এক্সপ্লোর

East Bengal VS Mohun Bagan: 'একাধিক বড় ম্যাচে খেলেছি, কিন্তু এই ডার্বি অসাধারণ', ইস্টবেঙ্গলকে হারিয়ে দাবি ম্যাকলারেনের

Kolkata Derby: বিশ্বকাপার ম্যাকলারেনের গোলেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে লিড পায় মোহনবাগান সুপার জায়ান্ট।

কলকাতা: ফের এক স্মরণীয় রাত এল মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) ফুটবলারদের জীবনে। এ বছরই মে মাসে তারা আইএসএলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মুম্বই সিটি এফসি-কে প্রথমবার হারিয়ে আইএসএল ১০-এর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়। তার আগে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকেও হারায় তারা। দু’সপ্তাহ আগেই তাদের আর এক চিরপ্রতিদ্বন্দ্বী মহমেডান স্পোর্টিং ক্লাবকে তিন গোলে হারায় সবুজ-মেরুন বাহিনী। এ বার ইস্টবেঙ্গলকেও (East Bengal VS Mohun Bagan) ফের দু’গোলে হারিয়ে আনন্দে প্রায় আত্মহারা সমর্থকেরা। দলের খেলোয়াড়রাও উচ্ছ্বসিত।

শনিবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথমবার কলকাতা ডার্বির আঁচ পোহালেন একাধিক ফুটবলার। দিমিত্রিয়স পেত্রাতোস, জেসন কামিংসদের সেই অভিজ্ঞতা থাকলে মোহনবাগান শিবিরের নবাগত বিদেশি গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন (Jamie Maclaren), টম অ্যালড্রেডদের কাছে এই অভিজ্ঞতা একেবারে নতুন। কিন্তু শনিবার রাতে যে অভিজ্ঞতা হল তাঁদের, সমর্থকদের যে রূপ দেখলেন তাঁরা, তাতে সবাই অভিভূত।

ম্যাচের প্রথম গোলদাতা জেমি ম্যাকলারেন, যিনি টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন, তিনি শনিবার রাতে স্টেডিয়াম থেকে বেরনোর আগে মিক্সড জোনে দাঁড়িয়ে বলে গেলেন, 'আমি বিশ্বকাপে খেলেছি। এ ছাড়াও একাধিক বড় ম্যাচে খেলেছি। কিন্তু এই ডার্বি অসাধারণ। এই ম্যাচে গোল করে সবার সঙ্গে সেলিব্রেট করাটা দারুন অভিজ্ঞতা। আমি তো আরও সেলিব্রেট করতে চেয়েছিলাম, ফেন্স টপকে সমর্থকদের কাছে চলে যেতে ইচ্ছে করছিল। কিন্তু এখনও আরও ম্যাচ বাকি আছে। আরও অনেক সুযোগ পাব'।

শনিবারের ম্যাচে ৪১ মিনিটের মাথায় মনবীরের মাপা ক্রস থেকে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন ম্যাকলারেন। তার পরে বেশ জমকালো এক সেলিব্রেশনও করেন। এই নিয়ে তিনি বলেন, 'গোল করে সতীর্থ ও সমর্থকদের সঙ্গে সেলিব্রেট করার চেয়ে ভাল অনুভূতি আর কিছুই হয় না। সমর্থকদের যে হাসিমুখে বাড়ি ফেরাতে পেরেছি, সে জন্য খুব ভাল লাগছে। আমি এখানে ট্রফি জিততেই এসেছি। তিন পয়েন্ট পেয়ে ভাল লাগছে। দলের কারও কথা আলাদা করে বলব না, সবাই ভাল খেলেছে। আমাদের দলটা অসাধারণ'।

শনিবার ইস্টবেঙ্গলের থেকে প্রায় সব দিক দিয়েই এগিয়ে ছিল তারা। তবে তাঁদের দলের মানসিক শক্তিকেই এই জয়ের মূল কারণ বলে মনে করেন ‘এ’ লিগের সর্বোচ্চ গোলদাতা ম্যাকলারেন। বলেন, 'আমরা ভাল ফর্মে আছি। শেষ পর্যন্ত যে তিন পয়েন্ট পেলাম, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডার্বিতে কৌশল বলে কিছু থাকে না। এখানে খিদেটাই আসল। যেটা আজ আমাদের বেশি ছিল। আমাদের জেতার ইচ্ছাটা আজ ওদের চেয়ে বেশি ছিল। সুযোগগুলো আমরা কাজে লাগিয়েছি'।

তাঁর নিজের ফর্ম ও গোল নিয়ে ম্যাকলারেন বলেন, 'আমি মরশুমের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলতে পারিনি বলে এখনও দলের সবার সঙ্গে নিখুঁত বোঝাপড়া গড়ে ওঠেনি। এর জন্য সময় লাগে। তবে মনবীর জানে যে আমি সবসময় সামনের দিকে দৌড়ই। ও বলটা দারুন দিয়েছিল। আমার সতীর্থরা সবাই সৃষ্টিশীল। আমি ভারতের সেরা দলে খেলি। আমি জানি আমার সতীর্থরা আমাকে আরও সুযোগ তৈরি করে দেবে। তাই আমার মতো স্ট্রাইকারদের সঠিক জায়গায় থাকতে হয় এবং সুযোগ পেলে তা কাজে লাগাতে হয়। একটা সুযোগ হাতছাড়া হলেও জানি যে, আরও সুযোগ পাব। তাই কখনও ভেঙে পড়ি না'।

ম্যাচের সেরা খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্টেরও উচ্ছ্বসিত প্রশংসা করে ম্যাকলারেন বলেন, 'গ্রেগ অসাধারণ খেলোয়াড়। ও দেখে কোথায় কে দৌড়চ্ছে, কী মুভ হচ্ছে। সেই বুঝে ও নিজেকে চালনা করে। ওর সঙ্গে খেলার অভিজ্ঞতাটা দারুন'।

(তথ্য: আইএসএল মিডিয়া)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: সমর্থকদের ডার্বি জয় উপহার দিতে পেরে উচ্ছ্বসিত মোহনবাগান কোচ মোলিনা 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Alert: তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে 'সাইক্লোন ডানা', রাজ্যের কোথাও ল্যান্ডফল হতে পারে?
তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে 'সাইক্লোন ডানা', রাজ্যের কোথাও ল্যান্ডফল হতে পারে?
Cyclone Updates: ঘূর্ণিঝড়ের চরম প্রভাব কালীপুজোর আগেই, কবে থেকে দুর্যোগের শুরু? বড় আপডেট
ঘূর্ণিঝড়ের চরম প্রভাব কালীপুজোর আগেই, কবে থেকে দুর্যোগের শুরু? বড় আপডেট
Virat Kohli - Anushka Sharma: চেনা ২২ গজে নয়, বিদেশে ছুটি কাটাতেও নয়, হঠাৎ স্ত্রী অনুষ্কাকে নিয়ে কোথায় গেলেন বিরাট?
চেনা ২২ গজে নয়, বিদেশে ছুটি কাটাতেও নয়, হঠাৎ স্ত্রী অনুষ্কাকে নিয়ে কোথায় গেলেন বিরাট?
Yash Dhull Century: হৃদপিণ্ডে অপারেশন হয়েছিল কিছুদিন আগেই, রঞ্জিতে প্রত্যাবর্তনে দুরন্ত শতরান যশের
হৃদপিণ্ডে অপারেশন হয়েছিল কিছুদিন আগেই, রঞ্জিতে প্রত্যাবর্তনে দুরন্ত শতরান যশের
Advertisement
ABP Premium

ভিডিও

Nabanna Meeting: ১০ দফা দাবিতে অনড় থেকেই নবান্নের বৈঠকে জুনিয়র ডাক্তাররা | ABP Ananda LIVERG Kar Protest: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৭জন জুনিয়র ডাক্তারকেই অনুমতি, অবশেষে বৈঠকের লাইভ স্ট্রিমিং | ABP Ananda LIVEMamata Banerjee: একসঙ্গে ৮টি জরুরি প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধি, মোদিকে চিঠি মমতার | ABP Ananda LIVEDiamond Harbour:ডায়মন্ড হারবার মেডিক্যালে ৮ জুনিয়র ডাক্তারকে হস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে 'সাইক্লোন ডানা', রাজ্যের কোথাও ল্যান্ডফল হতে পারে?
তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে 'সাইক্লোন ডানা', রাজ্যের কোথাও ল্যান্ডফল হতে পারে?
Cyclone Updates: ঘূর্ণিঝড়ের চরম প্রভাব কালীপুজোর আগেই, কবে থেকে দুর্যোগের শুরু? বড় আপডেট
ঘূর্ণিঝড়ের চরম প্রভাব কালীপুজোর আগেই, কবে থেকে দুর্যোগের শুরু? বড় আপডেট
Virat Kohli - Anushka Sharma: চেনা ২২ গজে নয়, বিদেশে ছুটি কাটাতেও নয়, হঠাৎ স্ত্রী অনুষ্কাকে নিয়ে কোথায় গেলেন বিরাট?
চেনা ২২ গজে নয়, বিদেশে ছুটি কাটাতেও নয়, হঠাৎ স্ত্রী অনুষ্কাকে নিয়ে কোথায় গেলেন বিরাট?
Yash Dhull Century: হৃদপিণ্ডে অপারেশন হয়েছিল কিছুদিন আগেই, রঞ্জিতে প্রত্যাবর্তনে দুরন্ত শতরান যশের
হৃদপিণ্ডে অপারেশন হয়েছিল কিছুদিন আগেই, রঞ্জিতে প্রত্যাবর্তনে দুরন্ত শতরান যশের
Rishabh Pant: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরো সিরিজ থেকেই কি ছিটকে গেলেন পন্থ?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরো সিরিজ থেকেই কি ছিটকে গেলেন পন্থ?
IND vs NZ 1st Test: নির্ধারিত সময়ের আগেই শেষ হল খেলা, অবিশ্বাস্য জয়ের জন্য ভারতের সম্বল ১০৭ রানের পুঁজি
নির্ধারিত সময়ের আগেই শেষ হল খেলা, অবিশ্বাস্য জয়ের জন্য ভারতের সম্বল ১০৭ রানের পুঁজি
Weather Update: দক্ষিণবঙ্গের ৯ জেলায় দুর্যোগের আশঙ্কা, রাতভর বৃষ্টি ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
দক্ষিণবঙ্গের ৯ জেলায় দুর্যোগের আশঙ্কা, রাতভর বৃষ্টি ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
East Bengal vs Mohun Bagan: উল্টোডাঙা থেকে রুবি, কলকাতা ডার্বির আগে মানববন্ধন ইস্ট-মোহন সমর্থকদের, উঠল স্লোগান, ন্য়ায়ের ডাক
উল্টোডাঙা থেকে রুবি, কলকাতা ডার্বির আগে মানববন্ধন ইস্ট-মোহন সমর্থকদের, উঠল স্লোগান, ন্য়ায়ের ডাক
Embed widget