Qatar vs India Goal Controversy: ইতিহাস থেকে মাত্র ১৭ মিনিট দূরে ছিলাম, তদন্ত দাবি করে বলছেন ভারতীয় ফুটবল কর্তা
Qatar vs India: কাতারের বিরুদ্ধে বিতর্কিত গোলের শিকার হতে হয়েছে ভারতকে (Qatar vs India)। ফিফা (FIFA) বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে ভারতকে।
নয়াদিল্লি: কাতারের বিরুদ্ধে বিতর্কিত গোলের শিকার হতে হয়েছে ভারতকে (Qatar vs India)। ফিফা (FIFA) বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে ভারতকে। তারপর থেকে অগ্নিগর্ভ ভারতীয় শিবির। ভারতীয় ফুটবল মহলের সকলে ক্ষোভে ফুঁসছে। ফিফা ও এএফসি-কে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)।
সর্বভারতীয় ফুটবল সংস্থার সচিব এম সত্যনারায়ণ (M Satyanarayan) সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'হ্যাঁ, আমরা সকলেই বিধ্বস্ত। শুধু এআইএফএফ নয়, ফুটবল সমাজ ও সমর্থকদের জন্যও বিরাট ধাক্কা। ইতিহাস তৈরি থেকে মাত্র ১৭ মিনিট দূরে দাঁড়িয়েছিলাম আমরা। ভীষণ দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা তৎক্ষনাৎ ম্যাচ কমিশনারকে চিঠি দিয়েছি। ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের আয়োজক কমিটির কাছেও লিখিত প্রতিবাদ জানিয়েছি। এই একটা সিদ্ধান্ত আমাদের গোটা শিবিরকে ভীষণ বিষণ্ণ করে তুলেছে। এই স্তরে আমরা অনেক ভাল রেফারিং আশা করি। ভার নিয়ে কিছু বলার নেই কারণ প্রথম থেকেই ঠিক হয়ে আছে যে, তৃতীয় রাউন্ড থেকে ভার প্রযুক্তি ব্যবহার করা যাবে।'
We’re at a loss for words 💔#QATIND #FIFAWorldCup 🏆 #BlueTigers 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/iqr1elTQjJ
— Indian Football Team (@IndianFootball) June 11, 2024
এখানেই থেমে না থেকে সত্যনারায়ণ বলেছেন, 'জানি না কাকে দোষারোপ করা উচিত। ফুটবলারদের, যারা ওই কাজ করেছে নাকি রেফারিকে যাঁরা দেখতে পাননি। আমরা তদন্ত চাই। আমরা সোনার সুযোগ হারিয়ে বিধ্বস্ত। তবে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। ভাল করে শুরু করতে হবে আবার।'
An irregular goal did us in, rues Igor Stimac after Qatar defeat#FIFAWorldCup 🏆 #BlueTigers 🐯 #IndianFootball ⚽️
— Indian Football Team (@IndianFootball) June 12, 2024