আরও পড়ুন: কাঠগড়ায় বিতর্কিত পেনাল্টি! শেষ হাসি কলম্বিয়ার, পাঁচ বছরে তৃতীয় পরাজয় আর্জেন্তিনার
Paraguay vs Brazil: ৯ বছর পর প্যারাগুয়ের কাছে হার, দুঃস্বপ্ন পিছু ছাড়ছে না ব্রাজিলের
FIFA World Cup 2026 qualifier: প্যারাগুয়ের রক্ষণে সেভাবে দাঁত ফোটাতে পারেনি ব্রাজিল। গোটা ম্যাচে গোল লক্ষ্য করে মাত্র ৩টি শট নিয়েছিল ব্রাজিল।

Big results in South America... 🍿#FIFAWorldCup | #WeAre26
— FIFA World Cup (@FIFAWorldCup) September 11, 2024
২০১৫ সালের জুন মাসে প্যারাগুয়ের কাছে শেষবার হেরেছিল ব্রাজিল। সেবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে গিয়েছিল সেলেসওরা। তারপর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ৬ বারের মুখোমুখি সাক্ষাতে ৫ বারই জিতেছে ব্রাজিল। ৯ বছর ২ মাস পর ফের প্যারাগুয়ের কাছে হারের লজ্জায় ডুবল পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার ভারতীয় সময় ভোর রাতের ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে গেল ব্রাজিল। ৭১ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেও হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হল ডোরিভাল জুনিয়রের ছেলেদের। যা বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের চতুর্থ হার।






















