই গ্রীষ্মে বেশ অনেকটা সময় পেয়েছি। নিজের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি এবং ভাবনাচিন্তা করার অবকাশ পেয়েছি। এটাই ক্লাবের সঙ্গে আমার শেষ মরশুম। তাই আমি এই মরশুমটা উপভোগ করতে চাই এবং আপাতত বাকি কিছু নিয়ে ভাবতে চাই না। ফুটবলটা তো স্বাধীনভাবে খেলতে পারছি, তারপর পরের বছর কী হবে দেখা যাবে না হয়। এই ম্যাচে নামার আগে ভাবছিলাম এটাই হয়তো লিভারপুলের হয়ে এই মাঠে আমার শেষ ম্যাচ হতে চলেছে। ক্লাবের তরফে (নতুন চুক্তির বিষয়ে) এখনও আমার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। তাই এটাই আমার শেষ মরশুম হবে বলে ধরে নেওয়া যায়। দেখা যাক তারপর কী হয়।'
সালা লিভারপুলের হয়ে নিজের প্রথম প্রিমিয়ার লিগ মরশুমেই ৩২ গোল করে এক মরশুমে লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দেন। প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে তিনিই লিভারপুলের সর্বোচ্চ গোলদাতা। সালার স্পষ্ট কথা, চুক্তির বিষয়টা তাঁর হাতে নেই। ভবিষ্যতে কী ক্লাবের তরফে যোগাযোগ করা হলে সেই নিয়ে ভাবা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারের ঘরের মাঠে সালাদের তাণ্ডব, ইউনাইটেডকে দুরমুশ করল লিভারপুল