SUI vs ITA: গতবারের চ্যাম্পিয়নদের বিদায়, ইতালিকে হারিয়ে উয়েফা ইউরোর কোয়ার্টার ফাইনালে স্যুইৎজারল্যান্ড
UEFA Euro 2024: গত দুই বারের মতো এবারও রাউন্ড অফ ১৬-তেই আগের টুর্নামেন্টের খেতাবজয়ী দলের বিদায় ঘটল।
বার্লিন: ২০১৬, ২০২০ সালের পর ২০২৪, বজায় থাকল ধারা। রাউন্ড অফ ১৬ থেকেই বিদায় নিল উয়েফা ইউরোর (UEFA Euro 2024) গত বারের চ্যাম্পিয়নরা। সপ্তাহান্তে ইতালিকে ২-০ গোলে হারিয়ে মহাদেশের সেরা হওয়ার দৌড়ে শেষ আটে পৌঁছে গেল স্যুইৎজারল্যান্ড (SUI vs ITA)। ফ্রয়লার ও ভার্গাসের গোলে দোনারুমারদের হারালেন জার্দান শাকিরিরা।
ম্যাচের শুরু থেকেই বল দখল নিজেদের কাছে রাখতে তৎপর ছিল স্যুইৎজারল্য়ান্ড। সেই লক্ষ্যে তাঁরা সফলও হন। তবে ম্যাচের প্রথম বড় সুযোগ তৈরি করতে বেশ খানিকটা সময় লাগে সুইসদের। ইতালির অফসাইডের ফাঁদকে দুরন্তভাবে অতিক্রম করে ম্যাচের ২৪ মিনিটের মাথায় গোলের বড় সুযোগ পেয়ে যান ব্রিল এমবোলো। তবে সে যাত্রায় দোনারুমা আজুরিদের রক্ষাকর্তা হন। রুখে দেন এমবোলোর শট। অবশেষে ম্যাচে ৩৭তম মিনিটে আসে ম্যাচের প্রথম গোলটি। বাঁ-দিক থেকে ভার্গাসের ঠিকানা লেখা পাস বলনিয়ার ফ্রয়লার দারুণভাবে দখলে এনে দোনারুমাকে ইতালির গোলে পরাস্ত করেন।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই অভিজ্ঞ স্যুইৎজারল্য়ান্ড দল নিজেদের লিড দ্বিগুণ করার সুযোগও পেয়ে গিয়েছিল। তবে এক্ষেত্রেও ইতালির ত্রাতা হয়ে উঠেন দোনারুমা। ফ্যাবিয়ান রাইডারের ফ্রি-কিক দোনারুমা বাঁচিয়ে দেন। তা পোস্টে লেগে বাইরে বেরিয়ে যায়। প্রথমার্ধ ১-০ লিড নিয়েই শেষ করে রজার ফেডেরারের দেশ। তবে দ্বিতীয় গোল আসতে বেশি সময় লাগেনি। হাফ টাইমের মাত্র কয়েক মুহূর্ত পর বলনিয়ার আরেক ফুটবলার মিকেল ভার্গাসকে নিঁখুতভাবে বল বাড়িয়ে। সব মার্কিং এড়িয়ে ২৫ বছর বয়সি তারকা দুরন্ত গোলে স্যুইসদের বিখ্যাত জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন।
নিজেদের ভুলেই স্যুইৎজারল্য়ান্ড ইতালিকে আরেকটু হলেই ম্যাচে ফেরার সুযোগ করে দিচ্ছিল। ফ্যাবিয়েন শারের ব্যাক হেডারে আরেকটু হলেই বল স্যুইসদেরই জালে জড়িয়ে যেত। তবে সৌভাগ্যবশত তা পোস্টে লাগে। স্যুইৎজারল্য়ান্ড গোটা ম্যাচ জুড়েই অত্যন্ত পরিপক্ক ফুটবল খেলে। একেবারে শেষের দিকে ইতালি কোচ লুসিয়ানো স্পালেতি স্কামাকাকে নামালে দীর্ঘকায় ইতালিয়ান ৭৪ মিনিটে প্রায় দলকে সাফল্য এনেই দিচ্ছিলেন। কিন্তু শেষমেশ স্যুইসদের ভাগ্য সহায় হয়। ম্যাচ সহজেই জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় স্যুইৎজারল্য়ান্ড।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভিনিসিয়াসের জোড়া গোলে প্যারাগুয়ের বিরুদ্ধে ব্রাজিলের দাপুটে জয়, কোপা আমেরিকার শেষ আটে কলম্বিয়া