Tendulkar On Messi: তোমাকে ভালবাসি, মেসির হাতে নিজের জার্সি তুলে দিয়ে বললেন সচিন, কী রিটার্ন গিফট দিলেন লিও?
Messi India Tour: মেসি ও সচিন - দুজনই মাঠ মাতিয়েছেন ১০ নম্বর জার্সি পরে। রবিবার সচিন নিজের সই করা ভারতীয় ক্রিকেট দলের দশ নম্বর জার্সি তুলে দিলেন মেসির হাতে। রিটার্ন গিফট দিলেন এল এম টেনও।

মুম্বই: ভারতের বিশ্বকাপ জয়ের মাঠ। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে এই মাঠেই ইতিহাস রচিত হয়েছিল। মুম্বইয়ের সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায় মায়াবী দৃশ্য তৈরি হল।
যখন এক ফ্রেমে ধরা দিলেন ক্রীড়া জগতের দুই কিংবদন্তি। একজন ক্রিকেট মাঠের। অন্যজন ফুটবলের। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও লিওনেল মেসি (Lionel Messi)। একে অপরকে আলিঙ্গন করলেন দুই মহাতারকা। সচিনের উষ্ণতার পরশ পেলেন রদ্রিগো দে পল ও লুইস সুয়ারেজ়ও। মেসির ভারত সফরের মুম্বই অধ্যায় স্মরণীয় হয়ে রইল।
মেসি ও সচিন - দুজনই মাঠ মাতিয়েছেন ১০ নম্বর জার্সি পরে। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন নিজের সই করা ভারতীয় ক্রিকেট দলের দশ নম্বর জার্সি তুলে দিলেন মেসির হাতে। রিটার্ন গিফট দিলেন এল এম টেনও। একটি সই করা ফুটবল তুলে দিলেন সচিনের হাতে।
সচিন বললেন, 'এই মাঠে আমি অবিস্মরণীয় কিছু মুহূর্ত কাটিয়েছি। আমরা সবাই বলি, মুম্বই হল সিটি অফ ড্রিমস। স্বপ্নের শহর। আমি স্বপ্নে বহুবার দেখেছি এই মাঠেই ফিনিশিং লাইন স্পর্শ করছি। আপনাদের সমর্থন ছাড়া এই মাঠে ২০১১ সালে আমাদের সোনালি স্বপ্ন পূরণ হতো না। আমরা বিশ্বকাপ জিততাম না। আর আজ তিনজনকে আমরা একসঙ্গে এই মাঠে পেয়েছি। যেটা মুম্বই, মুম্বইবাসী ও ভারতের জন্য সোনালি মুহূর্ত। যেভাবে তিন মহান ফুটবলারকে আপনারা স্বাগত জানালেন, গ্রহণ করলেন, তা স্মরণীয় হয়ে থাকবে।'
এরপরই তিনি প্রশংসায় ভরালেন মেসিকে। বললেন, 'লিওর কথা বললে বলব, ওর খেলা নিয়ে কথা বলার সঠিক মঞ্চ এটা নয়। আর ওকে নিয়ে নতুন কী বলার থাকতে পারে! ও সব কিছু অর্জন করেছে। ওর নিষ্ঠা, সাধনা ও দায়বদ্ধতার প্রশংসা করি আমরা। সবচেয়ে বড় কথা, আমরা তোমাকে ভীষণ ভালবাসি। আর সেটা ওর মাটিতে পা রেখে চলার জন্য। ও মানুষ হিসাবে যেমন তার জন্য। আমি মুম্বইয়ের সকলের হয়ে এবং ভারতের সকলের হয়ে লিও ও ওর পরিবারের সুস্বাস্থ্য প্রার্থনা করি। তোমরা সকলে আনন্দে থাকো। অনেক ধন্যবাদ এখানে আার জন্য ও ছোটদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমি আশা করছি ভারতীয় ফুটবলও কাঙ্খিত উচ্চতা স্পর্শ করবে।'
Must say, today was a 10/10 day Leo Messi 😉 pic.twitter.com/L6AaYY1PdL
— Sachin Tendulkar (@sachin_rt) December 14, 2025
গোটা স্টেডিয়াম কখনও উদ্বেলিত হল স্যাচিন...স্যাচিন স্লোগানে। কখনও জয়োধ্বনি উঠল মেসির নামে। সুশৃঙ্খল অনুষ্ঠান কলকাতার যন্ত্রণা আরও বাড়িয়ে দিল। সল্ট লেকের বিভীষিকা সাময়িকভাবে হলে ভুলে ওয়াংখেড়ের জমকালো সন্ধ্যায় মেতে উঠলেন ক্রীড়াপ্রেমীরা।






















