Mohun Bagan Super Giants: চার বছর পরে প্রত্যাবর্তন, মোহনবাগানের হয়ে সই করলেন ধীরজ সিংহ
Dheeraj Singh: গত মরশুমে এফসি গোয়ার হয়ে লিগ পর্বে সাতটি ও প্লে অফে তিনটি, মোট দশটি ম্যাচ খেলেছিলেন ধীরজ সিংহ।
কলকাতা: মোহনবাগান (Mohun Bagan Super Giant) ফিরে আসছেন গোলকিপার ধীরজ সিং (Dheeraj Singh)। তিন বছর পর মণিপুরের ২৪ বছর বয়সি গোলকিপার আবার ভারতীয় ফুটবলের 'মক্কা'য় ফিরছেন। ২০২১-এ এফসি গোয়ায় যোগ দেওয়ার আগে এক বছর তিনি সবুজ-মেরুন শিবিরেই ছিলেন। ফের পুরনো দলেই ফিরলেন এই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপার। ক্লাবের পক্ষ থেকে বুধবার, ২৪ জুলাই তাঁকে সরকারিভাবে সই করানোর বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান সুপার লিগের গত মরশুমে তিনি দশটি ম্যাচে এফসি গোয়ার গোল সামলান। লিগ পর্বে সাতটি ও প্লে অফে তিনটি ম্যাচে খেলেন তিনি। এর মধ্যে দুটি ম্যাচে কোনও গোল খাননি। মোট ২২টি সেভ করেন ও ১৪টি গোল খান তিনি। ৬১ শতাংশ শট সেভ করেন তিনি। ২০২১-২২ মরশুমে ১৫টি ম্যাচে ২৭টি গোল খান ও ২৭টি সেভ করেন। এফসি গোয়ার হয়ে মোট ৬৬টি ম্যাচে ১২টি গোল সেভ করেছেন ধীরজ। আইএসএলে কেরালা ব্লাস্টার্সের হয়েও খেলেছেন তিনি।
এ মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট গোলকিপার হিসাবে বিশাল কাইথকেই রয়েছেন। তিনিই গত মরশুমে সবুজ মেরুনের হয়ে তেকাঠি আগলেছেন। হয়তো এ মরশুমেও তেমনটাই হবে। তাঁর ডেপুটি হিসাবেই সম্ভবত ধীরজকে দলে নেওয়া হল বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। মোহনবাগান সুপার জায়ান্টের নবনিযুক্ত কোচ হোসে মলিনার তত্ত্বাবধানে তাদের প্রাক মরশুম প্রস্তুতি শুরু হবে ২৯ জুলাই। এ মরশুমে তাদের চার নতুন বিদেশি আসছেন। স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রড্রিগেজকে সই করিয়েছে তারা।
Homecoming 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/RRJfqX2FLK
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 24, 2024
ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিব বানডুঙ্গ থেকে আসছেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোর থেকে অভিজ্ঞ স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডও যোগ দেবেন মোহনবাগান শিবিরে। অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জুটি দিমিত্রিয়স পেট্রাটস ও জেসন কামিংসের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ার আর এক ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন এবং স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টও।
ভারতীয় ফুটবলারদের মধ্যে মনবীর সিংহ, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, শুভাশিস বসু, আশিস রাই, সাহাল আব্দুল সামাদরা মোহনবাগানেই রয়েছেন। চোট সারিয়ে এ মরশুমে ফিরছেন আশিক কুরুনিয়ানও। দুই তরুণ ডিফেন্ডার দীপ্পেন্দু বিশ্বাস ও অভিষেক সূর্যবংশীর চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে এ বারও তাদের দল মোটেই খারাপ হচ্ছে না।
(তথ্য: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিশ্বকাপার ফুটবলারকে দলে নিয়ে নিজেদের শক্তি আরও বাড়াল মোহনবাগান