(Source: ECI/ABP News/ABP Majha)
French Open 2022: আশা জাগিয়েও ফরাসি ওপেনের মিক্সড ডাবলসে হেরে গেলেন বোপান্না
Rohan Bopanna: ফরাসি ওপেনে মিক্সড ডাবলসে শেষ হয়ে গেল ভারতীয় চ্যালেঞ্জ। সানিয়া মির্জা আগেই হেরে ছিটকে গিয়েছিলেন। এবার রোহন বোপান্না এবং আন্দ্রেজা ক্লেপাক জুটিও দ্বিতীয় রাউন্ডে হেরে ছিটকে গেল।
প্যারিস: চলতি ফরাসি ওপেনের (French Open) পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল রোহন বোপান্না-ম্যাটওয়ে মিডলকাপ জুটি। তবে মিক্সড ডাবলসে শেষ হয়ে গেল ভারতীয় চ্যালেঞ্জ। সানিয়া মির্জা আগেই হেরে ছিটকে গিয়েছিলেন। এবার রোহন বোপান্না এবং আন্দ্রেজা ক্লেপাক জুটিও দ্বিতীয় রাউন্ডে হেরে ছিটকে গেল। ফলে শেষ হয়ে গেল চলতি মরসুমে রোলা গাঁরোজে মিক্সড ডাবলসে ভারতীয়দের বড় কোনও আশা।
রোহন বোপান্না এবং তাঁর স্লোভেনিয়ান পার্টনার আন্দ্রেজ়া ক্লেপাক হেরে গেলেন চেশিয়ার লুসি হার্ডেকা এবং ইকুয়েডরের গঞ্জালো এসকোবার জুটির কাছে। তবে দুরন্ত লড়াই করেছেন বোপান্নারা। ১ ঘণ্টা ১৮ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে হার মানলেন বোপান্নারা। খেলার ফল বোপান্না-ক্লেপাক জুটির বিরুদ্ধে ৭-৬ (৭-২), ৬-৪। প্রথম সেটে দুই পক্ষ কেউ কারও সার্ভ ব্রেক করতে পারেনি। টাইব্রেকারেও খেলার ফল ছিল একটা সময় ২-২। সেখান থেকে পরপর পাঁচটি পয়েন্ট বিপক্ষের কাছে হেরে গিয়ে প্রথম সেট হেরে যান বোপান্না-ক্লেপাক।
দ্বিতীয় সেটের প্রথমেই বোপান্না-ক্লেপাক জুটির সার্ভ ভেঙে দেন হার্ডেকা-এসকোবার জুটি। সেখান থেকে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত-স্লোভাক জুটি। অন্যদিকে সানিয়া মির্জা-ইভান ডডিচ জুটিও হেরে ছিটকে গিয়েছেন মিক্সড ডাবলস থেকে। ৬-৪, ৬-৩ ফলে তাঁদের হারিয়ে দেন ব্রাজিলিয়ান জুটি বিয়াট্রিজ হাদাদ মাইয়া এবং ব্রুনো সোয়ারেস। ১ ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ে পর হার স্বীকার করেন সানিয়া-ডডিচ জুটি।
পাঁচ-পাঁচটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন রোহন বোপান্না ও ম্যাটওয়ে মিডলকাপ জুটি। ২০২০ টোকিও অলিম্পিক্সে স্বর্ণপদকজয়ী জুটিকে হারিয়ে চলতি ফরাসি ওপেনের পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন বোপান্নারা। ফরাসি ওপেনের দ্বিতীয় বাছাই জুটি মেকটিচ এবং প্যাভিচ জুটিকে হারিয়ে বোপান্নারা পৌঁছালেন শেষ আটে।
আরও পড়ুন: ওপেনিংয়ে বাটলার-ঋদ্ধি, কেকেআর থেকে সুযোগ রাসেলের, আইপিএলের সেরা একাদশ বেছে নিল এবিপি লাইভ
আরও পড়ুন: আইপিএলে দারুণ কাজের স্বীকৃতি, কিউরেটর-মাঠকর্মীদের জন্য বিরাট পুরস্কার ঘোষণা বোর্ডের