এক্সপ্লোর
Advertisement
কপিল-জাহিরদের হাত ধরেই স্পিনের দেশ ভারতে পেসের বিপ্লব ঘটেছে, বলছেন ইয়ান বিশপ
ভারতের পেস-শক্তি তৈরি হওয়ার নেপথ্যে অধিনায়ক বিরাট কোহলিকে কৃতিত্ব দিয়েছেন বিশপ
নয়াদিল্লি: ভারতীয় পেস আক্রমণ এখন গোটা বিশ্বে সমাদৃত। মহম্মদ শামি-যশপ্রীত বুমরা-উমেশ যাদব-ইশান্ত শর্মা সমৃদ্ধ ভারতের পেস বোলিং বিভাগকে এই মুহূর্তে বিশ্বের সেরা বলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ফাস্টবোলার ইয়ান বিশপ যা দেখে উচ্ছ্বসিত। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, কপিল দেব-জাহির খানদের হাত ধরেই স্পিনের দেশ হিসাবে পরিচিত ভারতে পেসের বিপ্লব ঘটেছে।
এক সাক্ষাৎকারে বিশপ বলেছেন, ‘মনে রাখতে হবে ভারতের পেস-শক্তি রাতারাতি তৈরি হয়নি। ভিতটা তৈরিই ছিল। যদি পিছনের দিকে হাঁটেন, কপিল দেব থেকে শুরু করে জাভাগাল শ্রীনাথ, জাহির খান, মুনাফ পটেল, শ্রীসন্থ – অনেককে পাওয়া যাবে।’
পাশাপাশি ভারতের পেস-শক্তি তৈরি হওয়ার নেপথ্যে অধিনায়ক বিরাট কোহলিকে কৃতিত্ব দিয়েছেন বিশপ। বলেছেন, ‘অধিনায়ক ফাস্টবোলারদের পছন্দ ও ভরসা করলে অনেক সুবিধা। পাশাপাশি বুমরার মতো এই প্রজন্মের সেরা প্রতিভা রয়েছে বিরাটের হাতে। বুমরা সব ফর্ম্যাটে দারুণ খেলে। শামি নিজের বোলিংকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। ইশান্তও অনেক উন্নতি করেছে।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৩ টেস্টে ১৬১ উইকেট নেওয়া প্রাক্তন ফাস্টবোলার জানিয়েছেন, তিনি কখনও কল্পনাও করতে পারেননি যে, স্বর্ণযুগের ক্যারিবিয়ান পেসারদের মতোই গোটা বিশ্বে দাপট দেখাবেন ভারতীয় জোরে বোলাররা। আর এর জন্য তিনি কৃতিত্ব দিয়েছেন জাতীয় দলের বোলিং কোচ ভরত অরুণকে। বিশপ বলেছেন, ‘কোচ, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি কৃতিত্ব প্রাপ্য বোলিং কোচ ভরত অরুণেরও। আমি সব সময় মনে করি পেসাররা ঘণ্টায় ৯০ মাইল বা তার বেশি গতিবেগে বল করলে বোলিং কোচের কাজটা অনেক সহজ হয়ে যায়।’ তবে স্বর্ণযুগের ক্যারিবিয়ান ফাস্টবোলারদের সঙ্গে ভারতীয় পেসারদের তুলনা করতে তিনি নারাজ বলে জানিয়েছেন ৫২ বছরের প্রাক্তন তারকা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement