এক্সপ্লোর
Advertisement
রেকর্ডের কথা ভেবে খেলি না, দলই সবার আগে: অশ্বিন
গল: রেকর্ডের কথা মাথায় রেখে কোনওদিন খেলতে নামেন না। ব্যক্তিগত স্বার্থের বদলে দেশের স্বার্থই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে জয়ের পর এমনই মন্তব্য করলেন ভারতের তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেছেন, ‘আমার কাছে দল সবসময় আগে। ছোটবেলা থেকেই ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। তখন থেকেই লক্ষ্য ছিল, ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।’
অশ্বিন বরাবরই টিমম্যান হিসেবে পরিচিত। তিনি সবসময় দলের স্বার্থে পারফর্ম করেন। গল টেস্টেও দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছেন এই অফস্পিনার। আগামী ৬টি টেস্ট ম্যাচে ২১টি উইকেট পেলেই দ্রুততম ৩০০ উইকেট সংগ্রহকারী হয়ে যাবেন অশ্বিন। আগেই তিনি টেস্টে দ্রুততম ২৫০ উইকেট শিকারী হয়ে গিয়েছেন। এবার নয়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। যদিও অশ্বিন বলছেন, তাঁর ব্যক্তিগত কোনও লক্ষ্য নেই। দেশের স্বার্থে তিনি নিজের সেরাটা দিতে চান। সেটা করতে গিয়ে কোনও ব্যক্তিগত নজির গড়তে পারলে ভাল লাগে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement