এক্সপ্লোর

Mohun Bagan SG: ঘরের মাঠে ৪ ম্যাচে ১১ গোল! দুরন্ত নর্থইস্টের বিরুদ্ধে দুই অস্ত্রকে ছাড়াও টগবগে মোলিনা

ISL News: রবিবার গুয়াহাটিতে নর্থইস্টের বিরুদ্ধে একেই কঠিন ম্যাচ তাদের। তার ওপর কার্ড সমস্যার জন্য এই ম্যাচে খেলতে পারবেন না দলের রক্ষণের অন্যতম দুই প্রধান প্রহরী আলবার্তো রড্রিগেজ ও শুভাশিস বসু।

গুয়াহাটি: রবিবার গুয়াহাটিতে নর্থইস্টের বিরুদ্ধে একেই কঠিন ম্যাচ তাদের। তার ওপর কার্ড সমস্যার জন্য এই ম্যাচে খেলতে পারবেন না দলের রক্ষণের অন্যতম দুই প্রধান প্রহরী আলবার্তো রড্রিগেজ ও শুভাশিস বসু। তবে এই নিয়ে বিচলিত নন বলেই জানালেন মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) কোচ হোসে মোলিনা (Jose Molina)। তাঁর দাবি, দলের প্রত্যেক খেলোয়াড়ই প্রথম এগারোয় খেলার যোগ্য। তাই দুই নির্ভরযোগ্য ডিফেন্ডারের বিকল্প হিসেবে যাঁরা খেলবেন, তাঁরাও দলকে যথেষ্ট সাহায্য করবেন।

রবিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ফিরতি লিগে মুখোমুখি হতে চলেছে লিগ টেবলের এক নম্বরে থাকা মোহনবাগান। চলতি লিগে ঘরের মাঠে চারটি ম্যাচে এগারো গোল করেছে নর্থইস্ট। শেষ দুটি ঘরের ম্যাচেই জিতেছে তারা, যার মধ্যে জামশেদপুরের বিরুদ্ধে তাদের পাঁচ গোলে জয়ও ছিল। বাকি দুটি ম্যাচের মধ্যে একটি হারে ও একটি ড্র করে তারা। গত ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হেরে যাওয়ার পর এ বার তারা মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে।

লিগ টেবলের মাঝামাঝি জায়গায় থাকা নর্থইস্ট একটি ম্যাচে হেরেছে বলে এই ম্যাচ তাদের পক্ষে অপেক্ষাকৃত সহজ হতে পারে, এমন তত্ত্ব মানতে রাজি নন সবুজ-মেরুন বাহিনীর কোচ হোসে মোলিনা। রবিবারের প্রতিপক্ষ নিয়ে তিনি বলেন, "নর্থইস্টের সঙ্গে আমরা এর আগেও দুবার খেলেছি। তাই ওদের আমরা ভাল করে জানি। ওরা কঠিন প্রতিপক্ষ। ওদের রক্ষণ খুবই ভাল। ওরা কাউন্টার অ্যাটাকেও খুব দ্রুত ওঠে। ওরাও আমাদের জানে। দুই দলের পক্ষেই এটা কঠিন ম্যাচ। আশা করি, আমরা ভাল খেলব ও তিন পয়েন্ট জিতব। তবে ওরা গত ম্যাচে হেরেছে বলে এই ম্যাচে আমাদের ছেড়ে দেবে না। ওরা লড়াই করবে। কারণ, ওদের কী করতে হবে, সেই ধারণা খুব স্পষ্ট। ওদের হারাতে গেলে আমাদের একশো শতাংশ দিতে হবে। আমাদের রিল্যাক্সড হওয়ার কোনও জায়গা নেই।"

কিন্তু এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান পাবে না তাদের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার রড্রিগেজ ও শুভাশিসকে। এই নিয়ে খুব একটা চিন্তিত মনে হল না মোলিনাকে। বলেন, "আমার কাছে দলের সব খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। আলবার্তো ও শুভাশিস এই ম্যাচে খেলতে পারবে না। তবে তাদের বিকল্প রয়েছে আমাদের হাতে। আমি নিশ্চিত, তারাও ভাল খেলবে ও দলকে জিততে সাহায্য করবে।"

অন্যতম সম্ভাব্য বিকল্প দীপেন্দু বিশ্বাসের প্রশংসা করে কোচ বলেন, "দীপেন্দু খুব ভাল খেলছে। গত ম্যাচে দীপেন্দুর সামনে প্রথম এগারোয় ফেরার সুযোগ ছিল। ও যথেষ্ট ভাল খেলেছে। ও তরুণ খেলোয়াড়। অভিজ্ঞ শুভাশিসের মতো করে সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না ঠিকই। গত ম্যাচে আমার ভয় হচ্ছিল, দীপেন্দু না দ্বিতীয় হলুদ কার্ড দেখে ফেলে। তাই আশিসকে পাঠাই। তবে ও যেটুকু সময় খেলেছে, ভাল খেলেছে। রবিবার ও শুরু থেকে খেলতে পারে।"

বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের তিন গোলে হারা ম্যাচে খেলেছিলেন দীপেন্দু। সমর্থকদের অনেকেই অভিযোগ করেছিলেন, সেই ম্যাচে দীপেন্দুর ব্যর্থতার জন্য হারতে হয়েছিল দলকে। তাঁর ভুলেই পাওয়া পেনাল্টি থেকে গোল করে জয় সুনিশ্চিত করেন সুনীল ছেত্রী। তবে মোলিনা তাদের সঙ্গে একমত নন।

সেই ম্যাচের প্রসঙ্গ উঠলে মোলিনা বলেন, "বেঙ্গালুরুতে আমরা হেরেছিলাম ঠিকই। তবে তা শুধু দীপেন্দুর জন্য না। পুরো দলের জন্য। আমিও সমান দোষী ছিলাম। আমরা যখন হারি, একসঙ্গে হারি, যখন জিতি একসঙ্গে জিতি। সেই ম্যাচের পর থেকে আমরা দুজন বিদেশী সেন্টার ব্যাক খেলাচ্ছি। ফলে রক্ষণ অনেক মজবুত হয়েছে। আক্রমণেও দুজন বিদেশী আমাদের আরও ধারালো করে তুলেছে। তাই এখন ছবিটা অন্যরকম।"

সেই ম্যাচেও খেলেননি রড্রিগেজ। তবে দীপেন্দুর সঙ্গে রক্ষণ সামলেছিলেন শুভাশিস, আশিস রাই ও টম অলড্রেড। সম্প্রতি অলড্রেড জ্বরে ভুগছিলেন বলে শোনা গিয়েছিল। তাই রক্ষণ নিয়ে বেশ সবুজ-মেরুন শিবিরের বেশ উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হয়। কিন্তু এখন সুস্থ অলড্রেড ও রবিবার গুয়াহাটির মাঠে নামার জন্য তিনি তৈরি বলে জানিয়ে দেন দলের স্প্যানিশ কোচ।

নর্থইস্টের বিরুদ্ধে ৩-২-এ জয় দিয়েই এ বারের লিগ অভিযান শুরু করেছিল মোহনবাগান। ম্যাচের তৃতীয় গোল করেছিলেন যিনি, সেই মরক্কান ফরোয়ার্ড আলাদিন আজারেই গত কয়েক মাসে আইএসএলের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ১১ গোল করে এখনও তিনিই সর্বোচ্চ গোলদাতা। রবিবারও বাান রক্ষণে তিনিই হয়ে উঠতে পারেন সবচেয়ে বড় ত্রাস। তবে তাঁর জন্য কোনও বিশেষ পরিকল্পনা নেই বলেই জানান মোলিনা।

আলাদিন আজারেই প্রসঙ্গে তিনি বলেন, "আজারেই খুব ভাল খেলোয়াড়। আমাদের মধ্যে গত ম্যাচে ও একটা গোল করেছিল। তবে সেই ম্যাচে আলবার্তো ছিল না। আমাদের ক্লিন শিট হয়নি। তবে আমরা জিতেছিলাম। আজারেইকে আটকানোর জন্য কোনও বিশেষ পরিকল্পনা নেই। দু-একজনের জন্য আলাদা পরিকল্পনা করি না। পুরো দলকে নিয়ে পরিকল্পনা আছে আমার। গত ম্যাচের চেয়ে আলাদা হবে সেই পরিকল্পনা। কারণ, সব প্রতিপক্ষ, সব ম্যাচ একই রকম হয় না। তাই পরিকল্পনাও আলাদা হয়।"

দলের প্রশংসা করে মোলিনা বলেন, "দল লিগের শুরু থেকেই ভাল খেলছে। চার মাস একসঙ্গে কাজ করার পর দল এখন অনেক ধারাবাহিক ও সব বিভাগেই আমরা মোটামুটি গুছিয়ে নিয়েছি। ফলও পাচ্ছি। তবে এখনও কাজ শেষ হয়নি। এখনও অনেক ম্যাচ, লড়াই বাকি আছে। আমি আত্মবিশ্বাসী, আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারব।"

আরও পড়ুন: হরভজনের বায়োপিকে অভিনয় করবেন ভিকি কৌশল? নিজেই বেছে নিলেন টার্বুনেটর

তাঁর মতে, ডিসেম্বর ও জানুয়ারি লিগের সব দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। হোম-অ্যাওয়ে ম্যাচকেও তিনি যে আলাদা করে দেখছেন না, তা স্পষ্ট জানিয়ে সবুজ-মেরুন কোচ বলেন, "ঘরের মাঠ হোক বা বাইরে। আমাদের সব ম্যাচেই পয়েন্ট পেতে হবে। ডিসেম্বর-জানুয়ারি দুটোই খুব গুরুত্বপূর্ণ। আমাদের একই রকম পরিশ্রম করে যেতে হবে। আরও কঠিন ম্যাচ আছে আমাদের সামনে। সব ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। টেবলের শীর্ষে থাকতে হলে আমাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সে প্রতিপক্ষ যে-ই হোক বা আমরা যেখানেই খেলি।" (সৌ: আইএসএল)

আরও পড়ুন: সেরা অস্ত্রের চোট? যন্ত্রণায় ছটফট করা বুমরার ছবি দেখে উদ্বেগে গোটা দেশ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বাংলাদেশে ইসকনের আরও একটি সেন্টারে আগুন, জানাল কলকাতার শাখা
বাংলাদেশে ইসকনের আরও একটি সেন্টারে আগুন, জানাল কলকাতার শাখা
India vs Australia Live: আজ ফের বুমরার ম্য়াজিকের আশায় ভারতীয় শিবির, কত রান বোর্ডে তুলতে পারবে অজিরা?
আজ ফের বুমরার ম্য়াজিকের আশায় ভারতীয় শিবির, কত রান বোর্ডে তুলতে পারবে অজিরা?
Bangladesh News: মুজিবকে নিয়ে লেখা গদ্য-পদ্য বাদ , বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ?
মুজিবকে নিয়ে লেখা গদ্য-পদ্য বাদ , বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ?
IND vs AUS: খারাপ ফর্ম অব্যাহত রোহিতের, টেস্টে এই তিন তরুণ হয়ে উঠতে পারেন হিটম্য়ানের যোগ্য বিকল্প
খারাপ ফর্ম অব্যাহত রোহিতের, টেস্টে এই তিন তরুণ হয়ে উঠতে পারেন হিটম্য়ানের যোগ্য বিকল্প
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh Update: চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কৃষ্ণনগরে হিন্দুঐক্য মঞ্চের মিছিলBangladesh News: 'মরতে হলে ভারতেই মরব, বাংলাদেশে নয়' ভারতে আশ্রয় চেয়ে কাতর আবেদন হিন্দু পরিবারের | ABP Ananda LIVEBangladesh: 'বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় অবিলম্বে পদক্ষেপ চাই', তীব্র প্রতিবাদ সুকান্তরBangladesh News: পাকিস্থানিদের জন্য বাংলাদেশে অবাধে ভিসা, সরাসরি বিমান পরিষেবা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: বাংলাদেশে ইসকনের আরও একটি সেন্টারে আগুন, জানাল কলকাতার শাখা
বাংলাদেশে ইসকনের আরও একটি সেন্টারে আগুন, জানাল কলকাতার শাখা
India vs Australia Live: আজ ফের বুমরার ম্য়াজিকের আশায় ভারতীয় শিবির, কত রান বোর্ডে তুলতে পারবে অজিরা?
আজ ফের বুমরার ম্য়াজিকের আশায় ভারতীয় শিবির, কত রান বোর্ডে তুলতে পারবে অজিরা?
Bangladesh News: মুজিবকে নিয়ে লেখা গদ্য-পদ্য বাদ , বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ?
মুজিবকে নিয়ে লেখা গদ্য-পদ্য বাদ , বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ?
IND vs AUS: খারাপ ফর্ম অব্যাহত রোহিতের, টেস্টে এই তিন তরুণ হয়ে উঠতে পারেন হিটম্য়ানের যোগ্য বিকল্প
খারাপ ফর্ম অব্যাহত রোহিতের, টেস্টে এই তিন তরুণ হয়ে উঠতে পারেন হিটম্য়ানের যোগ্য বিকল্প
East Bengal on Bangladesh Crisis: বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি ইস্টবেঙ্গলের
বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি ইস্টবেঙ্গলের
Cigarettes Smoking: বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সিগারেট খান? কী হতে পারে জানেন ?
বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সিগারেট খান? কী হতে পারে জানেন ?
Sovabazar: শোভাবাজারে ৭ মাসের শিশুকন্যাকে শারীরিক নির্যাতন, ভর্তি আর জি করে, গ্রেফতার অভিযুক্ত
শোভাবাজারে ৭ মাসের শিশুকন্যাকে শারীরিক নির্যাতন, ভর্তি আর জি করে, গ্রেফতার অভিযুক্ত
IND vs AUS 2nd Test Day 1: নীতীশের লড়াই সত্ত্বেও স্টার্কের আগুনে বোলিংয়ে প্রথম দিনশেষে অ্যাডিলেডে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া
নীতীশের লড়াই সত্ত্বেও স্টার্কের আগুনে বোলিংয়ে প্রথম দিনশেষে অ্যাডিলেডে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া
Embed widget